![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
১।
প্রতিটি দিন মর্নিং ওয়াকে
একলা লাগে বোরিং
সাথে থাকো বলে তোমায়
ভালোবাসি ও ডার্লিং!
২।
পাবলিক বাসে
কলেজে যাওয়া সাজা।
তোমার বাইকে
যেতে বিরাট মজা!
৩।
দুপুর বেলা
লাঞ্চে তোমায় পাই।
বন্ধু প্রতিদিন
এমন করে চাই।
৩।
করো বায়িং হাউজে জব!
সেই অফিসের ড্রেস
সুন্দর গুলো পাই সব।
৪।
পরিবারে সাথে
হলে অভি মান।
মানাও তুমি
বলে লক্ষী জান!
৫।
অলস বিকেলে ইচ্ছে করে
পার্কে বসে বাদাম খাই।
সেই সময়েও ঠিকি বন্ধু
তোমায় আমি পাশে পাই।
৬।
ঘুরতে যেতে
ইচ্ছে যদি করে।
মুহুর্তেই প্রিয়
আসো কাছে উড়ে!
৭।
জানোই আমি
এক মহা আহ্লাদি মেয়ে। :#>
কান্নার সময়
তাই দাও কাঁধ এগিয়ে!
৮।
কখন লাগবে কি
খুব সহজেই বুঝো!
মনে মনে তাই
আমার অভাব খুঁজো!
৯।
শপিং করা আমার, খুবই ভালো লাগে!
আরো খুশি হই
যাওয়ার কথা যদি, তুমি বলো আগে!
১০
রাতে যদি মোর
ঘুম না আসে, অজানা কারনে।
ঘুম আনিয়ে দাও
গল্প-কথা মায়া, আর গানে। :!>
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার এই কমেন্ট ষ্টিকি করা হোক
২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মজা পেলাম
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
আপনার নাম নিয়ে খুব হৈচৈ হচ্ছে। ভালোই তো আশরাফুল ভাইয়া।
৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
শীতের সকাল বলেছেন: গ্রাম্যবালিকা কাব্য লিখে
অন্তরেতে দহন
বাসর রাইতে তুমার বন্ধু
ছুইতে মু্ঞ্চায় চায় চরণ
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
গ্রাম্যবালিকা বলেছেন:
মাইয়া লোকের চরন ছুঁবেন
এইডা কেমুন কথা।
উলটাপালটা কথা শুইনা
ধরলো মাথা ব্যথা ।
৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, সবসময়ের মতোই মজার।
৯ বেশী ভাল্লাগসে ||
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্কু মুন ।
কাবজাব লেখলাম ইট্টু
৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
লুছিফার বলেছেন:
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: হে হে হে
৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
বোকামানুষ বলেছেন: এত কঠিন নাম কেন ?
কবিতা ভাল হয়েছে
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: নামের নিচে ছবিটা তো সহজই ছিলো
ধন্যবাদ পড়ার জন্য। শুভকামনা।
৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
অণুজীব বলেছেন:
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
গ্রাম্যবালিকা বলেছেন: হেই অনুজীব! হোয়াটস আপ ব্রো!
এই কমেন্ট ষ্টাইল একজনের থেকে কপি করলাম।
৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
শীতের সকাল বলেছেন:
কথা বুঝে নাই গ্রাম্যবালিকা
কষ্ট পাইলাম মনে,
মনের দুঃখ শেয়ার করি
আমি কাহার সনে।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২
গ্রাম্যবালিকা বলেছেন:
আছে অনেক কথা
না বুঝাই ভালো
ডাইলের মাঝে কিছু
থাকতে পারে কালো
৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০
শীতের সকাল বলেছেন:
চলে যাব ঘুমাতে
কথা হবে পরেতে,
গ্রাম্যবালিকার ঘুম নাই
কালকেও কাব্য পেতে চাই।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন:
বাচ্চা পোলা
ঘুমাও সকাল সকাল!
ফ্রি আছি
সময়ের নাই আকাল!
১০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬
আশিক মাসুম বলেছেন: পাবলিক বাসে
কলেজে যাওয়া সাজা। (
তোমার বাইকে
যেতে বিরাট মজা!
করো বায়িং হাউজে জব!
সেই অফিসের ড্রেস
সুন্দর গুলো পাই সব। :-*
আইচ্ছা তাই নাকি কে সেই ভাঘ্যবান জাতী যানতে চায়?
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২
গ্রাম্যবালিকা বলেছেন: ভাগ্যবান খুব লাজুক। জাতীর সামনে এনে লজ্জা দিতে চাইনা।
১১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
৩য় তম !!! এইগুলো কিছু হইল ! কিছুইত হইল না ?
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি আমার পোষ্টে এসে কমেন্ট করলেন, এইডা কিছু হইলো?! কিছুইতো হইলোনা। আবার লাইকও দিছেন! আজিব
১২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: ঘুরতে যেতে
ইচ্ছে যদি করে।
মুহুর্তেই প্রিয়
আসো কাছে উড়ে!
আমি কি ম্যাশিন ম্যান ?
মানিনা মানবো না
উইড়া আসতে পারবো না
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
গ্রাম্যবালিকা বলেছেন:
ভালোবাসলে জানতে হয়
উড়া।
না উড়লে ভাংতে পারে
জোড়া!
১৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! মজা পেলাম।
সেই রকম হইছে।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ কবি।
মজা পেয়েছেন শুনে খুশি।
১৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
একজন আরমান বলেছেন:
ললনা মানেই ছলনা,
যাবো না এই কথা ভুলিয়া।।
প্রেম পীড়িত লাগে না আর ভালো,
বালিকা তুমি এইসব এখন ছাড়ো।
(ব্যাপক বিষণ্ণময় ইমো হবে)
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
গ্রাম্যবালিকা বলেছেন:
বালিকার কেবল সুর্য উঠলো
সারা দিন বাকি!
এখনি বলো কেমন করে
প্রেম ছাড়া থাকি!
ওয়েট আগে ছ্যাঁকা খাই
পরে করুম হায় হায়।
১৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
শান্তা273 বলেছেন: জানোই আমি
এক মহা আহ্লাদি মেয়ে।
কান্নার সময়
তাই দাও কাঁধ এগিয়ে!
দারুন!
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ শান্তা।
সবসময় আমার লেখা পড়ার জন্য খুব খুশি।
১৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ঘুরতে যেতে
ইচ্ছে যদি করে।
মুহুর্তেই প্রিয়
আসো কাছে উড়ে!
ashlam aibar choolo
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ, সেলিম আনোয়ার, পড়ার জন্য।
১৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
লেখক বলেছেন: আপনি আমার পোষ্টে এসে কমেন্ট করলেন, এইডা কিছু হইলো?! কিছুইতো হইলোনা। আবার লাইকও দিছেন! আজিব
এইডাও কিছু হইল ! কিছুইত হইলনা ?
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি যে এক কথাই দুইবার এসে কমেন্ট করলেন, এইডা কিছু হইলো, এইডাতো এক্কেবারে নিম্নস্তরের কিছুই তো হইলোনা
১৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩
অদ্বিতীয়া আমি বলেছেন: মজার হয়েছে
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া
প্রো-পিক চেঞ্জ করলে আনইজি লাগে।
তবে এইটাও নাইস।
১৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬
আশিক মাসুম বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
৩য় তম !!! এইগুলো কিছু হইল ! কিছুইত হইল না ?
;
আসলেই, কিলছেন যাতা
পড়তে গিয়া পিত্তি জ্বলে
ব্যাথা করে মাথা।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭
গ্রাম্যবালিকা বলেছেন:
আপনেও তো এইডা কি লিখলেন!! কিছু হইলো?
কান্ডারী, আশিক এইডা কি লিখল , এইডা কোন ছড়া হলো? কিছুইত হইলনা।
মাথা ব্যথা
আহারে, ইশ!
বউরে কন
করতে মালিশ!
২০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
জানোই আমি
এক মহা আহ্লাদি মেয়ে।
কান্নার সময়
তাই দাও কাঁধ এগিয়ে!
ওরে কে আছে কাঁধ টা একটু এগিয়ে দেবে
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪০
গ্রাম্যবালিকা বলেছেন: আপনে কি আগে না পইড়া কমেন্ট করেছিলেন?!! এতোক্ষনে কাঁধ খুজতে আইছেন!! হইলো কিছু? কিছুইত হইলনা!
২১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
মেয়ে সামুতে করে কাইব্য চর্চা
আমার বাড়ে পকেট খরচা !!
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩
গ্রাম্যবালিকা বলেছেন:
সারাদিন অফিস করো
আমি একলা বাসায়।
সামুতে সময় কাটাই
আসবে তুমি এ আশায়!
২২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১০
মোঃ নুর রায়হান বলেছেন: অত্যন্ত প্রাঞ্জল ছড়া কবিতা।
বিশেষ কেউটা কে?
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: বিশেষ কেউ নাই। কল্পিত
ধন্যবাদ পড়ার জন্য।
২৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১৮
মোঃ নুর রায়হান বলেছেন: আপনার মত কবি হতে চাই।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৭
গ্রাম্যবালিকা বলেছেন: মজা করছেন!!
আপনি অনেক ভালো লিখেন। আমি আপনাদের মত গভীর ভাব দিয়ে লিখতে পারিনা বলে এইসব আলতু ফালতু লিখি
২৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৭
আরজু পনি বলেছেন:
গেস্টাপো বলেছেন: ভালোবাসে কারা?
স্বাধীনতার সপক্ষের লোকেরা নাকি বিপক্ষের লোকেরা )
)
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: ভালোবাসে স্বাধীনতার বিপক্ষের লোকেরা।
এইটা হলো ব্যক্তিগত স্বাধীনতা। দেশের স্বাধীনতা তাদের মনে থাকে তাই আর কোন স্বাধীনতা তারা চায়না। নিজেকে পরাধীন করতে প্রেম করে, প্রেমে পড়ে।
পরাধীন কিভাবে দেখেন-
অসময়ে ফোন, জান, "তুমি খাইছো"
যেদিন বাসায় আব্বু আম্মু সবচেয়ে কঠিন মুডে আছে, সেদিন, "আজ যদি দেখা না করো রিলেশন ব্রেক আপ"!
কথায় কথায়, "এই ছেলের সাথে কথা বলো ক্যান, ওর দিকে তাকাও ক্যান!!"
দুঃখ রে বইন দুঃখ
২৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৭
আরজু পনি বলেছেন:
আররে...কপি করতে যেয়েতো ইমো বদলে গেছে!!
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: হে হে হে-------------- আমি কপি করেছি কিন্তু ইমো কপি করিনাই!
জিচ্চি জিচ্চি!! হুররে-------
২৬| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০০
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: তুমি আপু ভাল! বড় ভাল।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
গ্রাম্যবালিকা বলেছেন: হাচা নি!
একটু কনফিউজড
২৭| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৯
সিলেটি জামান বলেছেন: মানুষ কত্ত সুন্দর সুন্দর কোবতে লেখে আর আমি পড়ার সময় পাইনা
ভালো আছেন তো।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
গ্রাম্যবালিকা বলেছেন: আমি সুন্দর লিখিনা। অবশ্যই লিখিনা।
দোয়া করি একটা প্রদীপ পান, ঘষা দেন, দৈত্য আসুক, এক নিমেষে সব কাজ করে দেক, আর আপনি বসে বসে আমাদের অখাদ্য পোষ্ট পড়েন।
২৮| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
s r jony বলেছেন: অনেক দিন ধরেই ভাবছিলাম "ভুড়ি" কন্ট্রোল করার জন্যে মর্নিং ওয়াকে যাবার অভ্যাস করুম, আপনার পোস্টে দেখে সাহস পাইলাম।
ইয়ে আপনি কোথায় মর্নিং ওয়াকে যান?
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: আরেহ, আপনার সাথে একদিন সকালে না দেখা হলো!!
আর এখন বলছেন কোথায় মর্নিং ওয়াকে যাই!
আসবেন, তার( কল্পিত) সাথে দেখা করিয়ে দিব। অমায়িক আছেন তিনি
২৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১
একজন আরমান বলেছেন:
বালিকা তুমি ভারী বেয়াদব,
কথা কইলে শোন না।
ছ্যাকা তো তুমি খাবা না,
উল্টা দিবা তারে,
শেষে বেচারার কি হাল হবে,
ভেবেছো কি একবারেও?
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
গ্রাম্যবালিকা বলেছেন:
না জাইন্যা না বুইঝ্যা
কইয়া দিলা বেয়াদপ।
এমন কথা কইতেনা
জানতা যদি সব।
ছ্যাকা দিমু কেমনে তারে
অন্তরে যে রাখি!
দিবানিশি তার লাগি
পথ চাইয়া থাকি!
৩০| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২
সিয়ন খান বলেছেন: প্রতিটি দিন মর্নিং ওয়াকে
একলা লাগে বোরিং
সাথে থাকো বলে তোমায়
ভালোবাসি ও ডার্লিং!
তাই নাকি? কবে থেকে?
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: মরার পর থেকে।
৩১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
জাকারিয়া মুবিন বলেছেন:
১০ নম্বর পিলাচ।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্কস। ভাল থেকো ভাইয়া।
৩২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০
লাবনী আক্তার বলেছেন:
বালিকা তোমার প্রেমের পদ্ম
দিও এমন জন কে
যে ফুলে ফুলে উড়ে
মধু পান করে
অবশেষে ভাঙ্গে মনকে
তোমার কবিতা পড়ে কেন জানি আমার এই গানটার কথা মনে হইছে।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্কস আপি। হাহাহা, সেই মন পাবে যে ডিঝার্ভ করে। আমার জন্য শুভকামনা করে দাও।
ভালো থেকো তুমি। অনেক শুভকামনা রইলো।
৩৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
ভাল লেগেছে
++++++++
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ
আমাকে এর পর কমেন্ট করলে আপনার নিকের ১৫৪ এর মিনিং বলবেন? যদি বলা যায়। আমার এতো কিউরিসিটি ক্যান!
৩৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪
সিয়ন খান বলেছেন: কয় কি বালিকা
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
গ্রাম্যবালিকা বলেছেন: হ, বাইচ্যা থাকতে এমুন পোলা পাওয়া সম্ভব না। মরার পর যদি সোজা হয়া যায়, তাইলে এমুন করে ভালোবাসলেও বাসতারে
৩৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
একজন আরমান বলেছেন:
তাইলে তুমি কইয়া দাও,
একটু খানি শুনি।
ইস সবাই যদি তোমার মতো বাসতে পারতো ভালো,
তাইলে তো রইতো নাকো কারো দিলের দুঃখ।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪
গ্রাম্যবালিকা বলেছেন:
কইয়াই তো দিলাম
আর কইতাম কি
ভালোবাসা মিছা
প্রতারনা আর ফাঁকি।
৩৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১
নিয়েল ( হিমু ) বলেছেন: এই পোষ্টের প্রতিটা ইমোই পারফেক্ট ম্যাচিং কর্ছে
কোথায় জানি দেখলাম আপনি বলতেছেন আপনার কল্পিত বড় নাকি অতিষ্ট আছে আপনার জালায় ? এই পোষ্টেও তেমনটাই ইংগিত পাইলাম লাগে ? তাই খুব টেনশিত আছি ।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: ইমো বিশেষজ্ঞ নিয়েল! কেমন আছেন?
কোথায় জানি শুনেছিলাম, বেশি বুঝা ব্লগিং এর জন্য ক্ষতিকর।
আমি চাইনা আপনার ব্লগিং ক্ষতগ্রস্থ হোক
৩৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
লাবনী আক্তার বলেছেন: অবশ্যই শুভকামনা করি। দুয়া করি যেন ভালো মনের মানুষ পাও।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: হেই!!!!! ইউ আর রিয়েলি নাইস!
কেন জানি মনে হয় সত্যি আমাকে অনেক পছন্দ করো তুমি আপি!
খুব ভালো লাগে কেউ এমন মন থেকে মায়া করলে।
তুমি সবচেয়ে বেশী হ্যাপি হও সেই শুভকামনা।
৩৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
একজন আরমান বলেছেন:
ঠিক বলছেন আপু।
অন্তত আমার কাছে তাই মনে হয় !
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: হ, তাই মনে হয়। যদিও জানিনা
৩৯| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
হাসি .. বলেছেন: প্লাসায়িত
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ হাসি আপি।
৪০| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
s r jony বলেছেন: লেখক বলেছেন: আরেহ, আপনার সাথে একদিন সকালে না দেখা হলো!
কবে কখন কোথায় দেখা হল???
লাবনী আক্তার বলেছেন: অবশ্যই শুভকামনা করি। দুয়া করি যেন ভালো মনের মানুষ পাও।
আমিও দোয়া করি যেন ভাল দেখে একটা "গাধা"পান।
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: আমিও তো ভেবেছিলাম ওইটা আপ্নে! ওহ তাইলে না।
এহেম এহেম ! আগের কমেন্টে এস আর জনি নামের কেউ আমি কোথায় মর্নিং ওয়াকে যাই জানতে চাইলো।
৪১| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
যুবায়ের বলেছেন: চমৎকার কোবতে....
পিলাচ++
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।
৪২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪
*কুনোব্যাঙ* বলেছেন: ইশরে... ডানপিটে কবির ভালোবাসার আবদারে ভালোবাসার মানুষ আবার গলে না যায়!
বরাবরের মতই চমৎকারানুকাব্য
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: আবদারে হাওয়া হয়ে যায় কিনা সেই চিন্তা করছি
ধন্যবাদ আপনাকে।
আছেন কেমন?
৪৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫
আমি তুমি আমরা বলেছেন: +++
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন খুব।
৪৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮
হাসি .. বলেছেন: s r jony বলেছেন: লেখক বলেছেন: আরেহ, আপনার সাথে একদিন সকালে না দেখা হলো!
কবে কখন কোথায় দেখা হল???
লাবনী আক্তার বলেছেন: অবশ্যই শুভকামনা করি। দুয়া করি যেন ভালো মনের মানুষ পাও।
আমিও দোয়া করি যেন ভাল দেখে একটা "গাধা"পান।
তা ছেলেরা কি সবাই গাধাই হয় নাকি? ভাল গাধা মন্দ গাধা??
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪
গ্রাম্যবালিকা বলেছেন:
নাইস কমেণ্ট!
আশা করি এন্টেনা ওয়ালা ব্লগার এস আর জনি উত্তর দিয়ে যাবেন।
মেয়েদের সাথে থাকলেই যদি গাধা হয়ে যায়, তাহলে উনি আমার জন্য ভালো গাধার দোয়া করেছেন। তাইলে উনি কি ধরনের গাধা হবেন বিয়ের পর??!
৪৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
হাসি .. বলেছেন: আশা করি এন্টেনা ওয়ালা ব্লগার এস আর জনি উত্তর দিয়ে যাবেন।
মেয়েদের সাথে থাকলেই যদি গাধা হয়ে যায়, তাহলে উনি আমার জন্য ভালো গাধার দোয়া করেছেন। তাইলে উনি কি ধরনের গাধা হবেন বিয়ের পর??!
হাসতে হাসতে শেষ আমি আপু
জনি ভাই এদিকে আর আসবেনা, আর আমাকে খুঁজবে কোতল করার জন্য
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০
গ্রাম্যবালিকা বলেছেন: হে হে, বলবোনা তো কি করবো! উনার বেশিরভাগ পোষ্টে এন্টেনা থাকে।
আজ আপনি একটা এন্টেনাওয়ালা কমেন্ট করলেন। দেখি তার নেটওয়ার্কে ধরানোর জন্য আবার আসে কিনা!
আমি সাক্ষী থাকলাম। আপনাকে কতল করলে দেখা যাবে!
৪৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১
*কুনোব্যাঙ* বলেছেন: হুম ভাল আছি। তবে সিজন্যাল ফ্লুতে একটু নাকাল
আপনি কেমন আছেন?
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২
গ্রাম্যবালিকা বলেছেন: ভালো আছি।
শুভকামনা থাকলো। সুস্থ হোন তারাতারি।
৪৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১
অণুষ বলেছেন: অবচেতন মনে কিনা জানিনা, বালিকা তার কাব্য রচনায় মেয়েদের আসল রূপটা ফুটিয়ে তুলেছেন।
সত্যি কথা বলার জন্য পিলাচ।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১
গ্রাম্যবালিকা বলেছেন: এইটা এক ধরনের সারকাজম। ছেলেরা এইরকম ভাবে মেয়েদের। আমিও তাদের মনের কথা লিখে দিলাম।
প্রথম অনুকাব্যে বুঝা যায়। আসলে এইসব বস্তুগত কারনে মানুষ ভালোবাসে না। ইন্টারনাল এমন কিছু ব্যাপার থাকে যা শুধুমাত্র সে দুইজনই বুঝে। আত্মার ব্যপার।
৪৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
সালমাহ্যাপী বলেছেন: কোবতের চাইতে মন্তব্য গুলা বেশি মজার
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: হ্যাপিপু, তুমি কই থাকো!!!!!!! আই মিসড ইউ!
তুমি সামনে থাকলে হ্যাপিপুউউউউউ বলে জড়িয়ে ধরতাম।
আমার পোষ্ট দেওয়ার মানেই কমেন্টে মজা করা।
৪৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ বালিকা
কি মচতকার
কবিতা।।
মন্তব্য লেখা শেষ
ধইন্যা পাতা কে .জি খানেক
নিও তুমি বেশ।।
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১২
গ্রাম্যবালিকা বলেছেন: বাহ বাহ!!
ছড়ায় ছড়ায় কমেন্ট!!
আপনাকে না দিয়ে আমি ধইন্যাপাতা নিব! কি বলেন! :#>
৫০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩
শোশমিতা বলেছেন: অনেক ভালো লাগলো + +
গ্রাম্যবালিকা আপুর ব্লগ বাড়িতে আসলে মনটা ভালো হয়ে যায় কারন সব সময় সুন্দর ও মজার কিছু পড়তে পারি
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: আপু তোমাদের লেখাকে আমি সত্যি বলতে সম্মান করি। এতো গভীর জীবনবোধ খুঁজে পাই।
আমি খুবই ফালতু লিখি। সত্যি মজা পেয়ে থাকলে আমি অসম্ভব খুশি হই।
৫১| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগারদের নিকট সচেতন বার্তা
**************************
ব্লগ বিষয়ে সহজ ভাবে মানুষ কে
জানান , যেন তাদের নানা ক্ষুভ ও ভুল ভেঙ্গে যায়
নয়ত ব্লগার দের ভবিস্যতব্য জীবন নিয়ে এদের রকমারি মতাদর্শে
নানা প্রতিকুলতা দেখা দিতে পারে যা আমাদের মঙ্গলে এখন
প্রেস ব্রিফিং ও মিডিয়ায় প্রচার জরুরি ।
সহজ ব্যক্ষ্যা
ব্লগ কথাটির বাংলা অর্থ আবদ্ধ বা নথি পত্র দলিল দস্তা রাখার বক্স
পরবরতিতে এটাকে আধুনিক বিজ্ঞানী গবেষণায় উন্নত করে লেখার
পড়ার এবং মত প্রকাশের উপযোগী করে সাজানো হয় ।
এখনও সমাজে মানুষ এ বিষয়ে অনেক অজ্ঞ ।
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।
৫২| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০০
মাহবু১৫৪ বলেছেন: হাহাহাহা । বহুদিন পর আবার প্রশ্নটা শুনলাম।
বন্ধুরা মজা করে বলতো আমি নাকি ১৫৪ টা প্রেম করেছি। তাই আমার বান্ধবীদের মনে রাখতেই ১৫৪ সংখ্যার ব্যবহার।
আসলে ১৫৪ তেমন কোন বিশেষ কিছু না আমার জন্য। এটা আমার জিমেইল আইডি। মাহবুব১৫৪ হচ্ছে আমার আইডি। কিন্তু সামুতে রেজিঃ করার সময় শেষের "ব" টা কোন কারণে বাদ পরে যায়।
বুঝেছেন ?
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: কন কি ১৫৪টা !!! খাইছে
ব বাদ যেয়ে খারাপ হয় নাই। নিক টা ইউনিক হৈছে
৫৩| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১১
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুপার লাইক।
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ শোভন।
ভালো থাকবেন।
৫৪| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৬
এম হুসাইন বলেছেন: চ্রম হইছে গ্রাম্যবালিকা।
প্লাসে প্লাসায়িত করলাম
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২০
গ্রাম্যবালিকা বলেছেন:
প্লাসে প্লাসায়িত শুনে আপেলে( আবেগে) আপ্লুত হলাম
৫৫| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৬
লাবনী আক্তার বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ বালিকা।
ভালো থেকো সবসময়।
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: জি আপিইইইইইইইইই
ভালো আছি আলহামদুলিল্লাহ
৫৬| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১২
s r jony বলেছেন: হাসি > এই বিষয় বিস্তারিত পোস্ট খুব শিগ্রই আসছে, সেখানেই আলাপ/বাকচিত করুম।
ইয়ে মানে হাসি আপা, আপনাকে খুব আগ্রহি মনে হচ্ছে, , , , , , , , , , , , , ,
মনে আমার ঘন্টা বাজে
শিহরণ পাই পদে পদে,
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: ইয়ে মানে হাসি আপা, আপনাকে খুব আগ্রহি মনে হচ্ছে, , , , , , , , , , , , , ,
এটা কি কোন এন্টেনাওয়ালা কথা ? ধরেনাই
ছড়াটা নাইস।
পোষ্টের অপেক্ষায়।
৫৭| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫
অনীনদিতা বলেছেন: বালিকা
ভালো হইছে
+++
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যঙ্কু অনী!
তুমি দেখি চোখচিপি ছাড়া কথাই কইতারোনা!এইডা তোমার ভার্চুয়াল মুদ্রাদোষ! হে হে
৫৮| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বাপরে!! চরম ভালোবাসার কারন অনুসন্ধান করেছেন। ব্যাফুক প্রতিভাবান আফনে।
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: এইগুলাই ভাবে পোলারা তাই তাদের মনের কথা কয়া দিলাম।
একথা সবাই জানে
ভালোবাসে অন্য কারনে
ভালোবাসে মনের টানে
৫৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৭
অনীনদিতা বলেছেন: বালিকা,তোমার পোস্টের শিরোনামের সাথে যে ইমো দিলা ঐটা কিসের ইমো?
আমার মত তোমারও কি ঐটা ভার্চুয়াল মুদ্রাদোষ!
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: নিজেরা নিজেরা মারামারি করতে হয়না আপি
আমরা অন্যের সাথে ঝগড়া করবো, ওকে?
৬০| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭
শাহজাহান মুনির বলেছেন: জানোই আমি
এক মহা আহ্লাদি মেয়ে। :``>>
কান্নার সময়
তাই দাও কাঁধ এগিয়ে!
ভাল রিয়েলাইজেশনস। কবিতা ভাল হয়েছে।..++++
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
বাস্তবে কাঁধ এগিয়ে দেয় না। কি করে জানেন, ধামকি দিয়ে বলে, "আর একটু কাঁদছো, আমি চলে যাবো। কি ফিঁচকাঁদুনে মেয়ে রে"
৬১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
জাওয়াদ তাহমিদ বলেছেন:
ভালা হইছে রে বালিকা।
চ্রম চ্রম চ্রম। আপুনি যে এতু রুমান্টিক জানতাম না।
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ জাওয়াদ।
আচ্ছা, রুমান্টিক :#> :!>
৬২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০
শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
বাস্তবে কাঁধ এগিয়ে দেয় না। কি করে জানেন, ধামকি দিয়ে বলে, "আর একটু কাঁদছো, আমি চলে যাবো। কি ফিঁচকাঁদুনে মেয়ে রে"(
(
(
দেয় দেয়।
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
গ্রাম্যবালিকা বলেছেন: দিলে ভালো, না দিলে আরো ভালো। কাঁধ এগিয়ে দিলে আরো কাঁদতে ইচ্ছে করবে। কাঁদার পর আউটপুট ভালো না, বেশ মাথা ব্যথা করে।
৬৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
ফালতু বালক বলেছেন: করো বায়িং হাউজে জব!
সেই অফিসের ড্রেস
সুন্দর গুলো পাই সব।
কিছু একটা টের পাইলাম
+++++++
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
গ্রাম্যবালিকা বলেছেন: টের পাওয়া ভালো কথা না।
পুরান ডায়লগ " সায়েন্স ফিকশন লিখতে এলিয়েনদের কাছে যেতে হয়না"
৬৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: *
*
*
*
পেয়েছ কটা নতুন পোশাক বসে তুমি গুনছো ,
চাকরীটা তার চলে গেছে সেই কথা কি শুনছো ?
পিঙ্কিকে দু'টা ।
জরিনাকে কটা ?
ডালিয়াকে ছয়
আফিয়াকে নয় ,
তেরটা নিয়েছে বালিকা
এই হিসাবের তালিকা
বস যখনি পায়
চাকরীটা চলে যায় ।
বুঝে নিন,চোরের সাথে লাভ করা ভাল নয় ,
খুঁজে নিন ''ভাল'' সনদ লাভ করা গুডি বয় ।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: ছড়া ভালোই তো লিখলেন। বাঁশ টা না দিলে হইতো না?
চোর বানায়ে দিলেন!! এইটা কিছু হইলো!!
আমার দুঃখ কমতেছে না। আপনার ব্লগে আপনারে ঝাইড়া রাইখ্যা আইমু, এবং অবশ্যই কাব্যিক ভাবে। এইটা আমি লিখতে লিখতে পণ করলাম।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১
গেস্টাপো বলেছেন: ভালোবাসে কারা?
স্বাধীনতার সপক্ষের লোকেরা নাকি বিপক্ষের লোকেরা