![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
১।
বুঝতে অনেক
সময় নিলি।
মন ভরিয়ে
দুঃখ দিলি।
২।
দখল করে
আত্মা
ক্যামনে বলিস
মিথ্যা?!
৩।
ঢেউয়ের আশায়
চাইলাম তোরে।
নদীর পানি
শুকাইলি পরে!
৪।
ভালোবাসার অভিনয়
আর নয় আর নয়
বুঝবি এবার পাজি
চলে যাবো আজি!
৫।
থাকবো আমি
ইচ্ছে যেমন
ভালো থাকিস
ও আমার মন!
৬।
মন দিয়েছি
যাকে
যায় কি ভোলা
তাকে?!
৭।
আজ আমি
মুগ্ধ!
অন্তর করলি
দগ্ধ!
৮।
তোরে ছাড়া
পুড়বো।
ছাই হয়ে
উড়বো!
৯।
মনকে রাখিস
খুব যতনে।
সুখে থাকুক
মোর সতীনে!
১০।
মিশে গিয়ে মোর সত্ত্বায়
আমাকে ভুলে, গেলি চলে
বিচার হয়না এই হত্যায়?!
অঃটঃ সামু , তোমার আর আমার পাঁচ মাসের রিলেশনশীপে পড়ালেখা বাঁধা হয়ে দাড়ালো। তবে আমি ফিরে আসব মাস দুয়েক পর। তুমি ভালো থেকো।
আমি দুঃখিত। কমেন্টের উত্তর দিতে পারবোনা। ক্ষমা করবেন সবাই।
২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
অনীনদিতা বলেছেন: ঐ বালিকা কই যাও তুমি?
আমাদের ভুলে থাকতে পারবা?
৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
একজন আরমান বলেছেন:
তোরে ছাড়া
পুড়বো।
ছাই হয়ে
উড়বো!
ভালো লাগলো।
মানুষ বাসর রাতেও ব্লগিং করে, আর আপনি শুধু পড়ালেখার জন্য ব্লগিং কে বিদায় জানাচ্ছেন? হায়রে বাঙালি।
৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: কোথাও শান্তি নাই
যে দিকে মন চায়
সামু আবার
মজল নাকি সে তো নাই ঠায়
৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১
নগর বালক বলেছেন: ----------------------------------------
৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
আমিভূত বলেছেন: ভালোভাবে পড়াশুনা করে আবার ফিরে আসুন ।
৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: মন দিয়েছি
যাকে
যায় কি ভোলা
তাকে?
ফিরে এসো বালিকা, ফাঁকে ফাঁকে
৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০
শান্তা273 বলেছেন: অনুকাব্য ভালো হইছে বালিকা।
ফিরে আসার অপেক্ষায় থাকলাম!
৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪
জাকারিয়া মুবিন বলেছেন: কস্কি বালিকা!!!!
মিচ ইউ!!!!!!
১০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১২
তারছেড়া লিমন বলেছেন: দুত্তোরি ছাই কারেই করবো নালিস
শুনছে না কেই
শুনছে আমার বালিস....
১১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৩
বাংলার হাসান বলেছেন: ঢেউয়ের আশায়
চাইলাম তোরে।
নদীর পানি
শুকাইলি পরে!
১২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৬
এম হুসাইন বলেছেন: গ্রাম্যবালিকা'র উজ্জ্বল ভবিষ্যৎ কাম্য। ফিরে আসো তাড়াতাড়ি আমাদের মাঝে।
সামু পরিবার বালিকা কে মিস করবে।
কবিতায় +
ভালো থাকা হোক।
১৩| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
তামিম ইবনে আমান বলেছেন:
আপনাকে অনেক মিচ করবো
কবিতা পড়ে অনেক ভালো লাগলো । মন ছুঁয়ে গেল
১৪| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
পেন্সিল চোর বলেছেন: কাম বেক সুন সিস্টার...
১৫| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো থাকবেন বালিকা। ফিরে আসার অপেক্ষায় রইলাম,,,,,,,,,,
১৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
বটবৃক্ষ~ বলেছেন: মন দিয়েছি
যাকে
যায় কি ভোলা
তাকে.।.।.।।
++++
কি এক্সাম আপ্পি...???
বালিকা কিসে পড়েন ?? প্রফ নাকি?!!!
১৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার
১০ নং ভালোলাগা............
১৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
হু ক্ষমা করা হল
১৯| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৯
কাওছার০ বলেছেন: চমতকার
২০| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭
s r jony বলেছেন: আপনাকে মিছামু
২১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
সিয়ন খান বলেছেন: থাকবো আমি
ইচ্ছে যেমন
ভালো থাকিস
ও আমার মন!
++
মিস ইউ
২২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৯
নিয়েল ( হিমু ) বলেছেন:
তরে ছাড়া পুরব
ছাই হয়ে উড়ব
২মাস যদি বেচে থাকি আবার এসে জবাব দেখে যাব ।
২৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: প্রিয় গ্রাম্যবালিকা,
যাদের হাসি আনন্দ উচ্ছলতায় ব্লগ থাকে সদা মুখরিত আপনি তাদের অন্যতম। একই সাথে আপনার অনুকাব্য, কবিতা, গল্প বা সমসাময়িক বিষয় নিয়ে ভাবনাগুলোতে থাকে নিপুণ সৌন্ধর্যের ছোঁয়া। স্বভাবসুলভ আন্তরিকতা ও বন্ধুত্বপুর্ণ সুহৃদয় দিয়ে প্রিয় ব্লগার প্রিয় কবির থেকে অজান্তে প্রিয় মানুষের কাতারে ঠাই করে নিয়েছেন।
ব্যাক্তিগত ব্যাস্ততার বা ব্যাক্তিগত বিষয়াবলীর (যতদূর মনেপড়ে সামনে আপনার এক্সাম জাতীয় কিছু একটা রয়েছে মনেহয়) কারণে ব্লগে অনুপস্থিত থাকলে তাকে অনুরোধ না করাই মনেহয় শ্রেয়। তবুও ভালোলাগার দাবীতে অনুরোধ জানাই যদি সম্ভব হয় তাহলে ব্যাস্ততার সময়টুকুতে অতি অল্প করে হলেও ব্লগে থাকার অনুরোধ জানিয়ে গেলাম।
অনেক অনেক শুভ কামনা
২৪| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
মৃত্যুঞ্জয় বলেছেন: কবিতাটা দারুন লাগলো
২৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
ইখতামিন বলেছেন:
ভালো লাগা ফিরিয়ে দিলাম. ১৩
২৬| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর কবিতা.. শুভ কামনা রইল
২৭| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
মৃত্যুঞ্জয় বলেছেন: আপনাদের উতসাহে আমিতো একখান কবিতা লিখে পেলছি
একটু বুল্বা কিমুন হইচে
পারিনা (বাচ্চা গো ছড়া)
২৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫
ফালতু বালক বলেছেন: দখল করে
আত্মা
ক্যামনে বলিস
মিথ্যা?
খুব ভালো।
ফিরে আসুন ঝামেলা মিটিয়ে, দ্রুত
২৯| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: +++++++++++++
বালিকা, মন দিয়ে পড়ো...
৩০| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪২
অলওয়েজ ড্রিম বলেছেন: কবিতা লেখার কষ্ট যদি অব্যাহতভাবে করার ইচ্ছা থাকে তবে এই বইটা খুব কাজে দেবেঃ
কবিতার ক্লাস - নিরেন্দ্রনাথ চক্রবর্তী।
আজকেই প্রথম আপনার ব্লগে এলাম। আর আজকেই কিনা লম্বা বিচ্ছেদ শুরু হয়ে গেল!
৩১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অকে মাইনে নিনু ।
৩২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬
অদ্বিতীয়া আমি বলেছেন: মিস ইউ বালিকা আপু । ফিরে আসেন আবার সব ঝামেলা কাটিয়ে ।
৩৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ১৪ তম+++..অনুকাব্য ভাল লাগলো ।
৩৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:১৬
আমি তুমি আমরা বলেছেন: ফির্যা আসেন দুই মাস পর।
৩৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১
শায়মা বলেছেন: গুড গুড গুড!!!
৩৬| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
শাহজাহান মুনির বলেছেন:
৯।
মনকে রাখিস
খুব যতনে।
সুখে থাকুক
মোর সতীনে!
সুখে থাকুক মোর সতীনে.....
৩৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬
ফারজানা শিরিন বলেছেন: ক্ষমা দিলাম । ঃ প
৩৮| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
বাকপটু বলেছেন: আপনার ব্লগে আজ প্রথম আসলাম
এসেই দারুন পোস্ট!!!!!!
১৭তম +
৩৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬
যোগী বলেছেন: কাব্যের খোঁজে আমি এখানে আসিন.
আমি শুধু বালিকাকে জানাতে এসেছি, ঐ কমেন্টে আমি মোটেই কষ্ট পাইনি, তাই আপনিও দুঃখ্য পাবেন না প্লিজ।
আমি নিজেও আপনার কমেন্টকে ফান হিসাবে নিয়েছিলাম, কারন আমি আপনার দারুন সেন্স অফ হিউমার সম্পর্কে কিছুটা জানি।
আমি শুধু আমার আন্সারে কিছু ইমো ব্যাবহার করতে ভূলে গিয়েছিলাম, তখন খুব ক্ষিদা লেগেছিল তাই।
স্টে ফাইন!
৪০| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪২
একজন আরমান বলেছেন:
হারায়ে গেলেন কেন আপু?
৪১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৬
মহাজাগতিক পাগল বলেছেন: কাব্যানু সুন্দর হয়েছে ।
৪২| ১৬ ই মে, ২০১৩ রাত ৩:১৯
প্রিন্স হেক্টর বলেছেন: ভালো হইছে। + দিছি
৪৩| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৫৩
অদৃশ্য বলেছেন:
বেশ হয়েছে লিখাগুলো ...
পরীক্ষা আছে তাই না ? ... এখন ওদিকেই মনযোগ দেওয়া ঠিক...
শুভকামনা...
৪৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৩২৪. ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি কোথায়? আসেন না কেন ব্লগে? আপনি যদি আমার এই কমেন্ট পড়ে না আসেন, তাইলে আপনার ব্লগে আমি যতগুলা কমেন্ট করেছি সব ডিলিট করে ফেলব! এইটা কথার কথা না , রীতিমত হুমকি! /
এখনো বৃষ্টি হয়
এখনো উঠে চাঁদ
এখনো ভাগ্য চিনি
এখনো দেখাই হাত!
আজো আছে নদী খাল
আজো আছে ঝিল বিল।
আজো খুঁজি গিয়াসলিটন
আবার গিলুন রাইসমিল!
৪৫| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনারে ফলো কইরা রাখলাম।
গার্লফ্রেন্ডরে পাঠানোর জন্য.............
৪৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩
চটপট ক বলেছেন: মনকে রাখিস
খুব যতনে।
সুখে থাকুক
মোর সতীনে এইটা ভাল্লাগসে। সব মেয়েরা যদি এমন করে চিন্তা করতো !!
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
মাহবু১৫৪ বলেছেন: ১ ম ভাল লাগা
++++
শুভকামনা আপনার জন্য।