![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
ঝড়ো বাতাসের সাথে ঝরে পড়া
বড় বড় বৃষ্টির ফোঁটা তুমি
গায়ে পড়ে একটু ব্যাথা লাগলেও
শিহরণটা যে খুব বেশী ।
অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে
পাহাড়ে উঠার আনন্দ তুমি
খুব কষ্ট হলেও
বিজয়ীর উচ্ছাসের কাছে তা কিছুই না ।
তুমি সুদূরের সেই বর্ণিল,
স্বপ্নিল প্রিয় আকাশ
কাছে যেতে, ছুঁতে না পারলেও
তোমাকে দেখার আনন্দ এতটুকু কম নয় ।
প্রচন্ড গরমে তৃষ্ণার্ত সময়
তুমি এক গ্লাস কুসুম গরম জল
হোক গরম, তবু তা না পেলে
বেঁচে থাকাই তো হতোনা আমার!
আরো একটি দিন শেষে
গোধুলি বেলার বিরহ তুমি
সে বিরহী অপেক্ষা তোমার তরে
দিনের সমাপ্তিতেই যে কাছে পাবো তোমায়!
এইটা আমি ইচ্ছে করে লেখসিনা । এক কেরেজি পাঙ্খার অনুরুধে লেখা, ফালতু অইছে জানি, তাও কয়া শরম দিয়েন্না
১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৮
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৩
*কুনোব্যাঙ* বলেছেন: ওয়েলকাম ব্যাক আশাকরি আপনার বুদ্ধিদীপ্ত কবিতা গল্প আর হাসিখুশি মন্তব্যে আবারো মাতিয়ে তুলবেন সামু ব্লগ
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২১
গ্রাম্যবালিকা বলেছেন: গল্প: এক দেশে এক ব্যঙ ছিল, সে ব্লগিং করতে পারত!
কবিতা: আজও আছি এখানেই
এইখানে সামুতেই !
মন্তব্য: উপরের কথাগুলোই মন্তব্য ছিল
৩| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো হয়েছে।।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২২
গ্রাম্যবালিকা বলেছেন: ভালো ছিল?! ভালই তো
৪| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৫
সিয়ন খান বলেছেন: ভালোবাসার জন্য কোন কারন লাগে কি?
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক বেশি কারণ লাগে, এইজন্যই ভালোবাসা ব্যপারটা সবথেকে আলাদা!
খাইছে, বাণী দিয়ালায়ছি
৫| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪
আশিক মাসুম বলেছেন: আইচ্ছা আমিতো আফনেকে লিখতে কইছি না
হায়রে পিরিতি শেষ পর্যন্ত রাস্তায় নামিয়ে দিলো।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: আমি তো কইছিনা আফনে কইছেন
কি করুম, লোকজন যে রাস্তাঘাটেই থাকে
৬| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! মন্দ নয়। আশা করি আগের মত আবার নিয়মিত হবেন।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৮
গ্রাম্যবালিকা বলেছেন: নিয়মিত হওয়ার চেস্টা করব ভাইয়া.
কমেন্টে ধন্যবাদ. শুভকামনা
৭| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৬
লিঙ্কনহুসাইন বলেছেন: গ্রাম্যবালিকার কোবতে তো আরো সুন্দর হয় , এটাও ভালো হয়েছে তবে আগের গুলা অনেক বেশি ভালো
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: খেলুম না....
অন্যভাবে তাও ফালতু বলেই দিলেন...... উউউউ
হাহাহা, সত্যি বলতে অনেকদিন দুরে থাকায় সেভাবে ফিল করতে পারছি না, বালিকার জন্য শুভকামনা! কি বলেন
৮| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
আগমনে খুসিত হলাম। পরের লেখার জন্য অপেক্ষায় রইলাম। এটা জানি ট্রায়াল দিলেন তাই কিছু বললাম না।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: কমেন্টে ইন্স্পায়ারিত হলাম
হে হে, পরেরটা ট্রায়ালের চেয়ে যে খ্রাফ হবেনা, তার নিশ্চয়তা কি
৯| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:২৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: ট্রায়াল ছিল? তাহলে ঠিক ভালো।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭
গ্রাম্যবালিকা বলেছেন: সম্মানিত প্রফেসর, আমি সত্যি নিম্নস্তরের ব্লগার. এর চেয়ে ভালো আশা করবেন না. বালিকা কাউকে আশাহত যে করতে চায়না
কমেন্টে অনেক ধন্যবাদ
১০| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৩২
তাসজিদ বলেছেন: অনেক দিন পর...... এতদিন কোথায় ছিলেন......। ???
++++++++++ কবিতায়।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪০
গ্রাম্যবালিকা বলেছেন: "এতদিন কোথায় ছিলেন......"
জীবনান্দের কবিতার কথা...... শুনতেই মায়া মায়া লাগে...
ছিলাম, আছি আগের মতই, বড় কথা ভালো আছি
ভালো থাকুন তাস্জিদ
১১| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
আইচ্ছা, শরম দিলাম না তাইলে আর ||
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: শরম নিব না... হুহ
কেমন আছেন মুন? ভালো আছেন এই বিশ্বাস
১২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭
হাসান মাহবুব বলেছেন: ভালোই তো!
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা
১৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:১৫
বটবৃক্ষ~ বলেছেন: ঝড়ো বাতাসের সাথে ঝরে পড়া
বড় বড় বৃষ্টির ফোঁটা তুমি
গায়ে পড়ে একটু ব্যাথা লাগলেও
শিহরণটা যে খুব বেশী ।
শিহরনটা খুব বেশি!!
ওক্কে শরম দিলাম না আর....
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: সবাই শরম দেওয়ার জন্য ব্যস্ত ক্যান!!!
দেন দেন, এত যখন ইচ্ছে করছে! আমি নাহয় কষ্ট করে পামু না শরম
১৪| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:২৪
মামুন রশিদ বলেছেন: বিরহি অপেক্ষার সমাপ্তি হোক এই আষাঢ়েই
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯
গ্রাম্যবালিকা বলেছেন: দোআ না অভিশাপ বুঝলাম না
অপেক্ষাটাই মনে হয় বেশি আনন্দময়
১৫| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
নাছির84 বলেছেন: অষ্টম ভাল লাগা।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ জানালাম
১৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭
রোজেল০০৭ বলেছেন: ৯ম ভালো লাগা।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে রোজেল, আনকমন নাম
১৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪
গ্রাম্যবালিকা বলেছেন: ব্লগে যে আপনার লেখা কোন কমেন্ট পায়, সে কতনা ভাগ্যবান!
রাজকন্যা যা দিবে তাই মহামূল্যবান, হোক না তা একটি স্মাইল ইমো
যুগ যুগ বেচে থাকুন
১৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: আহারে গ্রাম্যবালিকা
একসাথে বড় হলাম
আগে কত কথা হত
সেদিন কোথায় গেল
মানুষ কেন বড় হয়
মানুষ কেন দূরে সরে যায়।
ভালোবাসার কবিতায় ভাললাগা ।
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: কবি সেলিম আনোয়ার, আপনি আগে থেকেই বড়!
আমি সেই ছোটই আছি
কমেন্টে ধন্যবাদ জানবেন
১৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
হা হা হা হা ... এত্ত বড় খোঁটা!!! :!>
শরম পাইলাম আপ্পি !!
স্মাইল মানে ভালো লেগেছে কবিতা ... ইশারায় বলেছিলাম আর কি
ভালো থাকা হোক সব সময়
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২১
গ্রাম্যবালিকা বলেছেন: হেই, ফান করছিলাম, কিন্তু লেখা কমেন্ট পেয়ে সত্যি আমি খুশি এবং আনন্দিত !
একটু স্যাডও লাগসে, জোর করে কমেন্ট লিখলাম আপনাকে! ব্যপারনা কি বলেন ! হাহা
২০| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৮
গ্রাম্যবালিকা বলেছেন: ভালৈতো! ভালনা ?!
২১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুকাব্যের অপেক্ষায় থেকে থেকে শেষে কপালে এই জুটলো !
তবে , এই ফর্মেটেও সুন্দর লিখেছেন ।
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৯
গ্রাম্যবালিকা বলেছেন: যা জুটছে তাই নিয়ে খুশি থাকেন, অল্পে সন্তুষ্ট হওয়া ভালো
ধইন্যা লিটন ভাই. ভালো থাকুন সবসময়.
২২| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৪:০৯
শ্রাবণ জল বলেছেন: সুন্দর।
ভাল লেগেছে।
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: প্রপিকটা সুন্দর
খুব ভালো লেগেছে
২৩| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
বাংলার হাসান বলেছেন: ওয়েলকাম ব্যাক ।
সুন্দর হইছে।
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: thank you হাসান ভাই, ভালো থাকুন
২৪| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: কবিতায় ১২ তম ভালোলাগা বালিকা@
কেমন ছিলেন ?
ভালো থাকবেন সবসময়
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: ভালো আছি অপূর্ণ.
ভালো থাকবেন আপনিও
২৫| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১৩
গারো হিল বলেছেন: ভালা অইছে তয় পরিনাই
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: ফর্মাল: খুশি হইছি সত্য বলাতে ...
মনে মনে কইছি: ফাইজলামি করুইন মিয়া, না পৈরা ক্যন কমেন্ট করছুইন?!
ব্লগে আগে অনেক মজা হইত তাইনা! সেই সময়টা মিস করি
২৬| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২৮
গারো হিল বলেছেন: মাইন করুন না যে কবিতা হক্কলসময়ই আমার এন্টেনার কয়েক হাত উর্পে দিয়া সাই সাই কইরা চইল্লা যায়
হের লাইগ্গা কবিতা পড়িনা তা না কইলাম সামাজিকতা বলতে হগ্গলতে একটা কথা কয় হেইটা মেইনটেইন করি
আগে মজা হইতো ক্যাচাল ও হইতো
আই লাভ ক্যাচাল এন অলটাইম চিপস লইয়া গ্যালারিতে হেরা পারলে মইরা যাকগ্গা
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১১
গ্রাম্যবালিকা বলেছেন:
মাইন কইরলাম না
খেক, ক্যাচাল আমিও ভালা পাই, অনলাইনে যাইতে শরম লাগলে অফলাইনে পরি
২৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৫
তামিম ইবনে আমান বলেছেন: পাঙ্খা টা কে?
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: পাঙ্খা টা পাগল ( কেরেজি ) লিখে দিছি
২৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৯
তন্দ্রা বিলাস বলেছেন: বালিকারে পিলাস দিয়া গেলাম!
তারপর কেমন আছেন আপু?
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১০
গ্রাম্যবালিকা বলেছেন: আমিতো ভালই আছি
আপনি কেমন আছেন?
২৯| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ জানবেন
৩০| ০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২২
তাওহীদ৭১তমাল বলেছেন: সুন্দর। ভালোলাগা রেখে গেলাম
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৭
মাহবু১৫৪ বলেছেন: ১ম ভাল লাগা
++++