নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সত্যান্বেষী .। একটি হানাহানি মুক্ত... আর মনবিকতা পূর্ণ বিশ্বের সপ্ন দেখি.।

গ্রেট কাফী

শুধু সত্য অন্বেষন আর প্রচারই আমার সপ্ন

গ্রেট কাফী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা vs নৈতেকতা

০৭ ই মে, ২০১৬ সকাল ৮:২১

মনে হয় পঞ্চম শ্রেনীতে থাকতে এক শিক্ষকের মুখে প্রথম শুনেচিলাম""শিক্ষা মানুশ কে সম্মান দিতে ও অর্জন করতে শিখায়..""
নবম আর দশম শ্রেনীতে উঠার আরেক শিক্ষক প্রায় সময় বলতেন......""একজন BCS ক্যাডার এর প্রাথমিক স্কেল শুরু হয়...19-20...হাজার টাকা...আর আমাদের .....বড রাস্তার মোডের ছা দোকানদারের মাসিক ইনকাম....30 হাজার টাকার মতো....""" আমি সেদিন জিজ্ঞেস করেচি লাম...স্যার তাহলে শিক্ষিত হয়ে লাভ....কি.??
উনিও বলেছিলেন.....এটা মানুশ কে সম্মান দিতে ও নিতে শিখায়........
কিন্তু বাস্তব জিবন পথের কাঁটা টা সম্পুর্ন অন্য রকম.....আমি একবার ঢাকা বির্শবিদ্যালয়ের মেধাবি চাত্র কেও তুচ্ছ কারনে এক বৃদ্ব রিক্সা চালকের উপর হাত তুলতে দেখেচিলাম.......ঢাকা ভার্সিটির মাঠে যে সকল মাদক আর অন্যান্য জিনিস!!!-(নাম উল্ল্যাখ করতে পার লাম না))...পাওয়া যায় সেগুলার সম্মানিত user কিন্তু আমাদের আগামি দিনের ভবিষ্যত এই মেধাবী ছাত্ররা....যাই হোক এত কিছু বলার মুল কথা হলো শিক্ষা আর নৈতিকতার সমন্বয়...আমরা আমাদের আগত অনাগত ভবিষ্যত কে শিক্ষিত তো করছি...কিন্তু তারা কত টুকু সুশিক্ষায় শিক্ষত হচ্ছে তার কি দেকছি......
জিবন চলার পথে অনেক বাধা আসবে সেগুলাকে সর্বদা সাহস দিয়ে আর শক্তি দিয়ে প্রতিহত করবে একথা হামেশা.....শিক্ষাকরা ক্লাসে বলে......এখন সময় এসেচে এই স্লোগান কে বদলানোর....বলতে হবে.....জিবন চলার পথে অনেক বাধা আসবে সেগুলাকে সাহস....শক্তি...আর নৈতিকতা .....আদর্শ দিয়ে প্রতিহত করতে হবে.......
এই নৈতিকতার শিক্ষা যদি child education এর সাথে শুরু হয় ....তাহলেই হয়তো আমাদের সমাজ একদিন অন্ধকার থেকে আলোর পথ দেখবে...........
....
....
.....
লেখক:;গ্রেট কাফী.....
ব্লগার........

বি::দ্র:;-- ইউনিক সব সময় ইউনিক...কেও যদি এই লেখা টা কপি কর তে চান তাহলে অবশ্যই মুল লেখকের নাম সহ দিবেন......তখন খুব খারাপ লাগে যখন দেখি...আমারই লেখা হুবহ ভাবে আরেক জনের Timeline এ সোভা পায়.....আমার নাম ব্যাতিরেকে......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.