![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু সত্য অন্বেষন আর প্রচারই আমার সপ্ন
আজকে রাতে ফেসবুকে লগইন করে বিভিন্ন ধর্মীয় যুক্তি তর্ক দেখে...... অবাক হয়ে গেলাম... কোন হুজুর যুক্তি দেয় সবে বরাত নামে কিছু নেই সবই বেদাত.. কেউ বলে এটাতে বান্দার আমল নামা পেশ হয়.. কাজেই এই রাতে অবশ্যই ইবাদাতে কাটাতে হবে... . কেউ বলে এটা তে ইবাদাত করা আর ভালো খাওয়া দাওয়া করা উত্তম.. আমি অবাক হয়ে ভাবি এই রাত আসলে কি?? অনেক অনুসন্ধান আর রিচার্স এর পর রাসুলের কিছু সহীহ হাদীস পেলাম... সেগুলা অনুযায়ী এই রাতে মহান আল্লাহ কাফের আর হিংসুক ছাডা সবাই কে মাফ করে দিবেন.... . .যাক তার মানে হলো .. এই রাতে হালুয়া রুটি আর রং বেরং এর বাহারি খাবার খেয়ে মসজীদে বসে থাকার দরকার নেই.. বরং খালেস নিয়তে নামাজ পডে আল্লাহর দরবারে চাইলেই দোয়া মাফ হবে... . পরিশেষে এই মহান রজনীতে মহান আল্লাহর নিকট একান্তই চাওয়া... . পৃথিবীর সকল নিপীড়িত মজলুম জুলুম থেকে মুক্তি পাক...... ধংস হোক সকল জালেমের মসনদ..... জয় হোক মানবতার.... জয় হোক ... সত্যের .....
©somewhere in net ltd.