![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.
.
.
.
.
.
ছোট বেলা থেকেই রসায়ন ছিল আমার প্রিয় সাবজেক্ট !
রসায়ন পড়ে আর কিছু না পাইলেও প্রচুর মজা পাইছি !
দক্ষতার কথা বলতে গেলে . . . পর্যায় সারনী পুরোটা ছিল মুখস্থ ! কোন মৌল কোথায় অবস্থিত, দেখতে কেমন, খাইতে কেমন, কিভাবে খাইতে হয় সব ছিল মুখদর্পনে!
বিক্রিয়া পড়ে পড়ে শিখেছি কল্পনা করতে ! পৃথিবীটা কত সুন্দর বুঝতে শিখেছি !
জীবনে চলার পথে কত বাধা আসে, কিভাবে এগুলোর প্রতিবাদ করতে হয় এসব ও শিখছি বিক্রিয়া থেকে !
কত রকম ক্রিয়েটিভিটি যে আছে তা কিন্তু কেউ রসায়ন না পড়লে বুঝবে না ! দেখা গেল পরীক্ষা দিতে গিয়েছি বিক্রিয়া মনে পড়ছে না (পড়লে না মনে থাকার কথা ) ।নতুন নতুন কত বস্তু উত্পন্ন করছি খাতায়! শিক্ষার উদ্দেশ্য কিন্তু ক্রিয়েটিভিটি বাড়ানো বিক্রিয়া পড়ানো না ! রসায়ন এখানে সফল !
বন্ধন পড়ে শিখেছি ভালবাসা কি জিনিস ! শিখেছি কিভাবে একে অন্যের জিনিস নিজের করে নেয় (সক্রিয়তা)!
রসায়নের মত একটা মজার এবং জীবনবোধ সম্পন্ন বিষয় সম্পর্কে লিখতে গেলে, আমার হাত ব্যাথা হয়ে যাবে, মোবাইল হ্যাং হয়ে যাবে তবু লেখা শেষ হবে না । তাই ইনিংস সমাপ্ত ঘোষনা করছি!
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
সচেতন বলেছেন:
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
বুলবুল আহ্মেদ বলেছেন: KNO3 + Sorbitol =?
নেটে না দেখে বলুন।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
একপশলাবৃষ্টি বলেছেন: ভাই আপনে তো চরম মানুষ।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
সচেতন বলেছেন: অনেক কিছু
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
সচেতন বলেছেন: যারা পড়ে তারা চরম ! তাদের উত্সর্গ করছি !একচুয়ালী আমি অজ্ঞ
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
রক্তাক্ত-আমি বলেছেন: যাদের রসায়নে আগ্রহ জন্মে তাদেরকে বুদ্ধি প্রতিবন্ধি বলে জ্ঞান হয় আমার !
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২০
সচেতন বলেছেন: নাচতে না জানলে উঠান বাকা !
৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
সপ্নাতুর আহসান বলেছেন:
১০| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:৫৯
কালোপরী বলেছেন:
১১| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩১
মাক্স বলেছেন: ঞ
১২| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
রসায়ন বলেছেন: ভাইরে, আপনারা যদি কেউ এই বছরের ইন্টারের পোলাপাইনদের বইগুলো দেখেন তাইলে নিশ্চিত টাস্কিত হইবেন । এত চিকন আর অধ্যায় এত কম !!
যেমন আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ছিল ১৯টা অধ্যায় অথচ এই বছরের বইয়ে মাত্র ৫টা !
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
আশিক মাসুম বলেছেন: হাহাহাহাহা আমারে আর আমার ওনারে এক লগে দেখলে বুজবেন রসায়ন কারে কয়