![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বিষয়ে জ্ঞানী লোক প্রচুর আছে। তারা চাইলে টিপস দিতে পারেন,নতুন কিছু শিখতে আপত্তি নেই! আর যারা আমার মত নতুন তাদের জন্যে এই পোস্ট উৎসর্গ করা হল!!
কাজের কথায় আসি!!
প্রথমে ফটোশপে একটি ছবি ওপেন করার পর text tool এ ক্লিক করুন!! (MS word একটা ফাইল খুলুন!!)
অভ্র সেটিং এ গিয়ে output as ANSI ক্লিক করুন!!
ওয়ার্নিং আসলে use ANSI anyway সিলেক্ট করুন!!
অভ্রের "ENGLISH" লেখায় ক্লিক করে "বাংলা" করুন!
ফন্ট হিসাবে যে কোন ANSI ফন্ট (সম্ভাবত শেষে MJ প্রজাতি। যেমন, sutony MJ) সিলেক্ট করেন!!
এবার লেখা শুরু করেন!!
বিভিন্ন ফন্ট দিয়ে লেখার স্টাইল পরিবর্তন করতে পারবেন!!
লেখা শেষে অভ্র সেটিং এ গিয়ে output as unicode দিতে ভুল করবেন না, তা না হলে পরে বিপদে পড়বেন!!
শেষ চমক হচ্ছে, PAINT দিয়ে কোন ঝামেলা ছাড়াই সরাসরি বাংলা লিখতে পারবেন!
আর ফন্টের ভিতর যেগুলোর শেষে OMJ আছে সেগুলো (যেমন,ArialkhanOMJ) দিয়ে স্টাইল পরিবর্তন করতে পারবেন!!
বাংলা ফন্টের জন্যে গুগলের সাথে যোগাযোগ করেন!! ট্রাই করেই দেখুন না!!
বি. দ্র. গবেষণাধর্মী পোস্ট!! আমার গবেষণাগারে (pc) পরীক্ষা করে রিলিজ করেছি! ভুল-ত্রুটি হলে শিখায় দিলে খুশি হবো!!
ধন্যবাদ!!
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫
সুমন কর বলেছেন: জানাবার জন্য ধন্যবাদ।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬
মশিকুর বলেছেন:
পেইন্টে ট্রাই করলাম নাইস পোস্ট+
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
সচেতন বলেছেন: বাকি গুলো কাজ করছে তো??
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫
রক্তাক্ত-আমি বলেছেন: উপকারি পোস্ট!!
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।