| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
গ্রীনলাভার
	আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
রহমান রহিম আল্লাহ তায়ালার নামে।
যারা মুসলিম হয়েছো তাদের বলছি। তোমরা কখনো আমার ও তোমার দুশমনদের বন্ধুরুপে গ্রহন করো না। তোমরা যে তাদের প্রতি বন্ধুত্ব দেখাচ্ছ, তোমরা কি দেখছ না যে তারা তোমাদের সত্য দ্বীনকে অস্বীকার করছে? তারা আল্লাহর রাসুল এবং তোমাদের কে উচ্ছেদ করছে এই জন্যে যে তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস এনেছ।
তোমাদের মধ্যে যে এই বন্ধুত্ব করার কাজটি করছে, তাহলে বুঝতে হবে সে সত্য সঠিক পথ থেকে বের হয়ে গেছে। এরা যদি কোনভাবে তোমাদের সাথে বন্ধুত্ব করতে পারে তাহলে দেখবে এরা তোমাদের কেমন শত্রুতে পরিনত হয়ে গেছে। শুধু তাই নয়। এরা এদের অঙ্গ-কথা দিয়ে তোমাদের এমন করে সাহায্য করতে চাইবে যেন তোমরা কোনভাবে তাদের মতো অবিশ্বাসী-কাফের হয়ে যাও। আসলে তারা এটাই চায়।
অতএব তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না যাদের উপর আল্লাহ রেগে আছেন। তারাতো শেষ বিচারের দিনের উপরও বিশ্বাস করে না। 
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:০৮
গ্রীনলাভার বলেছেন: আপনি ধরতে পেরেছেন।  
 
সুরা আল্ - মুম্তাহানাহ্।
৬০ নম্বর সুরা।
২| 
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন: 
+++ 
 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১০
গ্রীনলাভার বলেছেন:  
 দুয়েকটা কড়া সমালোচনা আশা করছিলাম।  
  
 
৩| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  ভোর ৪:১২
বেলা শেষে বলেছেন: 109 Al- Kafiroon
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
বলুন, হে কাফেরকূল,
আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:৫৯
না পারভীন বলেছেন: গ্রীন , এই আয়াত গুলো সুরা ইমরানের ?? নাকি কোন সুরার ?