নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

2,000 milers

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭





[অ্যাপালেচিয়ান ট্রেইল নিয়ে ৫ টি ছবি ব্লগের এটি শেষ ব্লগ। সিরিজের অন্যগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন।]





[ট্রেইলটির মধ্য আটলান্টিক অংশটি হাইকারদেরকে মেরিল্যান্ড ও পেনসিলভিয়া'র মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। পর্যটকেরা এই অংশটি অনেকবার ভ্রমন করেছেন। এখানে ট্রেইলটিকে দেখা যায় কৃষি-খামারের ভিতর দিয়ে চলে যাচ্ছে। অনেকসময় বড় রাস্তা পাড় হচ্ছে।]





[AT যখন হাডসন নদীর বিয়ার মাউনটেন ব্রীজ পাড় হচ্ছে তখন আমরা ট্রেইলটির সবচেয়ে নিচু পাহাড়ী এলাকা পাড়ি দিচ্ছি।]





[মধ্য আটলান্টিক নিম্নভুমি সামনেই শেষ হচ্ছে এবং শুরু হচ্ছে AT'র চুড়ান্ত অংশ: নিউ ইংল্যান্ড।]





[উত্তরমুখী থ্রু হাইকাররা নিউ ইংল্যান্ডে আসে শরৎকালে। এই জায়গাটিতে, ট্রেইলটির ৮০% তাদের পেছনে, কিন্তু কঠিনতম আরেকটি অংশ সামনে পড়ে রয়েছে।]





[নিউ হ্যাম্পশায়ার এবং মাইনের এই পথটি অমসৃন, খাড়া এবং পিচ্ছিল। মাইনের ২৮১ মাইল ট্রেইলটির কিছু অংশ বেশ শ্রমসাধ্য। এবং ১৪ টি স্টেটের মধ্যে সবচেয়ে দুর্গম।]





[ইনি গ্যারি হিল। ৬ মাস হল তিনি এই ট্রেইলে হাঁটছেন। এবং উত্তরের শেষ সীমানা কাথাদিন পর্বত থেকে ৩ দিনের পথ সমান দুরত্বে রয়েছেন। তার বয়স ৭০ বছর।]





[গ্যারি গন্তব্যে পৌছার আগে ট্রেইলটি থেকে ছিটকে পড়ে যাওয়ার মতো বিপদের সম্মুখিন হয়েছেন। প্রতিকূল আবহাওয়া হাইকিংকে যখন বিপদজনক করে তুলছিল, কাথাদিন তখন আর ১ দিনের পথ।]





[২০০০ মাইলেরও অধিক পথ ভ্রমনের শেষে, গ্যারি তার ট্রেইলের শেষ রাত্রিটি কাটাচ্ছেন।]





[গ্যারি সকালে যখন ঘুম থেকে জেগে উঠেছেন, আবহাওয়া তখন ভাল। এবং তিনি তার শেষ ৫ ঘন্টার পথ কাথাদিনের 'বাক্সাটার পিক' এর দিকে রওয়ানা হচ্ছেন।]





[দিন শেষে মনোবল এমন অবস্থায় পোছায় যে সবচেয়ে ভাল হাইকারের পক্ষেও শেষসীমারেখা বের করাটা কষ্টকর হয়ে যায়।]





[ভাগ্যবশত, গ্যারীর সাথে অনেকেই ছিল।]





[অবশেষে গ্যারি বাক্সটার চুড়ায় তার যাত্রার সমাপ্তি টানেন। ছবিতে, তিনি কাথাদিন মার্কারটিতে চুমু খাচ্ছেন।]





[গ্যারি "২০০০ মাইলারস্‌" নামক অভিজাত শ্রেনীতে যোগ দিলেন। "2,000 milers" - এটি ১৯৭০ সালে গড়ে উঠা একটি সংগঠন যেখানে সফল ভাবে অ্যাপালেচিয়ান ট্রেইল সম্পন্নকারীরা যোগ দিতে পারেন।]











[সমাপ্ত]

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর একটি সিরিজের সুন্দর একটি সমাপ্তি হলো ++++++ রইল।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮

গ্রীনলাভার বলেছেন: থেঙ্কু কান্ডারী ভাই।

আগাম ঈদ মোবারক রইল।

২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

আমাবর্ষার চাঁদ বলেছেন: আমি মুগ্ধ............... জানিনা এই জীবনে যাওয়া হবে কিনা...... তবে আপনার মাধ্যমে স্বপ্নে ঘুরে এলাম.............
ধন্যবাদ........

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

গ্রীনলাভার বলেছেন: আরে ভাই ব্যাপার নাহ। আরো কত কত সুন্দর সুন্দর জায়গা আছে পৃথিবীতে। আপনিও যাবেন। খালি আশাটা ধরে রাখেন।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩

কালীদাস বলেছেন: আপনার বর্ণনাটুকু উপভোগ্য ছিল :) পুরো সিরিজেই :)

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

গ্রীনলাভার বলেছেন: ভাইইইইইই। আর লজ্জা দিয়েননা। আমি খালি গুগুোল দেইখা অনুবাদ করছি। :D :D
আপনের ঢাকাকলেজের মেগাসিরিয়াল স্মৃতি রোমন্থন জটিল লাগছে।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৬

বেলা শেষে বলেছেন: we want more Action Picture from you too, advanture, journies are beautiful.
thenk you verymuch.

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৬

গ্রীনলাভার বলেছেন: ঠিক আছে ঠিক আছে। অনুরোধ রাখার চেষ্টা করব B-)) B-)) B-))

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

বেলা শেষে বলেছেন: ok.thenk you.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.