নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

অ্যাপালেচিয়ান ট্রেইল

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

অ্যাপালেচিয়ান ট্রেইল বা 'AT'। লম্বায় পুর্ব আমেরিকার উপকূল ধরে ২০০০ মাইল+ এই অ্যাপালেচিয়ান ট্রেইল। ১৯৩৭ সালে জর্জিয়া(Georgia) থেকে মেইন(Maine) পর্যন্ত তৈরী করা এই ট্রেইলকে এখন পর্যন্ত বিশ্বের সবচাইতে বড় ট্রেইল বলা হয়। অ্যাপালেচিয়ান পর্বতমালার ঢাল আর উপত্যকার ভিতর দিয়ে চলে যাওয়া এই ট্রেইলটি আমেরিকার ১৪টি স্টেট-কে ভাগ করেছে। কয়েক মিলিয়ন আমেরিকানের কাছে এই ট্রেইলটি কয়েক ঘন্টার গাড়ি পথ। কিন্তু খুব কম সংখ্যক মানুষই এই ট্রেইলটি হেঁটে পাড়ি দিয়েছে। প্রতি বছর কয়েক হাজার মানুষ এই ট্রেইলটি হেঁটে পাড়ি দেয়ার উদ্‌যোগ নেয়। কিন্তু সাকসেস রেট হচ্ছে প্রতি ৪ জনে ১ জন। ন্যাশনাল জিওগ্রাফিক অনুসন্ধানী দল একবার এই বনভুমির মধ্যে দিয়ে পায়ে চলা পথ পরীক্ষা-নিরীক্ষা করতে বের হল। তাদের ভ্রমনটা হচ্ছে এই ট্রেইলের দক্ষিন থেকে উত্তর পর্যন্ত।



তো চলুন ওদের সাথে আমরাও পরিব্রাজনে বের হই। (সামুর সকল অ্যাডভেঞ্চারপ্রিয় ভাইদের জন্য এই ভ্রমনের থাকা-খাওয়া-ভাড়া সব বিলকুল ফ্রি)





অ্যাপালেচিয়ান ট্রেইল - চলুন ঘুরে আসি ঊষর জনহীন প্রান্তরে -১



তেপান্তরের মাঠে - অ্যাপালেচিয়ান ট্রেইলে - ২



পায়ে হাঁটা ২০০০ মাইলের ট্রেইল - অধিকাংশ মানুষই যেটা সম্পুর্ন করতে পারেনা.... - ৩



১২০০ মাইল - অর্ধেক পথ - ৪



2,000 milers - ৫





[সমস্ত ছবি এবং তথ্য: গুগলিং করে]

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

কালোপরী বলেছেন: :)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮

গ্রীনলাভার বলেছেন: আপনার জন্য নতুন নিয়ম। দাঁত কেলানো হাসি ছাড়া হাসি নিষেধ। B-)) B-))

২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

আমাবর্ষার চাঁদ বলেছেন: মনমুগ্ধকর................

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

গ্রীনলাভার বলেছেন: :-B এত ভাল লিখলাম কই?

যাই হোক। বলছেন যখন তখন ধন্যবাদ। B-)) B-))

৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

কালোপরী বলেছেন: :|

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০০

বেলা শেষে বলেছেন: Todays writing style is better then befor.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.