| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
গ্রীনলাভার
	আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
[রহমান রহিম আল্লাহ তায়ালার নামে]
এক মহা বিপর্যয় সৃষ্টিকারী দুর্যোগ।
কি সেই মহা দুর্যোগ?
তুমি জান সেই মহা দুর্যোগটি কি?
এ হচ্ছে এমন এক দিন যেদিন মানুষ গুলো পশুর পালের মতো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে যাবে।
পাহাড়গুলো রং-বেরংয়ের ধুনা তুলার মতো হবে।
এরপর যার ওজনের পাল্লা ভারী হবে সে অনন্ত কালের সুখের জীবন লাভ করবে।
আর যার ওজনের পাল্লা হাল্কা হবে, ভয়াল গর্তটি হবে তার আশ্রয়দায়িনী মা।
তুমি কি জান সেই ভয়াল গর্তটি কি?
তা হচ্ছে প্রজ্জ্বলিত আগুনের এক বিশাল কুন্ডলী।
 
২২ শে নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৩৭
গ্রীনলাভার বলেছেন: তা বন্ধু, চলছে দিন কেমন?
২| 
২০ শে নভেম্বর, ২০১৩  ভোর ৪:১৭
দিশার বলেছেন: সেরেছে তাই নাকি ?
 
২২ শে নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৩৭
গ্রীনলাভার বলেছেন: জ্বী ভাই। সন্দেহ আছে নাকি?
৩| 
২২ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪২
দিশার বলেছেন: এরকম হবে তার প্রমান কি আছে আপনার কাসে?
 
২২ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:০৯
গ্রীনলাভার বলেছেন: সায়েন্স বা এষ্ট্রোলজীতে এ মুহুর্তে যেতে চাইনা। কোরআনই হচ্ছে সবচেয়ে বড় প্রমান।
৪| 
২২ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:১৬
দিশার বলেছেন: এই  মুহুর্তে কেন, কখনই বিজ্ঞান এর কাসে যায়েন  না, দর্সে হাদিস পাঠ  করেন।
সার্কুলার লজিক  বুঝেন  কাকে বলে? কোরান বলসে কোরান সঠিক তার প্রমান কি ? এই  যে ভাই প্রমান,  লেখা আসে কোরান সঠিক, ইহাই সেই কিতাব। মানে কোরান সঠিক ! 
 
২৬ শে নভেম্বর, ২০১৩  রাত ৩:৫২
গ্রীনলাভার বলেছেন: পরাক্রমশালী প্রজ্ঞাময় মহান আল্লাহর কাছ থেকেই এই কোরআন এসেছে।
৫| 
০৩ রা ডিসেম্বর, ২০১৩  রাত ২:২৯
বেলা শেষে বলেছেন: যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে
এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে।
তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম।
৬| 
২৬ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১০:২০
বেলা শেষে বলেছেন: 
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩  ভোর ৪:১১
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লিখা