![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
যারা যারা ফেসবুক ইউজ করতে করতে সামুর জন্য পোষ্ট দেয়ার সময় পাননা - এই পোষ্টখানা তাদের জন্য
ব্লগাররা যারা একটু ইসলামিক মাইন্ডের তারা একবাক্যে স্বীকার করবেন যে, ফেসবুকে মাঝেসাঝে এমন সব এড দেখায়, লজ্জা সরমের মাথা খেয়ে তার পাশ দিয়েই ফেসবুকিং চালিয়ে যেতে হয়। অবশ্য লুলদের কথা আলাদা
তো লুল হোক আর ভাল মানুষই হোক - বাঁশটা কিন্তু সবাই খাই। যেমন:
১) প্রচুর ব্যান্ডউইথ টানে। ২০ টাকায় যেখানে ১ সপ্তাহ নেট চলার কথা সেখানে ৪ দিনও যায় না। ওয়েবপেজ টা লোড হতেও সময় নেয়।
২) যারা ব্যাটারীতে নেটবুক চালান তাদের ব্যাটারীর চার্জ সময়ের আগেই ফুরায়। কারন এ্যাড গুলো অতিরিক্ত প্রসেসিং পাওয়ার ব্যবহার করে।
৩) বাসায় বা প্রেমিকাদের সামনে লুকোচুরি-লুকোচুরি খেলা শুরু হয়।
এখন -
-- যারা গুগোল ক্রোম বা সাফারি ইউজ করেন তারা প্রথমে ক্রোম বা সাফারি ওপেন করেন। তারপর এই লিংকে গিয়ে বামপাশের নীল রঙের "গেট এডব্লক নাউ" বাটনে চাপেন।
-- আর যারা মজিলা ফায়ারফক্স ইউজ করেন তারা এই লিংকে গিয়ে "এড টু ফায়ারফক্স" বাটনে চাপেন।
-- ইন্টারনেট এক্সপ্লোরার চালাইনা বলে এটার জন্য কিছু দিতে পারলাম না।
এই এডব্লকারের আরও সুবিধা -
-- যারা ইন্টারনেটে মুভি দেখেন তারাও অযাচিত এড থেকে সেফ হবেন।
-- কানে কানে আরেকটা কথা, মডুরা যেন না জানে - এই এডব্লকার গুলো সামুর এডও গায়েব করে ফেলে।
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮
গ্রীনলাভার বলেছেন: জ্বি ভাই, এখন থেকে সব খুলে রাখবেন।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩
খেয়া ঘাট বলেছেন: কানে কানে আরেকটা কথা, মডুরা যেন না জানে - এই এডব্লকার গুলো সামুর এডও গায়েব করে ফেলে।
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮
গ্রীনলাভার বলেছেন: হিহিহিহিহিহিহ..............
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
পাতি মাস্তান বলেছেন: হামার কাজে দিবি
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০
গ্রীনলাভার বলেছেন: ভাইয়ের কি কুষ্টিয়া বাড়ি?
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮
দূষ্ট বালক বলেছেন: ভাই সাংঘাতিক এক কাজের জিনিস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নগদে কাজে দিচ্ছে,
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
গ্রীনলাভার বলেছেন: ডব্লু সি। ডব্লু সি। (ওয়েলকাম)
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আগেই জানতাম নতুন করে জানানোর জন্য ধন্যবাদ। অলরেডি বাঁশ দেওয়া আছে।
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
গ্রীনলাভার বলেছেন: আপনেরেও ধন্যবাদ।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ইসলামিক মাইন্ড নিয়া ফেবু চালাইতে চান?
ইসলামে ছবি হারাম ১০০%
ভিডিও - ২০০% হারাম
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
গ্রীনলাভার বলেছেন: ইয়াল্লাহ
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০
মশিকুর বলেছেন:
কামের পোস্ট
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪
গ্রীনলাভার বলেছেন: ধইন্যা ধইন্যা।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
বেলা শেষে বলেছেন: ব্লগাররা যারা একটু ইসলামিক মাইন্ডের তারা একবাক্যে স্বীকার করবেন যে, ফেসবুকে মাঝেসাঝে এমন সব এড দেখায়, লজ্জা সরমের মাথা খেয়ে তার পাশ দিয়েই ফেসবুকিং চালিয়ে যেতে হয়।
[2:177]
সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে, ঈমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন, এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১০
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফেইসবুকে তো অ্যাড দিবে আপনার প্রোফাইল ইনফো ও আপনার সার্চগুলো মিলিয়ে। আপনারা নিশ্চয়ই লজ্জাজনক বিষয় লাইক, সার্চ করেন। তাই আপনাদের ওরকম বিষয়ই অ্যাড দেয়। আমি তো সব প্রয়োজনীয় অ্যাড দেখি।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৮
গ্রীনলাভার বলেছেন:
যেমন ধরুন আমি পৃথিবীর তাবত সী-বিচ সার্চ করে বেড়াচ্ছি। তা দেখে এখন গুগোল আর ফেসবুক যদি মনে করে আমি নুড বিচ সম্পর্কেও আগ্রহী তাহলে আর কি বলার আছে?
যে কোন ধরনের এডই বিরক্তিকর। আমার কিছু প্রয়োজন হলে আমি নিজেই সার্চ করে জেনে নেব। এজন্যই তো সার্চ ইন্জিন, তাই না?
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন:
৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
গ্রীনলাভার বলেছেন: হে হেহেহেহেহেহ
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
ক্লান্ত তীর্থ বলেছেন: হা হা হা হা !
কাজে দিবে!
৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
গ্রীনলাভার বলেছেন: জ্বি ভাই, কাজের জিনিস।
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭
একলা ফড়িং বলেছেন: অনেক থ্যাঙ্কু!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
গ্রীনলাভার বলেছেন: অনেক ওয়েলকাম।
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:১৪
ফয়সাল খালাসী বলেছেন: এই এডব্লকার গুলো সামুর এডও গায়েব করে ফেলে।
হা হা হা হা হা হা হা হা হা হা
কাজের ১টা জিনিস দিলেন ভাই।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
গ্রীনলাভার বলেছেন: মডু জানলে আমারে আরো ২ মাস আগে ব্যান করত।
১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৯
উদাস কিশোর বলেছেন: প্লাস পাবারই যোগ্য
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
গ্রীনলাভার বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
দূষ্ট বালক বলেছেন: খুবই কাজের জিনিস ভ্রাতা। মাঝে মধ্যে কোন প্রয়োজনীয় সাইটে গেল এমন সব এ্যাড দেখায়.....ফ্যামলি কারও সামনে তা আর খোলা রাখা যায় না