নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

এদিকে আসেন, এদিকে আসেন, আমাদের প্রিয় ব্লগার ও কবি 'একজন আরমান' ভাইয়ের বিবাহ পরবর্তী খাবার-দাবারের আয়োজন চলিতেছে......

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

যারা যারা এখনও মিষ্টিমুখ করেন নাই তারা তারা মিষ্টি দিয়া শুরু করেন।







খাবার দাবার পছন্দ না হইলে নিজ নিজ দায়িত্বে গুগোল মামারে অর্ডার দেন - না পারলে আমারে বলেন কে কি খাবেন আর যোগ দেন।



আমি কাচ্চি দিয়া শুরু করি।













আরমান ভাইয়ের বিবাহত্তোর সুখী দ্বিতীয় অধ্যায় কামনা করি।







মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

শুঁটকি মাছ বলেছেন: এইভাবে ছবি দেইখা কি পেট ভরে? :( :( :( :(

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

গ্রীনলাভার বলেছেন: কি আর করার বলেন :( :(

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

গ্রীনলাভার বলেছেন: আপনে বোরহানি দিয়ে শুরু করেন,



২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২

ড. জেকিল বলেছেন: 'একজন আরমান' তাইলে দুইজন হয়ে গেলো !! ;)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

গ্রীনলাভার বলেছেন: জি ভাই জি। "একজন আরমানের আত্না" নিকটি নতুন ভাবিকে দিয়ে দেয়ার আন্দোলনও শুরুর পথে।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

গ্রীনলাভার বলেছেন: ভাই আপনের জন্যে কি রোষ্টের অর্ডার দিমু?

৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

নূর আদনান বলেছেন: এভাবে পেট ভরবে না ভাই.........খালি জ্বালাই বারবে....

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

গ্রীনলাভার বলেছেন: নেন ভাই, আপনেই রোষ্ট টা শুরু করেন,

৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

বেলা শেষে বলেছেন: The good dinner. Very fine.

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪

গ্রীনলাভার বলেছেন: ভাই এইখানে ডিনারের আয়োজন চলতেছে না। বিবাহত্তোর খাওয়া দাওয়া চলতেছে।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫১

গ্রীনলাভার বলেছেন: ভাই আপনের জন্যে 7up আসতেছে,

৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭

অন্তরন্তর বলেছেন:

এই ভার্চুয়াল খাবারে হবে না।
আরমানকে বলেন পার্টি দিতে।
শুভ কামনা।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

গ্রীনলাভার বলেছেন: এ্য..... !!!

ইয়ে, আরমান ভাইতো ঘুমাইতেছে।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

গ্রীনলাভার বলেছেন: ভাই, আপনের জন্য চিকেন পোলাও এর অর্ডার দিছি,



৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

একজন আরমান বলেছেন:
বাহ ভারচুয়ালি সবাইরে পেট ভরে খাইয়ে দিচ্ছেন !
ভালো তো ! ;)

তা আমার খাবার কই? :P

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

গ্রীনলাভার বলেছেন: আসেন ভাই বসেন।

ব্লগার ললনারা কুথায়? দুলা মিয়ার হাত ধুয়ানির ব্যবস্থা কর্‌। আমি ঐদিকে একটু দেইখা আসি।

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

গ্রীনলাভার বলেছেন: দুলা মিয়ার জন্যে রাজকীয় অর্ডার দেয়া হইছে,

৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা।

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

গ্রীনলাভার বলেছেন: শরৎ ভাই, দুলা মিয়ার সাথেই বসেন।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

এবার তোরা মানুষ হ বলেছেন: পেট ভইরা গেছে , দোয়া করলাম

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

গ্রীনলাভার বলেছেন: ভাই ফিরনি টা বাকি আছে এখনও :#) :#) :#)



৯| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫

-আরোহী বলেছেন: আরে ভাই, কি মেহমানদারি করলেন? এত কিছু খাওয়ালেন বাট কিছুর তো টেস্ট পেলাম না B-)

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

গ্রীনলাভার বলেছেন: আমি কিছু জানিনা। আমি ক্যাটারিংয়ের দায়িত্বে আছিলাম না। :#) :#)

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯

জেরিফ বলেছেন: অপেক্ষায় আছি কখন ডাক পরে :| :|

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯

গ্রীনলাভার বলেছেন: আমারে খবর দিয়েন। না দিলে পেটে পিলে হবে। হুমমমম..... ;) ;)

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

না পারভীন বলেছেন: -আরোহী বলেছেন: আরে ভাই, কি মেহমানদারি করলেন? এত কিছু খাওয়ালেন বাট কিছুর তো টেস্ট পেলাম না





ভাইজানের কথা শুনে হাসতেই আছি । =p~ =p~ =p~

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

গ্রীনলাভার বলেছেন: এই যে আপা লেট কইরা আসছেন!!

৩০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৩

গ্রীনলাভার বলেছেন: আপা, আপনের জন্য কাষ্টার্ড আনায়ে রাখছি।



১২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: আমিও আইসা গেছি, খাবার রেডি করেন তাড়াতাড়ি

৩০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২১

গ্রীনলাভার বলেছেন: আপনেও দুলামিয়ার সাথে বইসা যান তাত্‌তাড়ি....

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

পাঠক১৯৭১ বলেছেন: আসলে, আমাদের তরফ থেকে বর ও কনেকে আপ্যায়ন করা দরকার!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

গ্রীনলাভার বলেছেন: তা ঠিক বলছেন।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপক আয়োজন।+

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

গ্রীনলাভার বলেছেন: :D :D :D :D

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

তাসজিদ বলেছেন: দাওয়াত না পাইলে X( X( X(

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

গ্রীনলাভার বলেছেন: আরমান ভাই পালায়ে পালায়ে বেড়াইতেছে X( X( X(

শুনছি সকালে ঘুম থেইকা উইঠা ভাবীর জন্যে নাকি রুটি বেলা লাগে। তাই টাইম পাইতেছে না দাওয়াত দেওনের। :D :D :D

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

হেডস্যার বলেছেন: লেখক বলেছেন: আরমান ভাই পালায়ে পালায়ে বেড়াইতেছে X( X( X(

শুনছি সকালে ঘুম থেইকা উইঠা ভাবীর জন্যে নাকি রুটি বেলা লাগে। তাই টাইম পাইতেছে না দাওয়াত দেওনের।



হায় হায় রে বেচারা... :D
এই ছিলো কপালে !!

খানা খাদ্য তো সেরাম হইছে...+

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

তাসজিদ বলেছেন: পুরাই ফাইসসা গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.