![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
সামু কতৃপক্ষের ওয়াচে রাখার ব্যাপারটাতে আরো স্বচ্ছতা আনা দরকার।
ব্লগীয় নীতি ভাংগার জন্যেই সাধারনত ব্লগার দেরকে ওয়াচে নেয়া হয়। হয়তো প্রথমপাতায় পোষ্ট আসা নিষিদ্ধ হয় নয়তো কমেন্ট করা নিষিদ্ধ হয়। কিন্তু নিষিদ্ধ কতদিনের জন্য তা কেউ জানে না। বারবার দোষ স্বীকার করে পোষ্ট দিলেও কোন লাভ হয় না। এতে করে একজন ব্লগারের ব্লগিং করার মানসিকতা কমতে শুরু করে।
এতে সাধারন ভাবে মডারেটরদের একগুয়েমি বা দেখেও না দেখার ভান করার অভিযোগ করা যেতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যোগ্য মডারেটর স্বল্পতা একটা বড় কারন। সমাধানটা তাহলে অন্য ভাবে করা যেতে পারে।
সমাধানটা এমন হতে পারে, প্রথমবার ১ মাস ওয়াচে রাখা হবে। দ্বিতীয়বারে ২ মাস, তৃতীয়বারে ৩ মাস, চতুর্থবারে ৪ মাস ওয়াচে রেখে ব্লগীয় নীতি ভাংগার শাস্তি দেয়া যেতে পারে। এবং ব্লগ সফট্ওয়্যার এ এটা অটোমেট করা খুব বেশি ঝামেলা না। প্রথম ১/২ বার শাস্তিই একজন ব্লগারের জন্য যথেষ্ট বলে মনে হয়। ব্লগীয় নীতিও স্বচ্ছতা পেতে পারে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯
গ্রীনলাভার বলেছেন:
বর্তমানে উন্নত একটি জাতির প্রধান অস্ত্র হল কমপিউটার টেকনোলজি। এটা বুঝতেই লাগছে আমাদের ৩০ বছর।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১
উজবুক ইশতি বলেছেন: ভালো বলেছেন । সহমত
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪
বেকার সব ০০৭ বলেছেন: আপনার সাথে একমত
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
নিশাত তাসনিম বলেছেন: ওয়াচে নামিয়ে দেওয়া ব্লগারদের কতদিন শাস্তি ভোগ করতে হবে তার একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিৎ। সহমত।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: "বর্তমানে উন্নত একটি জাতির প্রধান অস্ত্র হল কমপিউটার টেকনোলজি। এটা বুঝতেই লাগছে আমাদের ৩০ বছর। "
এসব টেকনোলোজী ঢাকা ইউনিভার্সিটি ও বুয়েটের হাতে দেওয়া হবে; তখন গুহামানবেরা টের পাবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১১
গ্রীনলাভার বলেছেন: ভাই, টেকনোলোজী ঢাকা ইউনিভার্সিটি ও বুয়েটের হাতেই আছে। কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেনা কি করবে এটা দিয়ে। খাবে না মাথায় দিবে অবস্থা।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
হেডস্যার বলেছেন:
এখানে খুনি জামিন পেয়ে যায় আর ছাগল চোরের মৃত্যুদন্ড হয়ে যায়।
কিসের নীতিমালা, কে ফলো করে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১০
গ্রীনলাভার বলেছেন:
ভাল বলছেন। যে যা করে মজা পায় অবস্থা।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৮
প্রবাসী পাঠক বলেছেন: ব্লগিয় নীতিমালার সাথে এই নীতি ভঙ্গের জন্য নির্দিষ্ট পরিমাণ শাস্তি উল্লেখ করে দেয়া যেতে পারে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
গ্রীনলাভার বলেছেন: সহমত।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২
আদম_ বলেছেন: বাজে।
আপনার পোস্ট না। সামুর পদার্থ মডু গুলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
গ্রীনলাভার বলেছেন:
পারফেক্শান আসতে সময় লাগে।
৯| ০২ রা মে, ২০১৫ ভোর ৫:০৮
জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: ব্লগীয় নীতির মদ্ধে থাকুক ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা না বলা।
০২ রা মে, ২০১৫ ভোর ৫:৪৯
গ্রীনলাভার বলেছেন: "(আপনি) বলুন, হে কাফেররা।
আমি তার এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।"
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪
পাঠক১৯৭১ বলেছেন: সামুর মালিক ও এডমিনরা আফগানিস্তান, পাকিস্তান বা আরবী সিটিজেন মনে হয়, উনাদের নিয়ম কানুন গুহা-মানবদেরদের মতো; এই প্রস্তরযুগীয়রা বাংলাদেশের অনিয়মের কারণে সবচেয়ে মডার্ন টেকনোলোজীকে আফগানী কায়দায় ম্যানেজ করছেন!