![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
ফেসবুকিং - এমন একটি আধুনিক টেকনিক যা আয়ত্ব করতে আমাদের অনেক স্মার্ট হতে হয়। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে ডাক্তার, কম্পিউটার ইন্জিনিয়ার যেমন আছেন; তেমন আছেন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো শিক্ষিত ছেলে-মেয়েরা। তো ফেসবুকে এই রাতারাতি স্মার্ট বনে যাওয়া ছেলেমেয়েরা কি করেন? ফেসবুকের অর্থ থেকেই অনুধাবন করা যায়। খোমা-খাতা। ছেলে-মেয়েরা নিজের চেহারা দেখান। "আমাকে এখন কেমন দেখাচ্ছে?" - টাইপের। আরও আছে। তিনারা স্টেটাস দেন। "আমি এখন টয়লেটে"; অর্থ - ডিসটার্ব করিস না; অনেক গুরুত্বপুর্ন কাজ করছি। আরও কি কি করেন এই ফেসবুক দিয়ে? নামে বেনামে পেইজ খোলেন। কার কার কোষ্ঠ-কাঠিন্য হয়েছে টাইপের ফিরিস্তি থাকবে সেখানে। "চেট" (বাংলা গালি বলে ভুল করবেন না) নামে এক টুল আছে; জগতের সমস্ত অপ্রয়োজনীয় আলাপ রসিয়ে রসিয়ে বলে দিন শেষ করে দেন।
বনাম
স্মার্ট টাইপিস্ট - ২০০০ সালে কোন এক মন্ত্রি (নাম মনে নেই); উপমহাদেশ সফর শেষে বাংলাদেশে এসে ঘোষনা দিলেন - "আমাদের ১০ লাখ স্মার্ট টাইপিস্ট লাগবে"। পত্রিকার আইটি পাতায় খবর বের হল অনেক বড় হেডিং করে। কিছু আইটি মেগাজিন এটাকে ফিচার করে সেই মাসের মেগাজিন বের করল। তখন এত খবর বোঝার মত মাথা ছিলনা। কয়েক বছরের মধ্যে যখন বুঝতে পারলাম তখন সেই মন্ত্রির উপর চরম রাগ হল। আরও কত সুন্দর সুন্দর নামের প্রফেশন আছে। এত কিছু থাকতে টাইপিস্ট? (মন খারাপ করার ইমো হবে)
যাই হোক, ১৫ বছর পরে আজকের প্রেক্ষাপট সত্যিই দেখার মত। যদি টাকার মুল্যমানে বিচার করি, ঐ অর্ধশিক্ষিত, ক্লাস এইট পাস টাইপিস্ট রা মাসে ১০,০০০ টাকা আয় করেন। স্মার্ট(!) ফেসবুকাররা ফেসবুকিয়ে কত আয় করেন? স্মার্ট ফেসবুকারদের স্মার্ট করে গড়ে তুলতে বাপ-মায়ের, সরকারের লাখ লাখ টাকা খরচ হয়েছে।
স্মার্ট টাইপিস্ট দের সালাম।
[শুধু আমার সাথে সহমত জানানোর জন্য কমেন্ট না করার অনুরোধ রইল। এরপরও যদি করে ফেলেন তাহলেও সমস্যা নেই।]
[ছবি: গুগোল করে]
১০ ই জুলাই, ২০১৬ ভোর ৫:২০
গ্রীনলাভার বলেছেন: কমেন্টাইয়া পাপ-পুন্যের হিসাব করতেছেন ভাই! আসল পাপ-পুন্যের হিসাব আছে?
২| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৩
কিংকর্তব্যবিমূঢ়-২০৯৩ বলেছেন: facebook marketing...
১০ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫৯
গ্রীনলাভার বলেছেন: ভাই কি বিবিএর ছাত্র? নাকি এমবিএ করছেন? লোটা-কম্বল মার্কেটিং করেন। পয়সা জুটব কপালে।
৩| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৯
আরণ্যক রাখাল বলেছেন: আমিতো টয়লেটে গিয়া স্টাটাস দেই না। আমার ফ্রেন্ডলিস্টের কেউ দেয় বলেও মনে পড়ছে না।
এতো ক্ষেপলেন কেন?
নাকি আপনার আইডি কেউ অপহরণ করছে? নাকি রিপোর্ট খেয়ে *দু হয়ে গেছেন?
১০ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০৪
গ্রীনলাভার বলেছেন: হাহ্। আইডি অপহরন ছাড়াই আমলনামার হিসাব নেয়া যায়। Mining the Social Web - Matthew A. Russell; বইটা পইড়া দেখার নিমন্ত্রন রইল।
৪| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার একটা ফেসবুক আই ডি আছে বটে। তবে সেটা নাম কা ওয়াস্তে। ফেসবুকে খুব কম বসি।
১০ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০৬
গ্রীনলাভার বলেছেন: কামের কাম করছেন।
৫| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪২
কালনী ছাগু বলেছেন: ভাল লিখেছন ভাইটি আমার। আপনি কি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন? আমাকে এড করুন Kalni Nodi আইডিতে।
১০ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০৯
গ্রীনলাভার বলেছেন: আপনে লোক ভালু না। মাল্টি নিক চালান।
৬| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১:২৩
নিনজা টার্টল বলেছেন: দুইটা টপিকসের কোন যোগসূত্র পেলুম না; ফেসবুকিং আলাদা জিনিস,কেউ টাকা কামানোর ধান্দায় ফেসবুক ইউজ করে না(পারসোনাল একাউন্ট-যার কথা আপনি বললেন),টাইপিং আলাদা।
১০ ই জুলাই, ২০১৬ ভোর ৫:১৯
গ্রীনলাভার বলেছেন: কি যোগসুত্র খুজে পালুম না দাদা?
টাকার অংকে যাচাই করছি কম্পুটারের দুই টেকনিকের। এখন টাইপ রাইটার নাই। কম্পিউটারে মাইক্রোসফট্ ওয়ার্ডে টাইপিং হয় এখন। খোজ নিয়া দেখেন যারা এই শুধু ডকুমেন্ট লেখালিখির কাজ করে তারা কেউই কম্পিউটার ইন্জিনিয়ার না। আর আমি টাকা খরচ কইরা ইন্জিনিয়ার হইয়া ফেসবুকাই। এত সামাজিক যোগাযোগের বিনিময় মুল্য কি?
৭| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০০
সেতু আমিন বলেছেন: হতে চেয়েছিলাম কম্পিউটার প্রোগ্রামার হলাম টাইপিস্ট। এই টাইপিস্টের কাজ করে জীবন চালাচ্ছি। তবে এখন আমাদের মতো টাইপিস্টের চাকরির বাজার কমে গেছে। এখন সবাই মাইক্রোসফট অফিস এর কাজ পারে আর ফেসবুক চালাতে চালাতে টাইপিং এ এক্সপার্ট হয়ে গেছে।
১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬
গ্রীনলাভার বলেছেন: যদি বয়স ত্রিশ পার না করেন তাহলে প্রোগ্রামিং এ আবার চেষ্টা করে দেখেন।
http://www.w3schools.com/ - বেষ্ট রিসোর্স।
ইউটিউব ভিডিও - আরেকটি রিসোর্স।
https://mva.microsoft.com/ - আরেকটি বে্স্ট রিসোর্স।
(কোন দক্ষিন উপমহাদেশীয় টিউটোরিয়াল নয়। ওগুলো বাজে, অসম্পুর্ন টিউটোরিয়াল)
৬ মাস থেকে ১ বছর নিরলস পরিশ্রম।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
শেয়াল বলেছেন: খমেন্ট করে ফেললাম । এক্ষণ আমার কী পাপ হইবো ??