![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
ভাবনা ১১:
জানেন? শিয়া সম্প্রদায় ব্রিটিশদের আবিষ্কার ও দান। তেমনই কাদিয়ানি। কারন? আমরা মুসলিমরা মুসলিমরা যেন কোন্দাকুন্দি,মারামারি করে মরে যাই। এ কথাটা আমরা মুসলিমরা ভাল জানব না তো কে ভাল জানবে?
---------************--------------
ভাবনা ১:
নবী মুসা (আঃ ) একদিন আল্লাহ্র সাথে দেখা করলেন। কথোপকথন চলছে। হঠাৎ নবী মুসা (আঃ ) আল্লাহ্কে প্রশ্ন করলেন,
"হে আল্লাহ্, আপনি যদি আমি মুসা হতেন আর আমি যদি আপনি আল্লাহ্ হতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন?"
আল্লাহ্ মুসা (আঃ ) কে বললেন, "হে মুসা, সীমা অতিক্রম করোনা।"
নবী মুসা (আঃ ) বললেন, "হে আল্লাহ্, রাগ করবেন না। আমি যেমন কখনো আল্লাহ হতে পারব না, তেমনই আপনিও চাইলেই কখনো মুসা হতে পারবেন না। তাই, আপনি যদি আমি মুসা হতেন আর আমি যদি আপনি আল্লাহ্ হতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? "
মহান আল্লাহ্ বললেন, "আমি দু'টা জিনিস চাইতাম। আমি সুস্বাস্থ আর হায়াতুল হিক্মাহ চাইতাম।"
নবী মুসা (আঃ ) বললেন, "হে আল্লাহ্, আমি মুসা এবার আপনার কাছে ঐ দুইটা জিনিস চাই।"
আল্লাহ্ হেঁসে দিয়ে বললেন, "মুসা তুমি বড়ই চালাক।"
---------************--------------
ভাবনা ২:
আমার ইউনি এর একজন বড় ভাই, নরওয়ে থেকে ডক্টরেট শেষে বাংলাদেশ ফিরেছেন। তো, আসার সময় ব্যাগ থেকে সমস্ত কাপড় চোপড় ফেলে দিয়ে ডক্টরেট এর সমস্ত বই-কাগজ পত্র বোঝাই করে রওয়ানা হলেন। মজাটা হলো বাংলাদেশ বিমান বন্দরে এসে। কাস্টমস্ অফিসার ব্যাগ চেক করে শুধু বই আর কাগজ দেখে রেগে গেলেন এবং বললেন, "এসব কাগজ-পত্র বাংলাদেশে ঢোকানো যাবে না।"
বড় ভাই আমার বিমান বন্দর থেকে এমন নি:স্ব ভাবে বের হলেন যেন, তিনি এই বাংলাদেশেই ছিলেন। বিমান বন্দর দেখার জন্য একটু ভিতরে গিয়েছিলেন। এখন টং এর দোকান থেকে এককাপ চা খেয়ে বাসায় যাবেন।
---------************--------------
ভাবনা ৩:
আমার দাদা ভাইয়ের খুবই প্রিয় একটি গল্প আছে। গল্পটি হলো,
শেখ সাদী একবার কথা প্রসংগে বললেন, "মারামারি যদি করতেই হয় তাহলে আতর ওয়ালার সাথে মারামারি কর। মারামারিতে কিছু আতরের শিশি ভাংবে, আর তাতে চারিদিকে সুবাস ছড়াবে।"
---------************--------------
ভাবনা ৪:
প্রায় সমস্ত মুসলিম দেশ যেমন এরাবিয়ান দেশগুলো, পাকিস্তান, তুর্কাই, ইরান, মিশর - এর মানুষজন প্রচুর মাংস খায়। প্রতিদিন একবেলা হলেও পাতে মাংস থাকবে। এবং খাবারের পরিমানও মাশল্লাহ্ ভাল মতোই থাকে। কিন্তু হঠাৎ করে হৃদরোগে মারা যাওয়া, বড় একটা পেট হওয়া - এসব হতে দেখি না। আমি বহু দিন পর্যবেক্ষন করে যেগুলো পেয়েছি, রাত ৭ টা-৭:৩০ টা এর মধ্যে এরা রাতের খাবার খেয়ে নেয়। এরপর এশা এর নামায পড়েই ঘুম। এদের সকাল শুরু হয় ভোর ৪ টা ৫ টা বা বড়জোর ৬ টা থেকে। প্রতিদিন কোন না কোন ফিজিক্যাল ওয়ার্ক বা এক্সারসাইজ করবেই। ( আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো। )
এবার অন্যান্য বিষয়। আমরা যেমন অনেক অনেক ভাত খাই, এরা তেমন অনেক অনেক রুটি খায়।
আমাদের পরিবারের একজন, মা বা খালা বা চাচি বা মামী, সারাদিন রান্না ঘরে রান্না করতে থাকেন। এদের খাবার তৈরী হয় খুবই ঝটপটে। ১০-১৫ মিনিট। এরপর ৫-১০ মিনিট এ খাওয়া শেষ।
এরা প্রচুর চা বা কফি পান করে। আমিও শুরু করার পর আমার মধ্যে যে পরিবর্তনটা হতে দেখলাম তা হল, ক্লাসে বা কাজে, টেবিলে বসে ঝিমুনি চলে গেল। হা. হা.. হা...
আমার দাদা ভাই সবসময় বলেন, "কোয়ালিটি অব লাইফ।" আমি ইউরোপে না আসলে আমার কাছে এই শ্লোকটার অর্থ সারা জীবন অজানাই রয়ে যেত।
---------************--------------
ভাবনা ৫:
বাংলাদেশে আমার স্ত্রী হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর চাকুরিটা না করে দিল। কারন জিজ্ঞাসা করবোনা করবোনা করেও জিজ্ঞাসা করেই ভুলটা করে ফেললাম। ও শুধু এক শব্দে উত্তর দিয়েছিল। পাঠকদের একটু ভাববার সময় দিচ্ছি উত্তরটার ব্যাপারে। আমি উত্তরটা লিখেছি অ..............নে.............................ক নিচে।
বেয়াদব।
---------************--------------
ভাবনা ৬:
আমি একবার আমার একজন অফিসের কলিগকে মসজিদে গিয়ে নামায পড়ার জন্য অনবরত খোঁচাতে লাগলাম। শেষে কলিগ আমার অতিষ্ট হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, আজকে ফজরের নামায কখন পরেছেন?
ব্যস, আমি আর কখনোই আর কাউকেও খোচাইনি। না খুঁচিয়ে কি করছি? ফজর নামাযটা ঠিক সময় মতো পড়ার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।
---------************--------------
ভাবনা ৭:
একবার একজনকে জিজ্ঞাসা করেছিলাম, "বলোতো, এরাবিয়ানরা বেশি ইসলাম পালন করে নাকি আমরা বাংগালিরা বেশি ইসলাম পালন করি?" তার ঝটপট উত্তর ছিল, "আমরা।" হি. হি... হি......
---------************--------------
ভাবনা ৮:
জানেন, নবী করিম মোহাম্মদ (সাঃ) কাঠের চামচে ফিরনি খেতেন।
---------************--------------
ভাবনা ৯:
ইউরোপের মসজিদগুলোতে বাচ্চারা অন্যসব মুসল্লিদের মতোই সামনের কাতারে দাঁড়াতে পারে। এর একটি সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে জানেন? আজকের শিশুকে আগামীর পৃথিবীর দায়িত্ব নেয়ার জন্য তৈরী করা। পেছনে ফেলে রাখলে তা কি কখনো হবে বলুনতো?
এখন মজার ব্যাপারটা বলি, মুসল্লিরা নামাযে দাড়ালে ২-৩ বছরের বাচ্চারা মুসল্লিদের পায়ের ফাক দিয়ে দিয়ে চলা ফেরা করতে থাকে। একবার ইমাম সিজদায় যাবার পর একজন বাচ্চা তাঁর কাঁধে চড়ে বসে পড়ল। হা.. হা.... হা.....
---------************--------------
ভাবনা ১০:
এশিয়া এর বাইরে তাবলিগ-জামাত বলে কিছু নেই। তবে তাবলিগ ওলাদের মতো ইউরোপে চার্চ থেকে লোকজন দল বেঁধে আসে খ্রিষ্চিয়ানিটি, গসপেল, বাইবেল, গড্ (ওদের গডে্র আবার একটা ছেলেও আছে) - এসব নিয়ে কথা বলতে। ওদের গড্ মানুষ তৈরী করে তাদের মধ্য থেকে একজনকে আবার ছেলে হিসেবে গ্রহন করল - এই রেশনাল লজিকটাতে আমার কাছে সবসময়ই মনে হয় একটা গোলমাল আছে।
---------************--------------
উপরের আঁট নম্বর ভাবনাটা কেমন যেন একটু বোকা বোকা টাইপ দেয়া হয়ে গেল না? আরে, ফিরনি কি চামচ দিয়ে খাবে নাতো মাথা দিয়ে খাবে?
আমার একজন তুর্কির মুসলিম বন্ধু কথা প্রসংগে বলেছিল, আমাদের দেশের ভিক্ষুকও খাওয়ার সময় চামচ ব্যবহার করে। - এ কথা বলে ও আমাকে কি বোঝাতে চেয়েছিল? পাঠকদের কাছে প্রশ্ন।
আমি এই হাত দিয়ে খাওয়ার সুন্নতিটা এমন ভাবে মানার চেষ্টা করি যেন এটা ফরজের থেকেও বেশী। - এটা ধর্মীয় দিক থেকে বললাম।
হাত দিয়ে খাওয়ার মতো বাজে নোংরা ব্যাপারও যে সংস্কৃতির একটা অংশ হতে পারে তা ইউরোপিয়ানরা বিশ্বাস করতে পারে না। পহেলা বৈশাখের দিন ইউরোপিয়ান সাদা চামড়া কয়েকজনকে বাসায় ডেকে নিয়ে আসি আমার এই ছেবলামো দেখানোর জন্য। ওরাও আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। আর আমি ভাবতে থাকি, আমাকে কি যে ভাল দেখাচ্ছে না!! ইস্স্ ঐ ব্লন্ডি মেয়েটা আমার প্রেমে পড়ে গেছে মনে হয়। ইস্স্।
ওফ্। অনেক বকর বকর করে ফেললাম। এল্গরিদম নিয়ে কিছু লিখতে বসে কি যে লিখে ফেললাম!!!
[উপরের ছবিটা আমি গিম্প সফট্ওয়্যার দিয়ে বানিয়েছি। অনেক কষ্ট হয়েছে । নতুন নতুন তো। তাই।]
১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪২
গ্রীনলাভার বলেছেন: কোনটা লাগছে ঠিকমতো? - বলেন চাঁদগাজী ভাই।
২| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আপনি সাড়ে ৩ হাজার বছর পেছনের মানুষদের মত ভাবতে চেস্টা করছেন।
১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
গ্রীনলাভার বলেছেন: "কোয়ালিটি অব লাইফ" - ভাল মানুষ। সৎ চিন্তা। সৎ কর্ম - এগুলো কি এবং কেন, সমাজবিজ্ঞান থেকে শুরু করে পদার্থবিজ্ঞান, রসায়ন, গনিত, অর্থনীতি কে আরো উন্নতি করে জীবনের মান আরো বাড়ানো - এগুলো নিয়ে ১৫০০ বছর আগেই পবিত্র কোরআন শরিফে দিক নির্দেশনা দেয়া হয়েছে। তবুও কি আমাদের "রিইনভেন্ট দি হুইল" এর প্রয়োজন আছে? সাধারন বেসিক থেকেই তো আমি বের হতে পারছিনা। আপনিও ঠিক বলেছেন। সাড়ে ৩ হাজার বছর পেছনের মানুষদের মত ভাবতে চেস্টা করছি। বিশ্ববিদ্যালয়ে গবেষনা বাদ রেখে শিশু সাহিত্যিক হওয়ার ভান করছি। বাংলা সাহিত্যের প্রভাষক, তাই ক্লাসিক্যাল পর্নোটাই রসিয়ে রসিয়ে ভালো লিখতে পারি। গুগোল, ফেসবুক এ চাকুরি করে ওদের ওফিস ছেদা করে ফেলেছি। তাই ফেসবুকে নিজের চেহারা দেখানো আর নিজের জাহির করা ছাড়া আর কিছু পারিওনা। তাই আমার সরকার না পেরে আমেরিকা থেকেই সফট্ও্য়্যার কিনে। কবে জার্মান এসে আমাদের নদী একটু খনন করে তার পানি বিশুদ্ধ করে দিবে, নদী থেকে পায়খানার গন্ধ ছড়াচ্ছে, তার আশায় থাকি আমি। ব্রিটিশরা আমাদের পাটের বীজ দিয়েছিল। কত বছর টিকিয়ে রাখতে পেরেছি? এক পাটের জিনোম বের করে আসমানে উঠে গেছি। কেউ আমাকে এখন আর পাচ্ছে না। আমার অবস্থাটা এরকম, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু ক্ষেত কোপাতে দিলে পারিনা। এখন ইউরোপ আমাদেরকে গার্মেন্স ইন্ডাস্ট্রি দিয়েছে। কত বছর চলব এটা দিয়ে ভেবেছেন? বাংগালী জাতির শত শত বছরের ইতিহাসে কবে কখন আমি অবদান রাখতে পেরেছিলাম? চলেন আমার চাষী মামার ক্ষেতে গিয়ে ধান বুনি। দুইটা ভাত জুটবে কপালে। অন্যান্য বাংগাল ভাইরাও কিছু খেতে পারবে তাতে। সাড়ে ৩ হাজার বছর পেছনে যাওয়ার দরকার কি? বর্তমানেই থাকুন। ভাবালুতা বাদ দিন।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ভাবনা নিয়ে আমি ভীষণ ভাবনায় পড়ে গেলাম।
১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৪
গ্রীনলাভার বলেছেন: ভাবতে থাকুন। ভেবে কিছু বের করতে পারলে আমাদের একটু জানাবেন দয়া করে।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৫
কবি এবং হিমু বলেছেন: আপনার ভাবনায় পড়ে নিজে ভাবনা সব গুলিয়ে গেল
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
ম্যাও প্যাও ভাবনা