নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

মশা মারার যন্ত্রটাও বিদেশ থেকে কিনেছি ভাই;

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৭

সফট্‌ স্কিল, এর প্রথম শিক্ষা আসে পরিবার থেকে। এরপর সর্বোচ্চ বিদ্যাপিঠে এটিকে ধার দেয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ইন্ডাসট্রিতে এর প্রয়োগ ঘটানো হয়। কিন্তু আমার সফট্‌ স্কিলের শিক্ষাটা শুরু হয়েছিল ইন্ডাসট্রিতে এসে। ঠিক একই ভাবে সময়ানুবর্তিতা -ইন্ডাসট্রির শেখানোর কথা নয়।

বোঝাই যাচ্ছে, আমার প্রফেসররা কোন গবেষনা করছে না। তাই মশা মারার যন্ত্রটাও চায়না থেকে কিনতে হচ্ছে আমাকে। যারা ঘৃনা করে সবচেয়ে বাজে মেটারিয়াল দিয়ে বানানো জিনিস আমাদের কাছে বিক্রি করে। কারন, আমরা মুর্খ; (গরীব নয়)।

দুপুর বারটা থেকে দুইটা/তিনটা পর্যন্ত জসিমুদ্দিন এ অবস্থিত স্কলাস্টিকা স্কুল এর গাড়ি মেইন রাস্তায় পার্ক করে রাখা হয়। ব্যাপারটা মজার। এত ধনী স্কুল অথচ পার্কিং এর জায়গা নেই। ধনী স্কুলে তো ধনী ছেলেরাই গাড়ি নিয়ে পড়তে আসবে। এবং তাদের পার্কিং এর ব্যাপারটাও স্কুলটিকে করতে হবে। যদিও এটি আমার বলার কথা ছিলনা।

ইউটিউবে যখনই কিছু সার্চ করি, ইন্ডিয়ান কন্টেন্ট চলে আসে সবার প্রথমে। গুগুলের রিজিওনাল সার্চ ফিল্টারিং ব্যাপারটি এখানে কাজ করছে। কিন্তু ইন্ডিয়ার ভিডিও কোয়ালিটি খুবই নিম্ন মানের এবং অস্পুর্ন। কেউ এ ব্যাপারে সাহায্য করতে পারবেন? আমি চাচ্ছি, আমি কিছু সার্চ করলে ইউরোপ বা আমেরিকার কন্টেন্ট সবার প্রথমে থাকবে।

"আমি এটা করতে চাই। আমাকে টাকা দিন।" - এই প্রেকটিস টি ভুল। কেউ আমাকে বিশ্বাস করবে না। "আমি এটা বানিয়েছি বা করেছি। আপনিও কি একটি চান? বা এর ব্যবসায়িক সফলতা (কাগজ পত্রে স্টাস্টিক্যাল ডাটা সহ) দেখুন অনেক বড়। আপনি আমার সাথে শেয়ার করবেন?" - এপ্রোচটি এমন হতে হবে।

আমাদের অনেক অনেক উন্নতিটা ইট পাথরের বাড়ি আর ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট বানানোতে থেমে গেছে।




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১১

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বাংলাদেশে কয়েকজন অটোমোবাইল মেকানিক প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই জ্বালানিবিহীন গাড়ির ইঞ্জিন তৈরি করেছিলেন। এদেশের আইনে জ্বালানীমুক্ত মোটরগাড়ি অবৈধ। পৃষ্ঠপোষকতার অভাবে তাদের প্রজেক্টগুলো হারিয়ে গেছে। এদিকে ফ্রান্স ঘোষণা দিয়েছে নিকট ভবিষ্যতে জ্বালানিচালিত গাড়ি তারা নিষিদ্ধ করবে। হয়তো ইউরোপের আরো দেশও এপথে হাটবে। বাঘা বাঘা গাড়ি কোম্পানিগুলি জ্বালানিবিহীন গাড়ি তৈরি করবে। কিছুদিন পর বাংলাদেশে গ্যাস ফুরিয়ে যাবে। তখন সরকার আইন পরিবর্তন করে বিদেশ থেকে বিদ্যুৎচালিত গাড়ি আমদানি করবে। এই হচ্ছে আমাদের দেশ। ভালো কাজে উৎসাহ না পেয়ে আমরা ভালো কিছু করার আগ্রহ হারিয়ে ফেলছি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

গ্রীনলাভার বলেছেন: বিদেশ থেকে আমদানি কৃত গাড়ির উপর ট্যাক্স থেকে কখনোই একটি দেশ লাভবান হতে পারে না।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২১

গ্রীনলাভার বলেছেন: দিয়েছি। কমেন্ট করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.