![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
গত ত্রিশ বছর ধরে ঢাকা শহরের গাছপালা কাঁটা হয়েছে। এর ফলাফল এখন আমরা দেখছি। শহরে গরম বেড়ে যাওয়া থেকে শুরু করে, রোগশোক বেড়ে যাওয়া, বজ্রপাতে মৃত্যুও ঘটছে অহরহ।
সবুজ শ্যামলে ঘেরা অন্চল থেকে এসে সবুজ শ্যামলকেই তো ভালবাসা উচিৎ ছিল। ঘটেছে উল্টো। এরজন্য অশিক্ষা-কুশিক্ষা, স্বার্থপর মনোভাবই দায়ী।
সৌন্দর্য এবং সৌন্দর্য প্রীতি এক বছরে আনা সম্ভব নয়। শিক্ষা এবং শিক্ষিত একটি জেনারেশন লাগবে। আরও ৩০ বছর; বহু বহুদিন অপেক্ষা করতে হবে এবং কষ্টে কাটাতে হবে।
ঢাকা শহরে টয়োটা গাড়ীর আধিক্য দেখে ভারতীয়রা (ব্যবসা করতে এদেশে আসা) খুবই অবাক হয়। বলেও ফেলে; তোমাদের দেশে এতো টয়োটা কেন? অর্থাৎ সহ্য করতে পারছে না। কিন্তু আমরা বলতে চাই, আমরা কোয়ালিটি পছন্দ করি। আমরা ভাল যেকোন কিছু পছন্দ করি। কিন্তু আমরা তা বলি না। এর অর্থ এটা নয় যে আমরা বলতে পারি না। এর অর্থ তোমরা বুঝে নাও। ওদেরকে বোঝানোর মতো সময় আমাদের নেই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৪
গ্রীনলাভার বলেছেন: এটি বোঝা এবং এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার জন্য সুশিক্ষা প্রয়োজন।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঢাকার অবস্থা খুব খারাপ। রাস্তায় বের হলে ঠিকমত অক্সিজেন পাওয়া যায় না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬
গ্রীনলাভার বলেছেন: গত ৩০ বছর ধরে ঢাকা শহরে গাছ উচ্ছেদ হয়েছে। এর থেকে পরিত্রান পেতে আরও একটি জেনারেশন অপেক্ষা করতে হবে। অর্থাৎ আরও ৩০ বছর।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
খায়রুল আহসান বলেছেন: সবুজ শ্যামলে ঘেরা অন্চল থেকে এসে সবুজ শ্যামলকেই তো ভালবাসা উচিৎ ছিল -- জনগণ তো তা ভালবাসেও। বিপত্তি যত অর্থলোলুপ উন্নয়নকামীদের নিয়ে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৮
গ্রীনলাভার বলেছেন: অশিক্ষিতদেরকে আমরাই ভালবেসে নেতৃত্বে বসিয়েছি। অতএব এদের জুলুমও আমাদেরকেই সহ্য করতে হবে।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার লিকের সাথে লেখার মিল । চমৎকার । সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবুজের বিকল্প নেই ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৯
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ।
সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবুজের বিকল্প নেই - বুঝতে পারছি। কিন্তু কিছু করতে পারছি না কেন?
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
আখেনাটেন বলেছেন: দিনে দিনে সবুজ কমে যাচ্ছে এই শহরে। এতে কারো কোনো বিকার নেই। অাপসোস।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
গ্রীনলাভার বলেছেন: নিত্য অভাব এখানে মানুষকে অমানুষে পরিনত করেছে। ইচ্ছাকৃতভাবে একটি জেনারেশনকে মুর্খ কুলাংগার বানানো হয়েছে। ভালো এবং মন্দের মাঝে পার্থক্য বোঝার ক্ষমতা কমে গিয়েছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৭
মোস্তফা সোহেল বলেছেন: আমরা মানুষ নিজেদের বিপর্যয় নিজেরাই ডেকে আনছি।