![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
আমার অফিসে একটি পানি বিশুদ্ধকরন মেশিন রয়েছে এবং মেশিনটিতে আমেরিকার পতাকার একটি ছাপও রয়েছে যেন স্পষ্ট বোঝা যায় মেশিনটি আমেরিকা বানিয়েছে। তো আমার একজন অফিস কলিগ অনেয়য়য়য়য়য়ক বড় এন্জিনিয়ার ভাইকে একদিন জিজ্ঞাস করলাম, আমেরিকার জন্যে কি আমরা নামাজ পড়ে দোয়া করব যেহেতু তাদের বানানো মেশিনের পানি খেয়ে জীবন ধারন করছি? জবাবে তিনি বললেন, না। আমেরিকার কাছে থেকে আমরা টাকার বিনিময়ে একটি সেবা কিনেছি। যেমন করে আমরা টাকা দিয়ে ঘরে বুয়া রাখি।
সারাংশ হল, আমেরিকা আমাদের চাকর।
আমেরিকার চাকরামিতে খুশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়াশুনা বাদ দিয়ে রাস্তায় নেমে আনন্দে হ্রেষা রব করছে।
১৩ ই মে, ২০১৮ রাত ১১:০০
গ্রীনলাভার বলেছেন: দু:খিত। চাকর হওয়া জন্যে যোগ্যতা লাগে। শুনেছি জাপানিরা মেনেজমেন্ট শেখার একটি অংশ হিসেবে হোটেলের দরজা খুলে ধরে দাড়িয়ে থাকে লোকজনের চলাচলের সুবিধার জন্য। আমি এপ্লাই করতে গিয়ে চাটুকার শব্দের আওয়াজ শুনেছি। ঘটনা চক্রে আমি আমার মেনেজারের জন্য দরজা খুলে দাড়িয়ে ছিলাম। হা হা হা হা হা...
২| ১৩ ই মে, ২০১৮ রাত ১০:৫৮
সনেট কবি বলেছেন: তারা চাকর হয়ে মনিব নাচায়।
১৩ ই মে, ২০১৮ রাত ১১:০২
গ্রীনলাভার বলেছেন: এটা যার বোঝার কথা সে বোঝেনি। আপনি আমি বুঝে লাভ নেই।
৩| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট হিসেবে ২/৪ লাইন যা লিখেছেন, সেটা থেকে বুঝা যাচ্ছে যে, আপনি কমবুদ্ধিমান লোকদের সাথে কাজকর্ম করছেন; বেকুব বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রুও ভালো।
১৫ ই মে, ২০১৮ রাত ৮:০৯
গ্রীনলাভার বলেছেন: কিছু করার নেই। ভারতীয়দের সাথে কাজ করা আরও পীড়াদায়ক।
৪| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:২৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: রাজায় কইছে চু.. ভাই,
আনন্দের আর সীমা নাই।
১৫ ই মে, ২০১৮ রাত ৮:১২
গ্রীনলাভার বলেছেন: আপনের মুখ দিয়া এগুলা কি বাইর হইতেছে?
সামুকে একটু অনুরোধ করুন আপনার নাম বদলিয়ে জালর/রিকশাওয়ালা টাইপ কিছু রাখতে। আপনার লেখার ধাঁচের সাথে মিলবে।
৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ৯:৫৬
হাঙ্গামা বলেছেন: সাবাস বলে নিজের পিঠ নিজে চাপড়ে দিলেন মশাই?
১৫ ই মে, ২০১৮ রাত ৮:০৮
গ্রীনলাভার বলেছেন: নিজের পিঠ নিজে চাপড়িয়ে একটি ইউটিউব ভিডিও চালিয়ে দিন। মিলিয়ন খানেক হিট খাবেন। নাম ডাক হবে। আপনাকে দিয়ে ব্লগিং হবে না।
৬| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: সহমত।
১৫ ই মে, ২০১৮ রাত ৮:১৫
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ বোঝার জন্য।
টেকনোলজি যে বানিয়েছে সেই নিয়ন্ত্রন করবে। ভালো হোক মন্দ হোক নাম হবে বাংগালদের।
৭| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:২৭
ক্স বলেছেন: আমরা যেদিন সেবক হতে পারব, সেদিন আর বলদের মত ট্যাক্স না দিয়ে সরকারের কাছ থেকে ট্যাক্সের ১০/২০ গুণ আদায় করতে পারব।
১৫ ই মে, ২০১৮ রাত ৮:২১
গ্রীনলাভার বলেছেন: আমেরিকার জন্য পেপার লিখে আমেরিকার উন্নয়নে অংশীদার হয়ে লাভ যে নেই তা বোঝাই যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৮ রাত ১০:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমরাও যে কবে চাকর হব???