![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
অত্যন্ত নির্লজ্জ একটি জাতি তৈরী করতে কি পরিমান মেধার প্রয়োজন? বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী ছাত্রদের একটি অংশ মেডিকেল বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশুনা করে। অথচ আমরা কেউই তাদের উপর ভরষা করতে পারছি না। যাদের সামর্থ আছে তারা ভারতে, সিংগাপুরে ছুটছে। ভারত সিংগাপুরও সুযোগটা লুফে নিয়েছে। আমাদেরকে ভাবতে সাহায্য করছে যে বাংলাদেশের ডাক্তার রা বকলম। অথচ বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী ছাত্ররাই তো মেডিকেল বিশ্ববিদ্যালয় এ এসেছিল।
ভারত থেকে পাশ করে এসে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ডাক্তার হওয়ার সৌভাগ্যে যে ডাক্তার নিজের পরিচয় শুরু করে এভাবে যে সে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ডাক্তার; তার লজ্জা করা উচিত যে খোদ প্রধানমন্ত্রীও তার চিকিৎসার উপর ভরষা করে না।
আমি প্রধানমন্ত্রী হলে ঢাকা মেডিক্যাল এর চিকিৎসা ছাড়া আর কোথাও চিকিৎসা নিবনা - আমি ওয়াদা করছি; - আপনারা আমাকে ভোট দেবেন?
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৪
গ্রীনলাভার বলেছেন: কোরআনে আল্লাহ্ এমন বিষয় নাজিল করেছেন যা মুমিনদের জন্য রোগমুক্তি ও রহমত।
যারা চাবে তাদেরও দিল্লি, কোলিকাতা থেকেও সুলভে চিকিৎসা সেবা উম্মুক্ত থাকবে।
২| ১২ ই জুন, ২০১৮ রাত ৮:৫০
আহমেদ জী এস বলেছেন: গ্রীনলাভার ,
হ্যা..... এমন আত্মবিশ্বাসের উপর থাকতে পারলে ভোট দেবো । তবে পাশাপাশি সহব্লগার চাঁদগাজীর মন্তব্যের উপরও নির্ভর করতে হতে পারে কা্রন যে যায় লঙ্কা সে হয় ...........
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৭
গ্রীনলাভার বলেছেন: আমার রাজ্যে শহরের প্রতি এক বর্গকিলোমিটারে একটি টয়লেট ও গোসল খানা থাকবে। - এগুলো আকাশকুসুম কল্পনা নয়।
৩| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:০৭
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: দেশের নামী চারটা হাসপাতালের বড় বড় ডিগ্রিধারী চারজন ডাক্তারের কাছে বউকে নিয়ে গেছিলাম। কেউই সিজার ছাড়া বাচ্চা ডেলিভারি করাতে পারবেন না। এই হচ্ছে শ্রেষ্ঠ মেধাবীদের নমুনা। এদের উপর কিভাবে ভরসা রাখি?
এ দেশের ডাক্তারদের চাইতে তাবিজের উপর নির্ভর করাই ভালো
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৮
গ্রীনলাভার বলেছেন: এগুলো ষড়যন্ত্র। যেনো আমরা আমাদের মেধাবী ডাক্তারকে গালি দিয়ে পাশের দেশে চিকিৎসা করাতে চলে যাই।
৪| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:৫৩
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আমাদের দেশের অধিকাংশ ডাক্তারই ভাল।
কিছু কিছু আছে খারাপ।আর কিছু আছে খুব খারাপ।
ভালটা প্রচার হয় না।
খারাপটা বেশি বেশি প্রচার হয়। এটা মানুষের মনে থাকে।
আমি শুধু একটা ঘটনা বলি।
দুই ভাই। এক ভাইয়ের দুইটা কিডনিই নষ্ট হয়ে গেছে। ইন্ডিয়ার মাদ্রাজের নামকরা হাসপাতালে যেয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করার দুই দিন পর যে ভাই কিডনি দান করেছিল সে মারা যায়। কিডনি গ্রহীতা ভাই দেশে আসার ছয় মাসের মধ্যে মারা যায়।
এদের এক আত্মীয় আমরা বন্ধু, সে আবার বাংলাদেশ ডাক্তারদের একদম বিশ্বাস করে না। তার কাছে ইন্ডিয়ার ডাক্তার খুব ভাল।
তার কাছে যখন জানতে চাইলাম, সে বলল এটা একটা ব্যতিক্রম ঘটনা। তার নিজের আত্মীয়ের মধ্যে এত বড় একটা দুঃখের ঘটা ঘটলেও সে কোথাও ইন্ডিয়ান ডাক্তারদের বদনাম করে না। প্রসঙ্গক্রমে কেউ জানতে চাইলে বলে এটা একটা ব্যতিক্ৰম ঘটনা।
ই রকম শত শত ঘটনা ঘটছে। রহস্যজনক কারণে প্রচার হয় না।
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪
গ্রীনলাভার বলেছেন: বুয়েট ঢাকা ইউনি এর প্রফেসররা এগুলো দেখে মজা পায়। আর দেশে কিছু হবে না বুঝিয়ে আমেরিকার জন্যে এংলিশে গবেষনা পত্র লিখে।
৫| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: যে যাইই বলুক। বাংলাদেশে চিকিৎসার মান আসলেই খুব খারাপ।
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১১
গ্রীনলাভার বলেছেন: পলিথিন দিয়ে বাসার সমস্ত ময়লা মুড়িয়ে তারপর ডাস্টবিনে ফেললে অনেক রোগ কমে যাবে।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৮ রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
আপনার উচিত শুদ্ধ তাবিজের উপর নির্ভর করা।