![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
(সুরা মুমিন, আয়াত: ৪৪)
ওয়া উফাওয়িদ্বু আমরি--- ইলাল্লা-হি; ইন্নাল্লা-হা বাছীরুম্ বিল্ 'ইবা-দ।
আল্লাহ তাঁর বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। আমি আমার সমস্ত বিষয় আল্লাহর নিকট অর্পন করেছি।
(O my Lord, grant my prayers)- And my affair I leave it to Allah. Verily, Allah is the All-seer of (His) slaves.
প্রেক্ষাপট: হযরত মুসা (আঃ) এর নবুওয়াত কালে ফেরাউনের বিরোধিতা ছিল চরমে। ফেরাউন যখন হযরত মুসা (আঃ) এর নবুওয়াতের কথা অস্বীকার করে এবং নানা ধরনের উৎপীড়নের ফন্দি আঁটে তখন একজন মু'মিন ব্যক্তি ফেরাওন পরিষদের সামনে নির্ভীকভাবে হযরত মুসা (আঃ) এর নবুওয়াতের সত্যতা স্বীকার করে এবং তাদেরকে ঈমান আনার আহবান জানায়। এর ফলে কাফেরগন ক্ষিপ্ত হয়ে সেই ম'মিন ব্যক্তিকে হত্যার উদ্যোগী হয়; আর তখনই হযরত মুসা (আঃ) বজ্রকন্ঠে উক্ত আয়াত শুনিয়ে দেন। এর ফলে আল্লাহ তা'আলা তাঁকে কাফেরদের সকল ক্ষতি হতে রক্ষা করেন।
শিক্ষনীয়: মুমিনগন সহজেই পথভ্রষ্ঠ হয়না। আল্লাহর উপর বিশ্বাসই তাদের বড় ভরসা। সত্যকথা বলতে যারা কুন্ঠাবোধ করে প্রকৃত মুমিনের দাবিদার তারা হতে পারে কি? এটাই আমাদের আত্নউপলব্ধি হওয়া উচিত।
দো'আ (Supplication) - সোফিয়া হুসনে জাহান - বইটি থেকে
[ছবি- গুগোল করে]
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩১
গ্রীনলাভার বলেছেন: আমিন।
২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৪
সনেট কবি বলেছেন: সুন্দর পোষ্ট
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩১
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ সনেট কবি।
৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৭
মাহিরাহি বলেছেন: আল্লাহই একমাত্র ভরসা।
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪২
গ্রীনলাভার বলেছেন: আল্লাহই ভরষা।
যে জাতি নিজের উন্নতি চায়না আমি তার উন্নতি দেই না - [আল-কোরআনের রেফারেন্সটি ভুলে গেছি।]
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: আলাহ আমাদের হেদায়েত দান করুক।
পাপ কাজ থেকে বিরত রাখুক।