নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

ভুলগুলোর মাসুল অভিশাপ নাকি অশিক্ষার ফলাফল?

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৯

স্বশিক্ষিত ও সুশিক্ষিত - এই দুয়ের মাঝে পার্থক্য হল, পরীক্ষায় পাশের জন্য পড়া আর শিখে তা বাস্তবে প্রয়োগ করা।
আমরা খুব কম শিক্ষকই এই পার্থক্য বুঝতে পারি। কারন সুশিক্ষার ভার এখন পাবলিক নিজের হাতে নিয়ে নিয়েছে। শিক্ষকদের এখন করার কিছু কমই আছে। ঐ দুই শব্দের মাঝে পার্থক্য বুঝতে না পারা ড্রাইভাররা এখন অনেক বড় পাস করা প্রফেসর এন্জিনিয়ার ডাক্তারদের সেবক - ড্রাইভার। ঐ দুই শব্দের মাঝে পার্থক্য বুঝতে না পারা রাধুনিরা এলিট পাবলিকদের জন্যে হোটেলের সেবক - কুক। ঐ দুই শব্দের মাঝে পার্থক্য বুঝতে না পারা নেতারা তাদের ভুলের মাসুল গুনতে থাকা পাবলিকের মা-বাপ।

রোগী মরে গেলে ডাক্তাররা বলছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। একসিডেন্টে মরে গেলে ভন্ড পীড় বলছে, যার মৃত্যু যেভাবে লেখা থাকে। আর আমি ভাবছি, পৃথিবীতে আর কোন দেশে আর কেউ মরে না?

কুত্তা বিলাইয়ের মতো বাসের চাপায় মরা মানুষগুলোর জন্য আমি খুব বেশি কষ্ট পাইনি। বাসা থেকে বিদায় বলে বের হয়ে আসতেও কেন যেন গলার কাছে কান্না এসে আটকে যায়। এর পরে আমার ডাক আসেনিতো?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



আপনি যকি শিক্ষক?

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

গ্রীনলাভার বলেছেন: পার্টটাইম বলতে পারেন।

২| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: সহমত।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৮

গ্রীনলাভার বলেছেন: সহমত জানানো ছাড়া কিছু করারও নেই। অনেক বড় পাস করা এন্জিনিয়ার হয়েও রুচিবোধ বাড়ে না। অনেক অনেক বিদ্যান প্রফেসরও লোভী অশিক্ষিত চষমখোরদের টলাতে পাড়ছে না।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সহমত জানানো ছাড়া কিছু করারও নেই। অনেক বড় পাস করা এন্জিনিয়ার হয়েও রুচিবোধ বাড়ে না। অনেক অনেক বিদ্যান প্রফেসরও লোভী অশিক্ষিত চষমখোরদের টলাতে পাড়ছে না।

আমার আর এই দেশে থাকতে ইচ্ছা করে না।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫

সিনথিয়া আফরিন বলেছেন: এভাবে একদিন আমিও হয়ত ....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.