নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

একজন সচেতন ও শিক্ষিত বাস-যাত্রী হিসেবে আমি যা যা করি।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৯

সকালে ৯ টার অফিস ধরার জন্য আমার দিন শুরু হয় ভোর ৬ টার আগে। ৭:৩০ এর আগে আমি বাসা থেকে বের হই। এই সময়ে বের হওয়ার একটি মজা হলো, রাস্তায় স্কুল-কলেজের ছাত্রদের দেখতে পাওয়া যায়। আমি ওদের নির্মল ও নির্দোষ সংগ খুবই উপভোগ করি।

আমি খুব কাছের গন্তব্যেও ৩০ মিনিট আগে পৌছাই। ওয়াসরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ধুলো ময়লার সাথে ভেতরের ক্লান্তিও ধুয়ে ফেলি। সকালের যেকোনো মিটিং এ আমি আমার নিজেকে খুবই একটিভ রাখতে পারার একটি কারন হিসেবে এই ফ্রেস হওয়ার ব্যাপারটিই অন্যতম দায়ী বলে আমি মনে করি।

আমি বাস স্ট্যন্ডের একপাশে এসে দাড়াই। আমার লক্ষ্য হলো, যে বাসটি স্ট্যান্ডে প্রথমে এসে দাড়াচ্ছে, এরপর যাত্রীদেরকে নামাচ্ছে, এরপর নতুন যাত্রীদেরকে উঠার সুযোগ দিচ্ছে, এরপর ছাড়ছে - সেই বাসগুলো। লোকাল বাসগুলোই আমার এই পছন্দের তালিকায় প্রথম স্থান করে নেয়।

আমি সবসময় হেটে নিকটের ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পাড় হই। এতটুকু হাটার জন্যে শারিরিক শক্তি ও মানসিক দৃড়তা আমি পাই এক্সারসাইজ থেকে। আমি সপ্তাহে ৩ দিন সন্ধ্যায় দেড় ঘন্টা করে এক্সারসাইজ করি। এই এক্সারসাইজের কারনে আমার সর্বদা সজাগ ইন্দ্রিয় আমাকে সবসময় ছোটখাট ও অনাকাঙ্খিত দুর্ঘটনা থেকে বাঁচায় বলেই আমি মনে করি।

আমি কখনোই বাসে বসে বোরড ফিল করিনা। আমার ব্যাগে সবসময় একটি/দুইটি বই থাকে। হয়তো আমি নতুন কোন সুরা মুখস্ত করি অথবা রকমারি থেকে আনিয়ে নেয়া বেস্ট সেলের কোন উপন্যাস পড়ি। আমি কখনোই বাসের হেলপারের সাথে তর্কে জড়াইনা। এর অন্যতম কারন হিসেবে আমার এই বই পড়ার অভ্যাসটিকে আমি দায়ী বলে মনে করি।

আমি রাস্তায় খুবই ধীরস্থির থাকি ও ধৈর্যের পরিচয় দেই। এই ইট-পাথর আর স্টিলের নগরীতে শিক্ষিত এই আমার চারিপাশের সবাই শিক্ষিত নয়।







মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি তো দেখছি আদর্শ নাগরিক।


পুনশ্চঃ
ইয়াহু!
জিতেছি! জিতেছি!!
বাংলাদেশ জিতেছে...:)(১২ রানে)

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ। কমপ্লিমেন্টের জন্য। যদিও কমপ্লিমেন্ট পাওয়ার জন্য লিখিনি।

২| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: আপনার দেখছি আমার সাথে খুব মিল।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৮

গ্রীনলাভার বলেছেন: সুজনে সুজন চিনে। B-)

৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আদর্শ নাগরিক এর বৈশিষ্ট্য আপনার মধ্যে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.