![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
পি এ জামসেদ কে বের হব বলতেই ব্যস্ততা দেখাতে শুরু করে দিল। আমি বললাম, প্রোটোকল লাগবে না। একাই বের হব। জামসেদের মুখ দেখে মনে হচ্ছে আমার কথা বিশ্বাস করছে না। বললাম, সবাইকে বলে দিন আজকে আমি অফ। বঙ্গভবন থেকে বের হয়ে এদিক ওদিক তাকালাম। মনে হলো গাড়ির সমুদ্রে দাড়িয়ে আছি। গরমে শরীরে মনে হচ্ছে আগুনের আঁচ লাগছে। পিজিআর প্রধান শফি গেইটে দাড়িয়ে কেমন যেন ইতস্তত করছে। আমি হাত নেরে আমার সাথে আসতে বললাম। যেইনা হাত নেরে মুখ ফিরিয়েছি ওমনি এক মটরসাইকেল আমার বাম পায়ের বুড়ো আঙ্গুল মাড়িয়ে দিল। ব্যাথাটা মনে হলো পা থেকে মাথায় উঠে গেল। দাতে দাত চেপে রেখে চোখ বন্ধকরলাম। হা হা - একি একি - কি করলেন আপনি কি করলেন আপনি - এসব শব্দ করতে করতে ২৫/৩০ জন মনে হলো ছুটে এলো আমার দিকে। এরই মাঝে আমি মটরসাইকেল ওলা কে বলতে শুনলাম, দেখে চলতে পারেননা রাস্তায়? কি আর বলবো, মটরসাইকেলওলার এই রসাত্নক কথার রেশ আমার মাঝেও সংক্রমিত হলো। সবাই ধরাধরি করে আমার হাসি মুখ - সহ আমাকে ভেতরে নিয়ে যাচ্ছে। হাজার হোক, আমার দেশের অপুষ্ঠ রুগ্ন বেয়াক্কেল জনগন।
১৩ ই জুন, ২০১৯ সকাল ১০:৫১
গ্রীনলাভার বলেছেন: মন্ত্রী প্রধানমন্ত্রীরও ছাড় নেই।
২| ১৩ ই জুন, ২০১৯ সকাল ১১:০৪
ভুয়া মফিজ বলেছেন: আশাকরি বের হতে না হতেই খলিফা ওমরের রোল প্লে করার শখ মিটে গিয়েছে!
১৩ ই জুন, ২০১৯ সকাল ১১:৩৮
গ্রীনলাভার বলেছেন: নাহ মিটেনি; আরও গল্প আছে। বলব আস্তে আস্তে।
৩| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি বঙ্গ দেশের খলিফা হতে চান।
১৫ ই জুন, ২০১৯ রাত ১০:১১
গ্রীনলাভার বলেছেন: একটু মজা নিলাম আরকি!
৪| ১৩ ই জুন, ২০১৯ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি বঙ্গ দেশের খলিফা হতে চান।
১৫ ই জুন, ২০১৯ রাত ১০:১৪
গ্রীনলাভার বলেছেন: সেই ভাগ্য কি আর হয়? এদেশে মন্ত্রীদের নাকি গাড়ীতে চড়তে হ্য়। নইলে নাকি মার খেয়ে ড্রেনে পড়ে থাকতে হয়।
৫| ১৫ ই জুন, ২০১৯ রাত ১০:১৯
মেঘ প্রিয় বালক বলেছেন: বিষয়টা এমন যে চোর নিজে চুরি করে জনগণের মত সেও চোরের পিছে ছুটছে আর বলছে চোরর চোর চোর।
১৫ ই জুন, ২০১৯ রাত ১০:৫০
গ্রীনলাভার বলেছেন: এদেরকে ধাপ্পাবাজ শয়তান বলে। আর মুর্খ জনগন এদেরকে পীড় মানে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৯ সকাল ১০:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুর্ঘটনার পর চালকরা এসবই বলে। হারামী গুলা এমনভাবে গাড়ি চালায় সামনে যে আছে মরুক বাঁচুক তার কিছু না যেনো।