![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কোনো দিন মনে হয় আমাকে ভালবাসা তোর খুব উচিত ছিল তবে সেদিন একদম কাঁদিস না। তুই কাঁদলে যে আমি ভাল থাকি না।
আমার প্রয়োজন ফুরোলো
আমার প্রয়োজন নাই বা থাকল তোমার কাছে
তবু আমি আছি, যেমন ছিলাম
অশ্রুসিক্ত নীলমণিলতা হয়ে
আমার প্রয়োজন নাই বা থাকল তোমার কাছে
ম্রীয়মান জীবন নিয়ে যেমন ছিলাম
শূণ্য চোখে আকাশ দেখতাম
আর দেখতাম তোমাকে
বিপুল দূরত্ব কেড়ে নিতে পারেনি
তোমার অনাকাঙ্খিত অনুপস্হিতি,
মিথ্যে স্বপ্নের গায়ে স্বপ্ন গেঁথে
ভালবাসার মালা হয়েছে আরও দৃঢ়
ভালবাসা কী মিথ্যে হয়ে যায়?
বিচ্ছেদ কী শুধু দূরত্বই বাড়ায়, দেহে, মনে?
আমার প্রয়োজন নাই বা থাকল
আগুন রাঙা পলাশের বুকে
মৃদু মৃদু লজ্জ্বার আনাগোনা
বিষণ্ন দু চোখে পড়েছিলাম ভালবাসার বিরহগাঁথা
কোনো এক ফাল্গুনে।
বসন্ত শেষের দুপুরে তপ্ত নির্জন নগরে
ফুল, পাতাহীন পলাশ ঠায় দাঁড়িয়ে থাকে ভাবলেশহীন
আজ আমার প্রয়োজন ফুরোলো
আমার অনুপস্হিতিতে, তোমার জীবনে।
ছবি: ইন্টারনেট থেকে।
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৯
নীরব 009 বলেছেন:
আমরাও আর তাহাদের ফিল করিব না। এইটাই আমার শেষ ফিল করিবার কবিতা।
" প্রেমের গুষ্ঠি কিলাই " ( রিয়েল ডেমোনের উক্তি)
প্রথম হয়েছেন তাই এই বসন্তের সুরসুরি জাগানিয়া ছবিটা আপনার জন্য।
২| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৩৯
রিয়েল ডেমোন বলেছেন: ফাস্ট হৈতার্লাম না
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫০
নীরব 009 বলেছেন:
এইদিন দিন নয় আরো দিন আছে
৩| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪২
আর.এইচ.সুমন বলেছেন: আজ আমার প্রয়োজন ফুরোলো
আমার অনুপস্হিতিতে, তোমার জীবনে।
কি আর বলবো !!!
মনটা খারাপ করে দিলেন মিয়া
কবিতা চরম হয়েছে (+)
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫৩
নীরব 009 বলেছেন:
সুমন ভাই কি আর বলব, বড়ই যন্ত্রণায় পড়ে কবিতাটা লিখসিলাম।
আর্লেখুম্না। " প্রেমের গুষ্ঠি কিলাই "
থেঙ্কু জানালাম।
৪| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪২
রিয়েল ডেমোন বলেছেন: ভালোবাসার কবিতা , এই কবিতা এখন আর ফিল হয় না
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫৫
নীরব 009 বলেছেন:
আমরাও আর তাহাদের ফিল করিব না। এইটাই আমার শেষ ফিল করিবার কবিতা।
" প্রেমের গুষ্ঠি কিলাই "
৫| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৮
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: কবিতা আর সাথে ছবিগুলো অনেক সুন্দর, যদিও হাল্কা মন খারাপ করা। অনেক ভালোলাগলো।
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫৭
নীরব 009 বলেছেন:
হাল্কা মন খারাপ? বলেন কি? স্মৃতির নদীগুলো পুরাই এলোমেলো হয়ে গেছে আমার।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৬| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, একদল স্মৃতি ধরে রাখে। আরেকদল প্রয়োজন ফুরালেই ভুলে যায়!
আমরা না হয় স্মৃতি ধরে রাখা, নিঃশেষে স্বপ্ন বোনা পাবলিকই থাকলাম!
১৪ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৬
নীরব 009 বলেছেন:
" প্রেমের গুষ্ঠি কিলাই "
ভাল থাকবেন।
৭| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
কাকঁন বলেছেন: কবিতা আর সাথে ছবিগুলো অনেক সুন্দর।
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:০০
নীরব 009 বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
আপনার নিকের সাথে ছবিটাও অসাধারণ। স্বাগতম।
৮| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৯
মাহী ফ্লোরা বলেছেন: প্রয়োজন এখনো আছে।
সুন্দর!
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:০৫
নীরব 009 বলেছেন:
মনে হয় নাই। কাল যখন বললাম, 'আমাকে তোর প্রয়োজন' তখন খুব স্পষ্ট করে বলল, না তোকে আমার প্রয়োজন নাই।
যখন বললাম, 'তোকে আমার প্রয়োজন' তখন সে কোনো কিছুই বলল না।
এটাকে কি ধরনের ভালবাসা বলবেন আপনি? এটা কি আদৌ ভালবাসা?
৯| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৮
সায়েম মুন বলেছেন: বিষণ্নতা সুন্দরম!!
খুব ভাল লাগলো
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:০৬
নীরব 009 বলেছেন:
থ্যাঙ্কস মুন ভাই।
কেমন আছেন?
১০| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪৩
মাইশাআক্তার বলেছেন: হুমম প্রেমের গুষ্টি কিলাই -
১০০ % সহমত
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:০৬
নীরব 009 বলেছেন:
হুম।
১১| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
চশমখোর বলেছেন:
বসন্ত শেষের দুপুরে তপ্ত নির্জন নগরে
ফুল, পাতাহীন পলাশ ঠায় দাঁড়িয়ে থাকে ভাবলেশহীন
আজ আমার প্রয়োজন ফুরোলো
আমার অনুপস্হিতিতে, তোমার জীবনে।
কবিতা ভালো লাগলো।
গুষ্টি কিলাই নীরব ভাইয়ের ভালুবাসার।
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:০৯
নীরব 009 বলেছেন:
থ্যাঙ্কস।
ঐইইইইইইইইইইই!!!!!!!!!!!!!!
গদাম।
আমার ভালুবাসা কি উল্টা পাল্টা কথা?
মাইনাচ
১২| ১৪ ই জুলাই, ২০১১ রাত ৮:০৭
লাবণ্য ও মেঘমালা বলেছেন: হাহাহা, চশমখোর বলেছেন গুষ্টি কিলাই নীরব ভাইয়ের ভালুবাসার।
আমারও একি মত
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:১৩
নীরব 009 বলেছেন:
ঐইইইইইইইইইইই!!!!!!!!!!!!!!
গদাম।
আমার ভালুবাসা কি উল্টা পাল্টা কথা?
সহমতের লাইগা মাইনাচ (
১৩| ১৪ ই জুলাই, ২০১১ রাত ৮:৪১
সালমান হাবিব বলেছেন: তুমি এখনো ফুরিয়ে যাওনি বেটা। টেরাই করো। বলা তো যায় না, কখন কী হয়ে যায়।
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:১৩
নীরব 009 বলেছেন:
এই 'কখন কী হয়ে যায়' এর পাল্লায় পড়েই জীবনের এতোগুলো বসন্ত মুখ চেয়ে, তার হাটন দেখে, তার হাসির রিনিঝিনি শুনে আর চোখ ঝলসানো সৌন্দর্য দেখতে দেখতে ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে এখনো বেঁচেই আছি।
মুখ টিপে হাসিস না শয়তান।
১৪| ১৪ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৯
জুন বলেছেন: মিথ্যে স্বপ্নের গায়ে স্বপ্ন গেঁথে
ভালবাসার মালা হয়েছে আরও দৃঢ়
ভালবাসা কী মিথ্যে হয়ে যায়?
বিচ্ছেদ কী শুধু দূরত্বই বাড়ায়, দেহে, মনে
অনেক অনেক মনকাড়া কবিতা নীরব, অনেক ভালোলাগা।
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:১৬
নীরব 009 বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন সবসময়। শুভেচ্ছা।
১৫| ১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:২০
খুশবু বলেছেন: তুমি বুঝায় দিছো তোমার প্রয়োজন না থাকলেও তুমি তাহার আশে পাশে আছো । এইটা উচিত হয় নাই ।দূরে যাও ,তোমার প্রয়োজন টা ফিল করতে দাও না আইসা যাবে কই । আর না হলে লস প্রজেক্ট ছেড়ে নতুন কিছু ধরো ।
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:৩৩
নীরব 009 বলেছেন:
কি করব আপু? ভালবাসাতো এখানেই অসহায়। আমাকে ছেড়ে দিব্যি ৩৩৩ টা দিন কাটিয়ে দিয়েছে। প্রথম প্রথম ভাল থাকার ভাব দেখালেও পরে ঠিকই বিষন্নতা ছুঁয়ে গেছে। আমার চেয়ে আপন যে আর কেউ থাকতে পারে না তা বোধ হয় ভুলেই গিয়েছিল। আমার কথা ভেবে যে কষ্ট পাচ্ছে এ কথা জেনেও কিভাবে আমি দূরে থাকি?
প্রথমে রিয়েলের সাথে সুর মিলায় বলছি " প্রেমের গুষ্ঠি কিলাই " কিন্তু তা আর পাড়লাম কৈ? ঐ লস প্রজেক্টেই বেতন ছাড়া চাকরি করে যাব সারাজীবন।
থ্যাঙ্কস আপু। আপনার নতুন পোস্ট একটু ফ্রি হয়ে পড়ব।
১৬| ১৪ ই জুলাই, ২০১১ রাত ১০:০৩
শোশমিতা বলেছেন: মন খারাপ করা সুন্দর কবিতা, ছবি গুলো ও সুন্দর!
নীরব ভাই কেমোন আছো? মন ভালো ??
১৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:১১
নীরব 009 বলেছেন:
মনের কোনো লাগাম নেই আপু। পাগলা ঘোড়া একটা।
আজ কিন্তু সকালে উঠেছি। রাতে অবশ্য ঘুমাই নাই।
ভাল আছি। আপনি?
শুভ সকাল।
১৭| ১৪ ই জুলাই, ২০১১ রাত ১০:২৩
সায়েম মুন বলেছেন: ভাল আছি নীরব। আশা রাখি আপনিও ভাল আছেন
১৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:১৬
নীরব 009 বলেছেন:
ভাল থাকা ক্ষণে ক্ষণে রঙ বদলায়। তাই পরিবর্তনহীন ভাল থাকুন এই কামনা রইল।
সুপ্রভাত।
১৮| ১৫ ই জুলাই, ২০১১ সকাল ৭:০৫
ফাইরুজ বলেছেন: বিষন্ন সুন্দর।
১৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:২১
নীরব 009 বলেছেন:
১৯| ১৫ ই জুলাই, ২০১১ সকাল ৭:০৫
ফাইরুজ বলেছেন: বিষন্ন সুন্দর।
১৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:২১
নীরব 009 বলেছেন: সুপ্রভাত।
২০| ১৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:২৬
স্বপ্নকথন বলেছেন: আমার প্রয়োজন নাই বা থাকলো
আমার প্রয়োজন ফুরালো।
দারুন চমৎকার লিখেছ!!!
১৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:২১
নীরব 009 বলেছেন:
থ্যাঙ্কস থ্যাঙ্কস
ভাল থাকবেন। শুভ বিকেল।
২১| ১৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:২৪
সাকিন উল আলম ইভান বলেছেন: আমার প্রয়োজন নাই বা থাকল তোমার কাছে
তবু আমি আছি, যেমন ছিলাম
অশ্রুসিক্ত নীলমণিলতা হয়ে
আমার প্রয়োজন নাই বা থাকল তোমার কাছে
১৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩৮
নীরব 009 বলেছেন:
কান্না কাটি করে লাভ নাই। আমার প্রয়োজন শেষ।
২২| ১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৬
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: বিষণ্ন দু চোখে পড়েছিলাম ভালবাসার বিরহগাঁথা
দারুন
১৫ ই জুলাই, ২০১১ রাত ৯:১৫
নীরব 009 বলেছেন:
থ্যাঙ্কস পাগলাঘোড়াসিটিজি।
২৩| ১৬ ই জুলাই, ২০১১ রাত ১২:২৯
ত্রিনিত্রি বলেছেন: অপূর্ব কবিতা! যদিও বিষন্ন, এই কবিতার অনেক লাইন আমার স্ট্যাটাসে যাবে, এত কিন্তু বার বার একনলেজ করতে পারবো না, আগেই বলে দিলাম, ধন্যবাদও দিলাম।
আজ আমার প্রয়োজন ফুরোলো
আমার অনুপস্হিতিতে, তোমার জীবনে।
দীর্ঘশ্বাস!
১৬ ই জুলাই, ২০১১ রাত ১:৪২
নীরব 009 বলেছেন:
একনলেজ না দিলে নাই তবে ঐগুলা লাইন আপনার সাথে মানাইব না।
আজ আমার প্রয়োজন ফুরোলো
আমার অনুপস্হিতিতে, তোমার জীবনে।
দীর্ঘশ্বাস! :-<
২৪| ১৬ ই জুলাই, ২০১১ দুপুর ১২:০৮
পাহাড়ের কান্না বলেছেন: ছবিটা খুবই মচৎকার। ঠ্যাং খান। কিন্তু এইটা কি পক্ষী?? চিনিতে পক্ষিকুল, আমার সর্বদাই হয় ভুল।
ভালোবাসার গুষ্ঠি কিলাই,
ভালোবেসে ভালো নাই।
অন্তরে দারুন ক্ষরা-
বৃষ্টির পানি কোথাও নাই।
------------তাবিজ ফারুক
১৬ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪১
নীরব 009 বলেছেন:
পাকা ভাই, ম্মাচু ম্মাচু ম্মাচু
মচৎকার তাবিজ ফারুক
২৫| ১৬ ই জুলাই, ২০১১ বিকাল ৩:১২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সুন্দর কবিতা।
এইটা আমারে দিলে কি এমন হইতো??
১৭ ই জুলাই, ২০১১ রাত ১:০১
নীরব 009 বলেছেন:
থ্যাঙ্কস
কুনো কিসুই পছন্দ হয় না, না?
২৬| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৯
শায়মা বলেছেন: কেমন আছো আপুনি??
১৭ ই জুলাই, ২০১১ রাত ১:০৫
নীরব 009 বলেছেন:
আপুনি আবার কেডায়?
কার মন্তব্য কারে করলেন? শায়মাপু, ই খিতা শুনাইলেন? কন ছাই!!!!!!!
২৭| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১:০৩
শায়মা বলেছেন: স্যরি ভাইয়া অজন্তা আপুর পেইজ খুলে এইখানে লিখে ফেলেছি।
১৭ ই জুলাই, ২০১১ রাত ১:০৮
নীরব 009 বলেছেন:
ঠিকাছে।
আছেন কেমন?
২৮| ১৭ ই জুলাই, ২০১১ বিকাল ৫:১৯
নিয়নের আলো বলেছেন: ভালো লাগলো নীরব ভাই।
কিন্তু তোমার প্রয়োজন ফুরাবে???অসম্ভব।
এত সুন্দর করে যে কবিতা লিখে তাকেই হয়তো সবার আগে প্রয়োজন হবে।
১৮ ই জুলাই, ২০১১ রাত ১:০৬
নীরব 009 বলেছেন:
কিন্তু প্রয়োজনতো সত্যিই ফুরিয়ে গেল
থ্যাঙ্কস আলো।
২৯| ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:১৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শায়মা বলেছেন: কেমন আছো আপুনি??
লেখক বলেছেন:
আপুনি আবার কেডায়?
কার মন্তব্য কারে করলেন? শায়মাপু, ই খিতা শুনাইলেন? কন ছাই!!!!!!!
শায়মা বলেছেন: স্যরি ভাইয়া অজন্তা আপুর পেইজ খুলে এইখানে লিখে ফেলেছি।
লেখক বলেছেন:
ঠিকাছে।
আছেন কেমন?
১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৪৮
নীরব 009 বলেছেন:
হাসেন ক্যান? ভুল হইতেই পারে তাই বলে কি বিলাইয়ের দুঃখ ভুলে এই বৃষ্টি ভেজা বিকেল বেলায় ফোকলা দাঁতে ফক ফক করে হাসবেন?
ভাল আছি। ঘুম থেকে উঠলাম। শুভ বৃষ্টি ভেজা সকাল।
৩০| ২০ শে জুলাই, ২০১১ রাত ১২:১০
স্বদেশ হাসনাইন বলেছেন: অভিমানী কবি, কবিতা একবার যার বাড়ি চিনে নেয়, বার বার উঁকি পৌষ শ্রাবণে, শিমুলের রাঙানো দৃষ্টিতে
২০ শে জুলাই, ২০১১ রাত ১২:৩৩
নীরব 009 বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
শুভ রাত্রি।
৩১| ২৪ শে জুলাই, ২০১১ সকাল ১১:১৬
মহাবিশ্ব বলেছেন:
কারো প্রয়োজন ফুরায় না নীরব।
সব প্রয়োজনই ছড়িয়ে থাকে আকাশের নীলে, সমুদ্রের ফেনায়, বনানীর সবুজে... এঁকে বেঁকে চলা পাহাড়ি নদীর নূপুরনিক্কনে... কখনো অনুভব করা যায়, কখনো যায় না... ঋতু পরিবর্তন হয়, পৃথিবীর বয়স বাড়ে... সব ভালোবাসাই থেকে যায় ধূলোর অণু পরমাণুতে প্রোথিত হয়ে...
ভালো থাকবে... অনেক অনেক...
শুভকামনা রইল...
২৫ শে জুলাই, ২০১১ সকাল ৮:৩৪
নীরব 009 বলেছেন:
শুভ সকাল। সকালের এই পবিত্রতায় নতুন মাত্রা দিল আপনার মন্তব্য।
ভাল থাকবেন।
৩২| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫২
সরলতা বলেছেন: কৃষ্ণচূড়ার ছবিটা দারুণ নীরব ভাই।
আপনি তো পুরোদস্তুর কবি হয়ে গেলেন!
২৫ শে জুলাই, ২০১১ সকাল ৮:৩৫
নীরব 009 বলেছেন:
থ্যাঙ্কস।
এখনো হইনি তবে হবো।
শুভ সকাল।
৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:১৩
অচেনা রাজ্যের রাজা বলেছেন: কবিতার মতো ফুলগুলো এতো সুন্দর কেন ? যে কারো মন ভালো হয়ে যাবে ছবি দুটো দেখে!
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৬
নীরব 009 বলেছেন: হুম, ফুলগুলো অসাধারণ। এতো পবিত্র আর সুন্দর মনে হয় আর কিছু নেই।
৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:১৪
অচেনা রাজ্যের রাজা বলেছেন: ২০ তম ভালো লাগা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৯
নীরব 009 বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৪
আধাঁরি অপ্সরা বলেছেন:
এই কবিতা টা এত সুন্দর কেন??
অসম্ভব সুন্দর!!!
১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫০
নীরব 009 বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৩০
পাহাড়ের কান্না বলেছেন:
আমার প্রয়োজন নাই বা থাকল তোমার কাছে
তবু আমি আছি, যেমন ছিলাম
অশ্রুসিক্ত নীলমণিলতা হয়ে
আমার প্রয়োজন নাই বা থাকল তোমার কাছে।।
তাদের কাছে আমাদের প্রয়োজন ফুরিয়েই যায়।