নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

আশা করি অনেকেই ভারতের সুপারস্টার সন্জয় দত্ত এর অস্ত্র মামলার রায় এবং সাজার খবর জানেন?!!

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

"১০ ট্রাক অস্ত্র মামলা"র রায়ে কেউ কেউ আকাশ থেকে মাটিতে পরছেন, কেউ কেউ মাটি থেকে আকাশে পরছেন। অস্ত্র মামলায় ফাঁসি? এইটা বাড়াবাড়ি, এইটা রাজনৈতিকভাবে হেয় করার জন্য। এমনকি জেল থেকে সদ্য ভুমিস্ট হওয়া রুহুল কবির রিজভীও বলছেন এ রায় প্রহসনমূলক।



আপনি জানেন কি? বিভিন্ন ধরনের অস্ত্র ছিল এক হাজার ৭৯০টি। এর মধ্যে গুলি ১১ লাখ ৪৩ হাজার ৫২০, গ্রেনেড ২৭ হাজার ২০, ম্যাগাজিন ৬ হাজার ৩৯২ ও রকেট লঞ্চার ১৫০টি। যে ধরনের অস্ত্র ছিল এসব অস্ত্রের মধ্যে ৬৯০টি ৭.৬২ এমএম টি৫৬-১ এসএমজি, ৬০০টি ৭.৬২ এমএম টি৫৬-২ এসএমজি, ৪০০টি ৯ এমএম সেমি অটোমেটিক স্পোর্টিং রাইফেল, ১০০টি টমিগান, ১৫০টি ৪০ এমএম রকেট লঞ্চার টি৬৯, ছয় হাজার ৩৯২টি বিভিন্ন অস্ত্রের ম্যাগাজিন, ৭.৬২ এমএম এসএমজি গুলির সংখ্যা সাত লাখ ৩৯ হাজার ৬৮০টি, ৭.৬২ পিস্তলের (টমি) গুলি চার লাখ, জাপানের তৈরি একটি ওয়াকিটকি (সেট নম্বর টি ০০৬৩৮৫), ২৭ হাজার ২০টি গ্রেনেডের মধ্যে ২৫ হাজার ২০টি ছিল হ্যান্ড গ্রেনেড টি-৮২-২।



১১ লাখ ৪৩ হাজার ৫২০ টি গুলি দিয়ে প্রাণ যেত কয়টি? কতগুলো পরিবার পথে বসতো? কয়টি দেশ অস্থিরতার মধ্যে থাকতো?



আশা করি অনেকেই ভারতের সুপারস্টার সন্জয় দত্ত এর অস্ত্র মামলার রায় এবং সাজার খবর জানেন?!!



এত এত অস্ত্রের সাজা কি ফাঁসি নয়???

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

মাজহারুল হুসাইন বলেছেন: আপনি কি নিশ্চিত এত অস্ত্র তারা নিজেরা নিয়ে আসছিলেন ?


এত এত মৃত্যুর জন্য বিডিআর বিদ্রোহের রায়ে সরকারের দায়িত্বশীলদের কি শাস্তি হওয়া উচিৎ ছিল ?

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

গুরুভাঈ বলেছেন: তারা নিজেরা না আনলে, জড়িত না থাকলে কি ভারত দিয়া গেচিলো??? এ ব্যাপারে আর ভারত রে জড়ানো যাইতেচে না তাইনা??!! বিডিআর বিদ্রোহের রায়ে জড়িতদের সাজা হয়েছে। যদি সেই ঘটনায় সরকারের দায়িত্বশীলদের শাস্তি হওয়া উচিৎ হয় তবে কি তৎকালীন প্রধানমন্ত্রীর সাজা দাবী করবেন না?!!

২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

এম আর ইকবাল বলেছেন:
সব কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গী দিয়ে দেখা অনুচিত ।
অন্যায়কে অন্যায় বলতে হবে ।
এ রায় তো ফাইনাল নয় ।
উচ্চ আদালত রয়েছে আরো বিবেচনার জন্য ।

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

গুরুভাঈ বলেছেন: তা ঠিক বটে :)

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

গান পাগলা বলেছেন: এটা যদি অবাস্তব না হয় তাহলে খুনের দায়ে ফাঁসির আসামির বেকসুর খালাস হওয়াটাকি খুবি বাস্তব সম্মত????
যৌথ বাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি সরকারের ডগি বাহিনী এদের হাতে গত পাঁচ বছরে যতগুলো প্রানহানী ঘটেছে এগুলাতো হালাল হয়ে গেছে তাইনা????????

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

গুরুভাঈ বলেছেন: মামলার মেরিট বুঝতে হৈবে। কোন মামলায় ফাসি আর কোন মামলায় যাবজ্জীবন বা খালাস তা মামলার মেরিটে হয়। গত গত পাঁচ বছরে যতগুলো প্রানহানী ঘটেছে এগুলার হালাল/হারাম জিগান আর ঐ পাঁচ বছরের আগের যৌথ বাহিনী, র‌্যাব, পুলিশ, বিডিআর বিএনপির ডগি বাহিনীর খুন কি মাফ হয়া গ্যাচে?

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

মাজহারুল হুসাইন বলেছেন: ভারতের সুপারস্টার সন্জয় দত্ত এর অস্ত্র মামলার রায় এবং সাজার খবর জানি না । একটু আলোকিত করবেন?

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

গুরুভাঈ বলেছেন: লিংক ঘুতান Click This Link

http://obosthan.com/?p=44

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

ভাঙ্গা হৃদয় বলেছেন: তাহেরের পুলা কি নিস্পাপ আছিলো...।? :-/ :-/ :-/

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

গুরুভাঈ বলেছেন: কে এ?ই তাহের? কে তার পুলা?!

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫

nurul amin বলেছেন: এমন কারবার সব দেশই করে। এদের দূর্ভাগ্য এরা ধরা পড়ছে। কয়েকদিন আগে ফাস হইল আমেরিকার সি আই য়ে কতগুলো রাষ্ট্রপ্রধানকে পর্যন্ত খুন করেছে। এ অভিযোগে কোন সি আই এ এজেন্টের কি ফাসি হইছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

গুরুভাঈ বলেছেন: চুরি করবি কর কিন্তু ধরা পরবি ক্যান? জানিস না চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পরে ধরা?!!!

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

সীমাহীন ভালবাসা বলেছেন: অবশ্যই ফাসি হহওয়া উচিত,এসব তো অন্যান্য দদেশে কঠিন ভাবে দেখা হয়,, ততবেBNP এর পোলাপান ঝাকি দিয়ে গার্মেন্টস ভেঙ্গে ফেলেছে,, এক বছরেরই ৫/৬ টা গার্মেন্টসেে আগুন ধরিয়ে কয়েকশত মানুষ কে হিউমেন ফ্রাই করে ফেলেছে,, বিডিয়ার বিদ্রোহের সৃষ্টি করেছে BNp তাই তো এত গুলি সেনা নিহত হয়েছে,, এসব সব বিরোধী দলের চক্রান্ত, , খালেদাকে ফাসি দেওয়া উচিত,, এবং দেশে রাজতন্ত্র তৈরি করা হক,, আমরা ভারতের অঙ্গরাজ্য হলে ও ভাল,,

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

গুরুভাঈ বলেছেন: ভারতীয় ফেন্সিডাইল খায়া উল্টা পাল্টা ডায়লগ মারতাচেন নাকি?!

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৯

মাজহারুল হুসাইন বলেছেন: কার দোষ কত টুকু, এটা শুধু একটু চিন্তা করলে বোঝা যায় ।

>>>একটি দেয়াল দিয়ে ঘেরা সামরিক এলাকা কয়েকটি সশস্ত্র বাহিনী মিলে ঘিরে রাখতে পারে না । জাস্ট ১০ হাজার মানুষ, ১ রাত ২ দিনে ৫ শত মানুষে পরিণত হয় ।

>>>আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজের আনা চালান স্বরাষ্ট্রের পুলিশ ধরে ফেলে !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

গুরুভাঈ বলেছেন: অস্ত্র আটকের প্রেক্ষাপট ভালো মত মনে হয় জানেন না?? সবকিছু ম্যানেজ করাই ছিলো, ভেজালটা করচে হাবিলদার গোলম রসুল। এই এ্যাকসিডেন্টাল হিরো বুঝতে পারে নাই রাঘব-বোয়াল রা এতে জড়িত। আর রাঘব বোয়ালরা যেখানে জড়িত সেখানে সামান্য একটা হাবিলদার রে ম্যানেজ করার কথা কেউ ভাবেও নাই.... রেল মন্ত্রীর ঘুসের টাকার বস্তা তার নিজেরই ড্রাইভার নিয়া দৌরাদৌরি করলে বিলিভ হয় আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হাবিলদার না বুইঝা অঘটন ঘটাইলে তা চিন্তায় আসেনা???

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪২

মাজহারুল হুসাইন বলেছেন: ১৯৯৩ সালে বোমা হামলার অস্ত্রের চালান সন্জয় দত্ত গ্রহণ করেছিলেন আর তার শাস্তি মাত্র ৫ বছর ! বোমা হামলায় নিহতদের কোন দাম নাই ?

আর বাংলাদেশে ফাঁসি !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

গুরুভাঈ বলেছেন: আদালতে প্রমানিত সন্জয় হামলার ভয়ে অস্ত্র রাখতেন নিরাপত্তার জন্য যা অবৈধ উপায়ে সংগৃহীত এবং লাইসেন্স করা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.