নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

আপনার জিপিএ কতো আপনার নিজ কর্মে?

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩


অর্থের অভাব আপনার আছে অথবা নাই।
আপনি একজন পিতা, আপনি সব সময় সেরাটা দেন আপনার সন্তানকে। সেরা খাবার, সেরা পোশাক, সেরা স্কুল, সেরা প্রাইভেট। সাংসারিক কোনো কাজ বা অন্য কিছু তাকে দেন না, সন্তানের কাজ শুধুই লেখাপড়া করা, ভালো রেজাল্ট করা ভালো ভবিষ্যৎ গড়া। রেজাল্টের সময় পেপারে পড়েন অমুক রিকশাওয়ালার সন্তান, আপনার অফিসের পিওনের সন্তান, দিনমুজুরের সন্তান গোল্ডেন ফাইভ পেয়েছে আর আপনার সন্তান ৫ বা ৪.৫ অথবা ৪ পেয়েছে। যে সন্তানের কোনো অভাব নেই, পড়ালেখা ছাড়া অন্য কোনো কাজ নেই তার রেজাল্ট খারাপ জন্য মন খারাপ হয় ঠিকি, সাষণ করেন ঠিকই নিশ্চয় সেই ছেলেকে ত্যাজ্য করেন না?

আপনার বাবা-মার অর্থের অভাব আছে বা নাই সেইটা আপনে বুঝতে পারেননা।
আপনি একজন সন্তান, আপনার বাবা-মা আপনাকে সেরাটা দেন। সেরা স্কুল, কলেজে পড়ান। বই, খাতা, কলম কিংবা প্রাইভেট মাষ্টারের সমস্যা নেই তার পরেও রেজাল্ট খারাপ হয়? বুয়েটে, মেডিকেলে পড়েও কোনো যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার করতে পারলেন না সেই বিদেশীদের আবিষ্কার করা যন্ত্রপাতি চালান। ডাক্তার হয়ে সকাল-সন্ধ্যা রুগী দেখেন কিন্তু আন্তর্জাতিক মানের হতে পারেন না তাই বলে কি আপনাকে কেউ তিরস্কার করে, বয়কট করে?

যে অফিসে আপনি চাকরি করেন, অফিস আপনার কাছে সেরাটা আশা করে কিন্তু তা কি কোনোদিন দিতে পেরেছেন?

প্রতিটা দিন এক যায়না। যে সাকিবরা আফঘানিস্তানের কাছে হেরেছে, সেই সাকিবরাই ইংল্যান্ড, ইন্ডিয়া কি হারায় না? আপনারা যারা জীবেন ক্রিকেটের মাঠে নামেন নাই এমনকি ফেসবুকের এ্যাকাউন্টটা আরেক জনের কাছে খুলে নিয়েছেন আজ তারাই একেকজন সুনিল গাভাস্কার, ইমরান খান বোদ্ধার মত মতামত দিচ্ছেন?! সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বিরাট কোহলি কে পেরেছে এবারের আইপিএল এ তার দলকে শেষ চারে আনতে?

মনে রাখবেন আপনাদের এমন অর্বাচীন মন্তব্যের কারণে হয়ত পরবর্তি প্রজন্ম ক্রিকেট খেলার প্রতি অনাগ্রহ হতে পারে, ফলাফল ফুটবলের মত আমাদের ক্রিকেট বাস্তবতা হতে পারে।

আজ পারে নাই, কাল পারবে না, পরশুও কি পারবে না?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:২০

বিজন রয় বলেছেন: সব দিন সবার সমান যায় না।

মানুষ স্বপ্ন দেখতে ভয় পায় না।

২| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৬

হাঙ্গামা বলেছেন: হাসতেই আছি।
আপনে কি আমাদেরকে আফগানিস্তানের কাছে ও হারতে কইলেন নাকি এত ইনাইয়া বিনাইয়া ??
হারবেন ? কয় ম্যাচ হারবেন? কয়টা সিরিজ হারবেন?
আফগানিস্তান এমন কি যে তার কাছে সিরিজ হারা লাগবে?
হারছেন ভালো কথা। ফাইট করতে কি পারছেন?
ফাইট তো দূরে......যেইভাবে দল হারলো তাতে দলে প্রফেশনালিজম নিয়া ও প্রশ্ন উঠতেই পারে।
হারার একটা সৌন্দর্য্য থাকে। কিন্তু এইটা কি দেখলাম?
ব্যাট চালানো দেইখা মনে হইলো সৌদি আরব বা সেনেগাল ক্রিকেট খেলতেছে।
এই জন্যই ভারত আর অষ্ট্রেলিয়া আমদেরকে গোনায় ধরে না।
আর গোনায় না ধরলে আমরা নিজেদেরকে স্বান্তনা দেই কি বইলা?
যে "ওরা নাকি হারিবার ডরে আসে না, আমন্ত্রন ও জানায় না"
বাঙ্গালীর আদিখ্যাতা দেইখা গা জ্বলিয়া যায়।

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪১

গুরুভাঈ বলেছেন: আফঘানিস্তান কি আপনার পাড়ার দল নাকি? খেলার খবর না রেখে ইতং বিতং শুরু করছেন? T20 র‌্যাংকিং কি আপনে দেন?

৩| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

হাঙ্গামা বলেছেন: খেলার খবর যে খালি আপনেই রাখেন সেইটা ঢোলবাদ্য বাজাইয়া বুঝানের দরকার নাই।
লেখা পইড়াই বুঝছি আপনি খুব খবর রাখেন।

এত বছর ক্রিকেট খেললাম নাকি ছিড়ে ছিড়ে আটি বানলাম ?
কি শিখলাম যে, আফগানিস্তানের কাছে **** মারা খাইয়া আমার নিজের স্বান্তনা দিতে হইবো এই বইলা যে, আফগানিস্তান আমার পাড়ার ক্রিকেট দল না। তাদের সাথে সিরিজ হারতেই পারি।

আজাইরা আলাপ।

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৩

গুরুভাঈ বলেছেন: আসলেও আজাইরা আলাপ করতে আচেন। আফঘানিস্তান আর বাংলাদেশের র‌্যাংকিং কার কতো?

৪| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: ইচ্ছা থাকলেও অনেক সময় সম্ভব হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.