নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

জানুয়ারী হতে বেতন নাই!!! সরকারও দেখি সাকিবের মতো!!

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২২

মাননীয় সরকার
এদেরও তো বেতন দরকার,
জানু্য়ারী হতে পাচ্ছেনা বেতন
বিএসএফআইসির চেয়ারম্যানও করেন ক্রন্দন!

সাহায্য দিচ্ছেন ঘরে ঘরে, চাউল চোরও বারছে পাল্লা দিয়ে। হাজার কোটি টাকার প্রণোদনা, আর এই সকল গরীব শ্রমিক বেতনই পাচ্ছেনা, সাহায্য তো আরো দুরের ব্যাপার। খোদ মাননীয় বিএসএফআইসির চেয়ারম্যান মার্চ মাসের বেতন পান নাই।

বিএসএফআইসির চেয়ারম্যান সনৎ কুমার সাহা প্রথম আলোকে বলেন, কারখানাগুলোতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেতন বকেয়া। চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান কার্যালয়ে এখনো মার্চের বেতন হয়নি। তিনি বলেন, বেতন-ভাতা দিতে ২১০ কোটি টাকা দরকার। আর আখচাষিদের পাওনাবাবদ বকেয়া ১৬১ কোটি টাকা। তিনি বলেন, 'শ্রমিক ও কৃষকেরা খুব কষ্টে রয়েছে। আমার নিজের মার্চের বেতনও হয়নি।'

খবরের লিংক:

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২০

ক্ষুদ্র খাদেম বলেছেন: তাহারা ভাগ বাটোয়ারা লইয়াই একটু তকলিফে আছেন জনাব। ঐদিকে কাজ শেষ করিয়াই আপনাদের দিকে আশা করি তাকাইবেন /:) X(

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩

গুরুভাঈ বলেছেন: মিডিয়া এটেনশান না থাকলে আসলে কেউই কিছু করতে চায়না তা হিরো আলম হউক, শাকিব/সাকিব হউক আর হউক সরকার। দু:খের বিষয়

২| ২৪ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

রাজীব নুর বলেছেন: সব কি সরকার দেখবে?
সরকারের ঠেকা পড়ছে??

২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৫

গুরুভাঈ বলেছেন: প্রতিষ্ঠানটা তো সরকারের। সরকার দেখবে না!?

৩| ২৪ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

মা.হাসান বলেছেন: আপাতত কিছুদিন উন্নয়ন চাবাইয়া খাউক।

৪| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৪

নেওয়াজ আলি বলেছেন: রমজান মাসে সরকার বেতন দিয়ে দিন

৫| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

জুন বলেছেন: দুঃখজনক। সরকারের সুদৃষ্টি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.