নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

গার্মেন্টস নয়, শিক্ষাপ্রতিষ্ঠান ভুতুর্কি/প্রনোদনা প্রয়োজন হবে।

২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৮

করোনার পরিস্থিতি চললে শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ বলেছেন প্রধানমন্ত্রী। যদি তাই হয় তবে দেশের লক্ষ লক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখতে, জাতীর মেরুদন্ড সোজা রাখতে এসকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ভুতুর্কী প্রণোদনা দিতে হবে, গার্মেন্টসকে নয়। দেশে অসংখ্য বেসরকারি, নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে যার সিংহভাগ আয় আসে শিক্ষার্থীদের বেতন হতে। সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখলে অভিভাবকরা বেতন নিয়ে অরাজকতার সৃষ্টি হবে। এই গত একমাসেই অনেক অভিভাবক বেতন মাফ/অর্ধেক নিয়ে দাবি দাওয়া তুলছেন।

তাউ সেপ্টেম্বর বা আগস্ট বা জুলাই পর্যন্তও যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয় তবে গার্মেন্টেসের কোটা কেটে শিক্ষাপ্রতিষ্ঠান সংযুক্ত করতে হবে। আর বেশিরভাগ অফিস, কল কারখানা খোলা রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মানে কি? করোনা কি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই বাহক হিসাবে কার্য্যকর?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৬

ওমর সাহিত্যিক বলেছেন: পথে নামতে হবে মনে হচ্ছে । কিভাবে সরকারের কানে এই কথা উঠানো যায় বলেন তো ? শিক্ষার্থীরা ঠিকই কোন স্টুডেন্ট দিয়ে প্রাইভেট পড়ছে । কিন্তু কোন টিচার পড়ালেই মামলা হচ্ছে

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫২

গুরুভাঈ বলেছেন: যার যার ফেসবুকে পোস্ট করতে হবে মতামত, লিখতে হবে ব্লগে বা অন‍্য মাধ্যমে যাতে ভাইরাল হয়। এই সরকার ভাইরাল জিনিসে এটেনশন বেশি দেয়।

২| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: সরকার কি কোনঠাসা হয়ে পড়েছে?

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫১

গুরুভাঈ বলেছেন: শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই করোনা ছড়ায়, গার্মেন্টস, বাজার, অফিসে না।

৩| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২০

প্রেক্ষা বলেছেন: শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কেই ভর্তুকি দেওয়া উচিৎ। বেসরকারি গুলো এক একটা বাচ্চার জন্য বাবা-মার কাছে থেকে যে পরিমাণ টাকা নেয়...আগামী পাঁচ বছর তারা আরামসে কাটাইতে পারবে।

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

গুরুভাঈ বলেছেন: সবাই কি আর গুলশান, বনানি, ধানমন্দির, উত্তরার ৪স্টার, ৩স্টার, ২স্টার স্কুল কলেজ? জেলা শহর, উপজেলা শহরে অগনিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যাদের আয়ের প্রধান উৎস ছাত্র ছাত্রীদের বেতন।

৪| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে মনে হয় করোনা চলে যাবে । আজব দেশ।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫২

গুরুভাঈ বলেছেন: আজব সরকার, আজব সিদ্ধান্ত

৫| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক শিক্ষক আর্থিক সমস্যায় পড়ছে।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৯

গুরুভাঈ বলেছেন: যারা কিন্ডারগার্টেন চালায় তাড়াও কয়দিন পর গ্যাড়াকলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.