নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

বাংলা বিহার উড়িষ্যার গর্ব ব্রাহ্মনবাড়িয়ায় ফের সংঘর্ষ

৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৫

বাংলা বিহার উড়িষ্যার গর্ব ব্রাহ্মনবাড়িয়ায় মসজিদে যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বুধবার সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সরাইল থানার ওসি এ এম নাজমুল আহম্মেদ জানান, কাটানিসার গ্রামের উত্তর পাড়া এলাকায় মসজিদে যাওয়া নিয়ে স্থানীয় মিজান মেম্বার ও মুনসুর মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সকালে মিজান মেম্বারের প্রায় অর্ধশতাধিক লোকজন মনসুর মিয়ার পক্ষের লোকজনদের ওপর হামলা করে। পরে ইয়াছিন মুন্সির বাড়ির লোকজন পাল্টা হামলা চালায়। পরে উভয়পক্ষে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে উল্লেখ তিনি জানান, সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

খবরে প্রকাশ: বছর দশক আগে তিন বাড়ি মিলে একটা মসজিদ নির্মাণ করা হয়। এখন ওই পক্ষের কয়েকজন ইদানিং ওই মসজিদে না গিয়ে আরেকটি মসজিদে নামজ পড়তে চায়।

“মিজান মেম্বারের লোকজন চাচ্ছিলেন তারা যেন ওই মসজিদেই নামাজ পড়েন। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।”

ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত এবং কয়েকটি বাড়ি ঘর ও দোকান ভাংচুরের শিকার হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

news link

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৬

সাইন বোর্ড বলেছেন: ঠ্যাং ঠুং কিছু কাটে নাই ?

৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০০

গুরুভাঈ বলেছেন: ঠ্যাং ঠুং কাটার চেষ্টা করছিলো মনে হয়, অন্তত ৩০ জন আহত।

২| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: মরে নাই । তাও ভালো ইট মারছে । কিছু বন্দুক হলে জমতো । :-P

৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০১

গুরুভাঈ বলেছেন: মাত্র একজন গ্রেফতার, এটা মনে হয় ইতিহাস পর্যালোচনা স্বাপেক্ষে মামুলি বিষয়।

৩| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: নির্বোধ।

৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

গুরুভাঈ বলেছেন: অন্যের প্রতি কিন্তু ভালোবাসা আনুগত্য ব্যাপক বুঝা যায়, নাইলে আরেকজনের ঘটনায় এমন কাধে কাধ মিলায় দল বেধে কেউ অন্যের ঝামেলা নিয়ে অন্যের সাথে মারামারি করে! তাও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে!

৪| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: গুরুভাঈ এইডা কোনও কতা কইলেন, ইতিহাসে চাইয়া দ্যাখেন, এর চাইতে বড় কত কত জমায়েত হইছে আর আপনে কিনা মাত্র তিরিশ জন লইয়া আইলেন ??? আরও বেশি ভালা কিছু আশা করছিলাম B-)) B-))

ভাই, ওদের কোনও সমস্যা, নাকি লাইমলাইট ছাড়া থাকতে পারেনা, এই বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার!!

৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩২

গুরুভাঈ বলেছেন: গতবছর ইফতারে নাকি ছোলামুড়ি মাখায় জিলাপি কেন দিচিলো এই নিয়া ব্যাপক সংঘর্ষ

৫| ৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১০

সমুদ্রনীল বলেছেন: ব্রাহ্মনবাড়িয়া সব সময় লাইমলাইটে থাকতে চা্য়।

৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

গুরুভাঈ বলেছেন: হার্ডলি ২সপ্তাহ যাইতে দেয়, আবার নতুন সংঘর্ষ।

৬| ৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৬

সোনালি কাবিন বলেছেন: :(( :((

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৪

গুরুভাঈ বলেছেন: ব্রাহ্মনবাড়িয়ায় গত পরশুর এক সংঘর্ষে লক ডাউনের কারনে আটকে পড়া এক পরিবারের ২ বছরের শিশু নিহত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.