নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ সাংসদ শওকত হাচানুর রহমান রিমন

০১ লা মে, ২০২০ দুপুর ২:৩২


আলহামদুলিল্লাহ্, জনপ্রতিনিধিদের ভীড় করে ধান কাটা, এলাকায় না দেখা যাওয়া, যথাযথ ত্রাণ না দেওয়া, ত্রাণ আত্মসাত করার ঘটনার মাঝে একটা ভালো খবর।

সাংসদ শওকত হাচানুর রহমান রিমন বলেন, ‘করোনাভাইরাসে মারা গেলে সাধারণত কেউ তাঁর ধারে কাছেও আসেন না। ওই এএসআই পুলিশে চাকরি করার সময় মাঝে মাঝে মসজিদে ইমামতি করতেন। তাঁর মতো একজন সৎ ধার্মিক পুলিশ কর্মকর্তার নামাজে জানাজা পড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।’

এভাবেই মানবিক হয়ে উঠুক সবাই, আমি, আপনি।

খবর লিংক

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: মানুষ যত মানবিক হবে দেশ তত উন্নত হবে।

০২ রা মে, ২০২০ সকাল ১০:২৩

গুরুভাঈ বলেছেন: চারপাশের সব খারাপ আর হতাশার খবরের মাঝে এই খবরটাকে আপনার ভালো মনে হচ্ছে নাকি খারাপ মনে হচ্ছে?

২| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

নেওয়াজ আলি বলেছেন: Salute

০২ রা মে, ২০২০ সকাল ১০:২৩

গুরুভাঈ বলেছেন: Salute

৩| ০২ রা মে, ২০২০ সকাল ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি মানবিক কাজ করেছেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন। এটা একটি সামাজিক দায়িত্বও বটে। তিনি নিশ্চয়ই এর প্রতিদান পাবেন, ইন শা আল্লাহ!

০২ রা মে, ২০২০ সকাল ১০:২৫

গুরুভাঈ বলেছেন: জাযাকআল্লাহ খায়রান। অনেক এলাকার (প্রায় সব এলাকার) এমপিগন ত্রান বা ব্যাক্তি উদ্দোগ সাহায্যে নাই।

৪| ০২ রা মে, ২০২০ সকাল ৯:১৫

জাফরুল মবীন বলেছেন: অনুকরণীয় কাজ।

০২ রা মে, ২০২০ সকাল ১০:২৬

গুরুভাঈ বলেছেন: অন্য এলাকার এমপিরাও যদি এভাবে সব ব্যাপারে আন্তরিকতার সাথে এগিয়ে আসতো, দেশটা সত্যিকারের সোনাল বাংলাদেশ হয়ে যেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.