নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

বলো তারা রা রা

০১ লা মে, ২০২০ বিকাল ৫:৫৪


আজ ০১ মে ২০২০ হিসাবে গত ২৪ ঘণ্টায় সাভারে আটজনের করোনা শনাক্ত, সাতজনই পোশাক কর্মী।

সাভারে নতুন আক্রান্তদের সাতজনই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। তাঁদের বয়স ৩৫ থেকে ৩৬ বছরের মধ্যে। তাঁরা যেসব এলাকায় থাকতেন গতকাল শুক্রবার ওই সব এলাকা লক ডাউন করে দিয়েছে পুলিশ। কিন্তু যে পোশাক কারখানায় কাজ করেছেন তা কিন্তু লক ডাউন করে নাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, পোশাক কারখানা খোলার পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন করে আক্রান্তদের প্রায় সকলেই পোশাক শ্রমিক।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শতাধিক পোশাক কর্মী করোনার পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। যাচাইবাছাই করে ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। তাঁদের আটজনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়। এদের একজন ধামরাইয়ের বাসিন্দা।

খবর প্রথম আলো

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: বহু দিন ভালো কোনো সংবাদ পাই না।
যে আমাকে ভালো সংবাদ দিবে তাকে্ মিষ্টি খাওয়াবো।

০৩ রা মে, ২০২০ সকাল ১১:১০

গুরুভাঈ বলেছেন: সাংসদ হাচানুরের টা ভালো সংবাদ না?

২| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা রা রা করেত করেত গণ আত্মহত্যায় উদ্যোগী রাষ্ট্র!!!

আমজনতার ঐ করতে করতে মরণ ছাড়া গতি কি!!! :((

০২ রা মে, ২০২০ সকাল ১০:২৯

গুরুভাঈ বলেছেন: কোথাও কোথাও নাকি গার্মেন্টস বন্ধ রাখতে বিক্ষোভ হয়েছে

৩| ০১ লা মে, ২০২০ রাত ৮:১৮

নেওয়াজ আলি বলেছেন: কবে যে দেশের সুখবর পাবো। সুখবর পেলে মন ভালো লাগে ।

০২ রা মে, ২০২০ সকাল ১০:২৯

গুরুভাঈ বলেছেন: সাভার গার্মেন্টস অনেক থাকলেও এই প্রথম করোনা ব‍্যাপক পাওয়া গেলো। কোনো জেলা খালি রাখবোনা আমরা, ইনশাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.