নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

একটি মানবিক আবেদন। সাগরে ভাসছে ৫০০ জন রোহিঙ্গা

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:১৪

যেকোনো কারনেই হোক বাংলাদেশ সরকার ১০/১৫ লক্ষ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে বাংলাদেশ, মেনে নিয়েছে স্থানীয় কক্সবাজারবাসি, সেই সময়ে ছুটে গেছেন নানানজন নানান সাহায্য নিয়ে।

সারা বিশ্বে চলছে করোনার ভয়াল সময় সেই সাথে মুসলিম বিশ্বে চলছে রমজান মাস। কিছু সংখ্যক রোহিঙ্গা কয়েক মাস যাবৎ সাগরে ভাসছেন যারা যেতে চেয়েছিলেন মালয়শিয়া।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এদের আশ্র‌য় দেয়ার দায় আমাদের না, ইংল্যান্ড বা অনান্য দেশকে এগিয়ে আসতে বলেছেন তিনি, আশ্চর্য্যের ব্যাপার যারা প্রতি জুম্মার মোনাজাতে, গনজমায়েতের সমাবেশে ফিলিস্তিন-কাশ্মির মুসলমানের জন্য কাদেন এবার তারাও বলছেন পররাষ্ট্রমন্ত্রী ঠিক বলেছেন!!

রমজান মাস এবং করোনার সময় বিবেচনা করে বাংলাদেশের মানবিক সরকার সহো অনলাইনের সকল এ্যাকটিভ পোস্ট দাতাদের অনুরোধ করবো তারা যেন এই সাগরে ভাসমান রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য মানবিক পোস্ট করেন, যাতে করে আমাদের সরকার সাগরে ভাসমান রোহিঙ্গাদের আশ্রয় দেয়, অন্তত শেষবারের মতো!! সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: তারা লুকিয়ে মালোশিয়া যেতে গিয়ে ধরা খেয়েছে। মালোশিয়া তাদের ফিরিয়ে দিয়েছে।
আচ্ছা, তাদের কি কেউ খাবার দিয়েছে?

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৫:৫০

গুরুভাঈ বলেছেন: কোস্টগার্ডরা, বা কোনো এনজিও খাবার দিয়ে থাকতে পারে।

২| ০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:৩৪

কানিজ রিনা বলেছেন: ১২/১৩ লক্ষ যখন বাংলাদেশ সরকার ঠাই
দিতে পেরেছে ৫০০ শত কেন ঠাই পাবেনা।
জাতিসংঘ বলেছে ওদেরও ঠাই দিতে, জাতি
সংঘ কেন এই এত বড় বোঝার কোনও সুরাহা
করছে না। ধন্যবাদ।

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৫:৫১

গুরুভাঈ বলেছেন: জাতিসংঘ এখন পর্যন্ত কোন বিষয়ের সুরাহা করতে পেরেছে??

৩| ০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



সরকার ও সীমান্তের প্রহরীদের ফাঁকি দিয়ে, কিংবা ঘুষ দিয়ে এদেরকে বাংলাদেশে নিয়ে আসবে কিছু লোক; এবং সেটা হরদম চলছে।

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৫:৫৩

গুরুভাঈ বলেছেন: এদের ভাসানচরেও ঠাই দিতে পারে, কিছুদিন আগে ২৯ জনকে নিয়েছে ভাসানচরের আশ্র‌য়কেন্দ্রে।

৪| ০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:৪০

নতুন বলেছেন: এই মানুষ গুলি যদি মালোয়েশিয়া যেতে পারতো তারা কি ফিরে আসতো?

আর এরা ফিরে গেলে মারা যাবার মতন বিপদে পড়তে হবেনা। তাই এদের না নিলে আমার আপত্তি নাই।

যদি তাদের মেরে ফেলার ভয় থাকতো তবে অবশ্যই আমিও বলতাম।

কিন্তু এখনো অনেক রহিঙ্গা মায়ানমারে আছে তাদের সাথে এই ৫০০ জনও থাকতে পারবে। সমস্যা হবেনা।

তাদের ফিরে যেতে বলুন প্লিজ।

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৫:৫৬

গুরুভাঈ বলেছেন: মালয়শিয়া তাদের ঢুকতে দেয়নাই, এবং বাংলাদেশ প্রথম থেকেই আশ্রয় দিয়ে আসছে। আশ্রয় দিতে দিতে ১মিলিয়ন পার করে ফেলেছে, এখন সাগরে ভাসতে থাকা এই ৫০০ সেই হিসাবে কিছুই নয়। তার উপর চলছে রমজান মাস এবং করোনা, দুইটার কোনোটারই তাৎপর্য কম না মানবিক হওয়ার জন্য।

৫| ০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই রোহিঙ্গা যেগুলি মালয়েশিয়ার লঙ্কাবী দ্বীপে অবতরণ করেছিল । ওখানে মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদেরকে খাবার-দাবার খাইয়ে আবার বিদায় করে দিয়েছে। এখন এরা বাংলাদেশের বোঝা বাড়াবে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে সব চেয়ে বড় উদার দেশ । নিজ দেশের নাগরিকরা অন্য দেশে কামলা খাটে। শ্রম বিক্রয় করে। আর তারা রোহিঙ্গাদের দিয়ে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে আরো বাড়িয়ে তোলে। একটা রোহিঙ্গা মানে একটা আপদ।

৬| ০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এদেরকে নিয়ে মালয়েশিয়ার প্রচার মাধ্যমগুলোতে বড় ধরনের রিপোর্ট হয়েছে। মালয়েশিয়া আর বোকামি করবে না। রোহিঙ্গারা কোন ভাল মানুষ নয় । এরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় । মালয়েশিয়াতে হরহামেশাই নানান ধরনের অপরাধ করছে। এমনকি বাংলাদেশীদেরকে জবাই করে হত্যাও করেছে ‌ ।‌এটাকে তারা কোনো ব্যাপারই মনে করছে না।

০৫ ই মে, ২০২০ সকাল ১১:৪৩

গুরুভাঈ বলেছেন: সব অভিযোগ, সব অনুযোগ সবই ঠিক আছে। লেখার প্রথমেই বলেছি যেকোনো কারনেই হোক (নোবেলের জন্য বা বৈদেশিক সাহায্য বা উদার মানবিক দেখাতে) আমরা তাদের আশ্রয় দিয়েছি। আবার লেখার মাঝখানে লিখেছি, ফিলিস্তিন-কাশ্মিরের মুসলমানদের জন্য কান্না করি। তো এই ৫০০ মানুষ সাগরে ভেসে বেড়াচ্ছে, এদের মানবিক কারনে শেষবারের মতো আশ্রয় দেয়া হউক। আমাদের চোখে এরা যেমন, ভুমধ্যসাগরে যখন আমরা বাংগালীরা ভাসি তখন ইউরোপিয়রাও আপনার মতোই চিন্তা করে।

৭| ০৪ ঠা মে, ২০২০ রাত ৮:৩২

নেওয়াজ আলি বলেছেন: আর একটা রোহিঙ্গা আশ্রয় দেওয়া ঠিক হবে না

০৫ ই মে, ২০২০ সকাল ১১:৪৪

গুরুভাঈ বলেছেন: বর্ডার দিয়ে স্থল পথে ঠিকই তারা ঢুকছে।

৮| ০৪ ঠা মে, ২০২০ রাত ৮:৫৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: মালয়শিয়া তাদের ঢুকতে দেয়নাই, এবং বাংলাদেশ প্রথম থেকেই আশ্রয় দিয়ে আসছে। আশ্রয় দিতে দিতে ১মিলিয়ন পার করে ফেলেছে, এখন সাগরে ভাসতে থাকা এই ৫০০ সেই হিসাবে কিছুই নয়। তার উপর চলছে রমজান মাস এবং করোনা, দুইটার কোনোটারই তাৎপর্য কম না মানবিক হওয়ার জন্য।

মালোয়েশিয়াও মুসলাম সংখ্যাগরিস্ট দেশ।

মালোয়েশিয়াতেও করোনা

মালোয়েশিয়াতেও রমজান চলছে।

এই ৫০০ জনের জীবনের ঝুকিনাই। তাই এদের বাচানোর দায়ীত্ব আমাদের না। তাদের আশ্রয় দেওয়া উচিত না।

০৫ ই মে, ২০২০ সকাল ১১:৪৭

গুরুভাঈ বলেছেন: যখন আপনার মাদারিপুরের ভাই, মুন্সিগন্জের ভাই ইটালির সাগরে ভাসে তখন কেমন লাগে?

৯| ০৪ ঠা মে, ২০২০ রাত ১১:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা নিয়ে চিন্তার কিছু নাই।সময় সব ঠিক করে দেবে।চাঁদগাজী যেটা বলেছেন সেটার সম্ভাবনাই বেশী।

০৫ ই মে, ২০২০ সকাল ১১:৪৮

গুরুভাঈ বলেছেন: চিন্তার কিছু না হলেই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.