নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

স্বজনেরা লাশ না ধরলেও গোসল করান ইউপি সদস্য রোজিনা

০৭ ই মে, ২০২০ দুপুর ১২:০৩



করোনায় আক্রান্ত নারীর লাশ দাফনে কাউন্সিলর মাকসুদুল আলমের দলের সঙ্গে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থানে যাচ্ছেন নারী ইউপি সদস্য রোজিনা আক্তার। ছবি: তাঁর ফেসবুক থেকেকরোনার ভয়ে স্বজনেরাও লাশ ধরছেন না। প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসছেন না। ঘণ্টার পর ঘণ্টা লাশ পড়ে থাকছে বাড়িতে ও সড়কের সামনে। বিষয়গুলো নাড়া দেয় নারী জনপ্রতিনিধিকে। সেই চিন্তা থেকে লাশের গোসল করাতে উদ্যোগী হন নারী ইউপি সদস্য রোজিনা আক্তার।

আগে কখনো লাশ গোসলের অভিজ্ঞতা না থাকলেও ইতিমধ্যে শিখে নিয়েছেন নিয়মরীতি। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই নারীসহ ছয়জনের লাশের গোসল করিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য রোজিনা। যত দিন করোনা থাকবে, তত দিন মৃতদেহের গোসল করানোর কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।

রোজিনা প্রথম আলোকে বলেন, করোনার কারণে বিভিন্ন স্থানে লাশ পড়ে থাকার বিষয়টি তাঁকে নাড়া দেয়। তিনি তাঁর ফেসবুক আইডিতে ঘোষণা দেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াসহ নারীদের লাশ দাফনে গোসল করাবেন তিনি। ফেসবুকের তাঁর ওই স্ট্যাটাস দেখে গত ২৫ এপ্রিল সিটি করপোরেশনের কাউন্সিলর (যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশের দাফন ও সৎকারে আলোচিত) মাকসুদুল আলম তাঁকে ফোন দেন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর লাশ গোসল করানোর জন্য। গত ২৬ এপ্রিল তিনি প্রথম শহরের আমলাপাড়া এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর লাশের গোসল করান। তাঁকে সহযোগিতা করেন মাসদাইর কবরস্থানের গোসলের দায়িত্বে থাকা মণি আক্তার। পরে কাউন্সিলর মাকসুদুল আলমের তত্ত্বাবধানে মাসদাইর কবরস্থানে লাশ দাফন করা হয়।

খবর প্রথম আলো

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২০ দুপুর ১২:১১

চাঁদগাজী বলেছেন:


যাক, সমাধান করার লোক পাওয়া গেছে

০৭ ই মে, ২০২০ দুপুর ১২:১৪

গুরুভাঈ বলেছেন: সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, ‘মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য রোজিনা। গর্ব করার মতো কাজ করে চলেছেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

২| ০৭ ই মে, ২০২০ দুপুর ১২:২১

চাঁদগাজী বলেছেন:



রোজিনা ঠিক কাজ করেছেন; কিন্তু, এই ধরণের ছবি পোষ্টে দেয়া ঠিক কাজ নয়

০৭ ই মে, ২০২০ দুপুর ১২:৩৭

গুরুভাঈ বলেছেন: ফেসবুকে পোস্ট করেই উনি মৃতদের খবর পাচ্ছেন। আর এইটা তো ১০০% হালাল ছবি, পর্দা পুরুষও করছে, মহিলাও ;)

৩| ০৭ ই মে, ২০২০ দুপুর ১২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
করোনা রুগীর প্লাষ্টিক ব্যাগে সিল করা দেহ খোলা কঠিনভাবে নিষিদ্ধ।
এরপর খুলে গোছল করানো মুর্খতা ছাড়া কিছু নয়। এইসব মুর্খতার শাস্তি হওয়া উচিত।

০৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫৪

গুরুভাঈ বলেছেন: রুগীর সিল করা প্লাস্টিক ব্যাগ খুলে উনি গোসল করান না। কেউ মারা গেলে উনাকে খবর দেয়া হয়, তখন উনি যেয়ে গোসল করান তারপর প্যাকেট করা হয়। উনি নিজেও সুরক্ষা মেনে চলেন এবং ব্যাবহৃত পিপিই পুড়িয়ে ফেলেন।

৪| ০৭ ই মে, ২০২০ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: রোজিনাকে ধন্যবাদ।

আমার এক কাজিন আছে। সে বলে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে আমি শেষ জীবন মরা মানুষদের গোছল করাবো।

০৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫৫

গুরুভাঈ বলেছেন: এখন থেকে তাহলে ঘটকালিতেও নাম লেখাতে বলেন।

৫| ০৭ ই মে, ২০২০ দুপুর ২:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ডাক্তারী নিয়ম কানুন মেনে চলা দরকার। তবে রোজিনা বেগমের সাহস আছে।

০৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫৬

গুরুভাঈ বলেছেন: উনি করোনা সুরক্ষা মেনেই গোসল করান এবং ব্যাবহৃত পিপিই আগুনে পুড়িয়ে ফেলেন।

৬| ০৭ ই মে, ২০২০ দুপুর ২:২৯

নেওয়াজ আলি বলেছেন: Salute

০৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫৮

গুরুভাঈ বলেছেন: Salute :)

৭| ০৭ ই মে, ২০২০ বিকাল ৪:১৯

মা.হাসান বলেছেন: ভুয়া খবর। বাংলাদেশে এখন করোনায় লোক মারা যাচ্ছে না বললেই চলে। বরং প্রতিদিন শত শত লোক ভালো হচ্ছে। হঠাৎ দু এক জন মারা যাচ্ছে। কাজেই রোজিনা আক্তার গোসল দিবেন কাকে?

করোনায় মানুষ মারা যাচ্ছে এরকম ভুয়া খবর লিখবেন না। লিখলে আপনাকেও ইন্ডিয়ার বর্ডার থেকে র‌্যাব/পুলিশ ধরে আনতে পারে।

০৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫৮

গুরুভাঈ বলেছেন: বসুন্ধরার হাজার শয্যার হাসপাতালে রুগি পাবে কোথা থেকে আমি এই চিন্তায় অস্থির। দেশে করোনা রুগী নাই, ঝুকি নাই অথচো এরা হাজার শয্যার হাসপাতাল বানিয়ে রেডি

৮| ০৮ ই মে, ২০২০ ভোর ৫:২৮

রাফা বলেছেন: এই সংবাদটাই যদি বিদেশের হই'তো তাহলে প্রশংসার বন্যা বয়ে যেতো।আমরা এতই কৃপণ যে ভালো কিছুর প্রশংসা করতেই চাইনা।শুধু এই কারনেও মানুষের ভালো কাজের প্রতি অনিহা।প্রকৃতপক্ষে এটাই হলো মানবতা.।

স্যালুট টু রোজিনা আপা।ধন্যবাদ,গুরুভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.