নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু কত নির্মম

০৮ ই মে, ২০২০ দুপুর ১:০৮


ভারতের মহারাষ্ট্রে একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘুমন্ত ১৬ পরিযায়ী শ্রমিক নিহত হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

লকডাউনের মধ্যে নিহত শ্রমিকরা হেঁটে মধ্য প্রদেশে যাচ্ছিলেন; পথে ঔরঙ্গবাদের কর্মদ এলাকার কাছে একটি রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে তাদের উপর দিয়ে একটি মালবাহী ট্রেন চলে যায় বলে রেলওয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা।

“ভোরের দিকে রেললাইনের ওপর শ্রমিকদের দেখে পণ্যবাহী ট্রেনটির চালক ট্রেন থামাতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি বদনাপুর ও কর্মদ স্টেশনের মাঝামাঝি পার্বণী-মন্মদ সেকশনে শ্রমিকদের উপর দিয়ে চলে যায়। আহতদের ঔরঙ্গবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে,” টুইটে বলেছে রেল মন্ত্রণালয়।

এনডিটিভি জানিয়েছে, প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সংক্রমণরোধে দেওয়া লকডাউনে আটকে পড়া শ্রমিকদের জন্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে ‘শ্রমিক’ নামের বিশেষ ট্রেন চালু হলেও অনেকেই হেঁটে বাড়ি ফিরছেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ দুপুর ১:৫৭

মীর আবুল আল হাসিব বলেছেন:



নির্মম হলেও প্রত্যেকেই এর স্বাদ গ্রহন করবে। হয়তো কিছুদিন আগে নয়তো কিছুদিন পরে। :(( :(( :(( :((

০৮ ই মে, ২০২০ দুপুর ২:১৫

গুরুভাঈ বলেছেন: কিছুক্ষন

২| ০৮ ই মে, ২০২০ দুপুর ২:০৬

ওমেরা বলেছেন: দুঃজনত ! তবে মানুষ এতটা নির্বোধ হয় কেমন করে !! ঘটনা কি আসলেই সত্য?

০৮ ই মে, ২০২০ দুপুর ২:১৬

গুরুভাঈ বলেছেন: লকডাউনের কারনে ট্রেন বন্ধো এটা তারা জানতো। হেটে বাড়ির পথে রওনা দিয়ে রাস্তার পুলিশের চোখ এড়াতে রেললাইন দিয়ে যাচ্ছিলো, রাত হওয়ায় লাইনেই ঘুমিয়ে পরে এবং শিডিউল ছাড়া মালবাহি ট্রেনে এই মর্মান্তিক মৃত্যু

৩| ০৮ ই মে, ২০২০ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: আহারে---
তবে তারা রেল লাইনের মধ্যে ঘুমাতে গেলেন কেন? তারা বোকামি করেছে।

০৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৯

গুরুভাঈ বলেছেন: তারা জানতো লক ডাউনের কারনে ট্রেন বন্ধো। পুলিশের চোখ এড়িয়ে রেল পথে হেটে রওনা দিয়েছিলো, পথে রাত হওয়ায় লাইনেই ঘুমিয়ে পরে। আর যে ট্রেনে কাটা পরছে তা ছিলো মালবাহি, শিডিউল ছাড়া।

৪| ০৮ ই মে, ২০২০ রাত ৮:০৫

নেওয়াজ আলি বলেছেন: করোনায় মরলে আর অন্য কিছুতে মরলে এইসব মানবের জন্য দুঃখ প্রকাশই করতে পারি

০৮ ই মে, ২০২০ রাত ৮:১৫

গুরুভাঈ বলেছেন: মৃত্যু মানেই সংখ্যা, মৃত্যু মানেই দু:খ প্রকাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.