নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

আপনার মৃত্যু আমার কাছে আরো একজেনর মারা যাওয়ার খবর, আরও একটি সংখ্যা।

১০ ই মে, ২০২০ বিকাল ৩:১৪

করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র দেশের জন্য আন্তর্জাতিক অর্থ সাহায্য (ঋণ, অনুদান) আছে। তো করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র দেশের ক্ষতি নির্ণয়ের মাপকাঠি কি?

আপনার মৃত্যুর ক্ষতি আপনার পরিবারের কাছে, আর আপনার মৃত্যু আমার কাছে আরো একজেনর মারা যাওয়ার খবর, আরও একটি সংখ্যা।

আজ হতে মার্কেট খোলা, অনেক মার্কেট মালিক সমিতি নিজ উদ্দোগে মার্কেট বন্ধ রাখার স্বিদ্ধান্ত নিয়েছে, অনান্যরা ঠিকই খুলবে।

এই করোনার বিদঘুটে সময়ে আপনার বা আপনার পরিবারের কি সত্যিই ঈদের কেনাকাটা করার কোনো কারন বা আনন্দ আছে? যদি আপনি ঈদের কেনাকাটার যুক্তু খুজে পান, তবে সবার আগে ঘরে বসেই ইউটিউব দেখে বা ফোনকলে ডাক্তারের সহায়তা নিয়ে আপনার মানসিক সমস্যার চিকিৎসা করান।

মনে রাখবেন, আপনার মৃত্যুর ক্ষতি আপনার পরিবারের কাছে, আর আপনার মৃত্যু আমার কাছে আরো একজেনর মারা যাওয়ার খবর, আরও একটি সংখ্যা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: আজকের আক্রান্ত মোট পরীক্ষার শতকরা ১৫ ভাগের বেশি…

তার মানে আমাদের পরীক্ষা বাড়ানো দরকার আরো তিনগুন!

১০ ই মে, ২০২০ রাত ৮:১১

গুরুভাঈ বলেছেন: পরিক্ষা যত করবেন, আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা ততো বাড়বে।

২| ১০ ই মে, ২০২০ বিকাল ৪:২৬

নতুন বলেছেন: মনে রাখবেন, আপনার মৃত্যুর ক্ষতি আপনার পরিবারের কাছে, আর আপনার মৃত্যু আমার কাছে আরো একজেনর মারা যাওয়ার খবর, আরও একটি সংখ্যা।


এটা মানুষ বুঝতে পারেনা।

মানুষ একটা মুভিতে দেখে নায়কের বাবাকে ভিলেন মেরে ফেলেছে তার জন্য ৩ ঘন্টার ছবি। কিন্তু ঐ রকমের ছবিতে আরো অনেক মানুষ মারা যায় যুদ্ধে।

মানুষ ভেবে দেখেনা ঐ মারা যাওয়া মানুষ গুলর পরিবার আছে, তারাও তাদের পরিবারের সবকিছু, তাদেরও পরিবার সন্তান আছে। তাদের জীবনও আমাদের জীবনের মতনই গুরুত্বপূন`।

১০ ই মে, ২০২০ রাত ৮:১২

গুরুভাঈ বলেছেন: সিনেমা যেমন নির্দৃষ্ট একটা বিষয় দেখাতে চায় বাকি বিষয় উহ্য থাকে, তেমনি করোনার সময়ে সরকার এবং জনগন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.