নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি নিরাপদ

১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার অফিসের পিয়ন ২০ হাজার টাকায় বিক্রি হয়। আমরা খবরে জানতে পারলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির মামলায় গ্রেপ্তার একজন অফিস সহকারী সরকারপ্রধানের অভিমত সম্বলিত একটি নথি মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে বের করে দেওয়ার কথা ‘স্বীকার করে’ আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আপনারই প্রিয় অঙ্গসংগঠন যার অভিভাবক আপনি নিজে সেই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার২০ হাজার টাকার প্রলোভনে এমন ঘটনা যদি ঘটতে পারে তবে আমার দেশের প্রধানমন্ত্রী নিরাপদ কি না!!!!

যে অফিস সহকারি মাত্র ২০ হাজার টাকার জন্য এমন কাজ করলো, সে অবশ্যই তার কর্ম পরিবেশের অন্যদের বড়ো বড়ো দুর্নীতি দ্বারা প্রভাবিত হয়ে ভেবেছে, "ধুর আমি এইটা করলে কি?"

এই ঘটনা বিরাট বড়ো একটা এলার্ম। ভাবলে হবে না অফিস সহকারি গ্রেফতার তো সব কিছু কন্ট্রোলে। অবশ্যই এই অফিস সহকারীর কর্ম পরিবেশের সবাইকে নজরদারির আওতায় আনতে হবে সেই সাথে তাদের পরিবার কানেকশানও গুরুত্ব দিতে হবে।

এসময়ের খন্দকার মোশতাকরা বেড়ে উঠছে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৪২

মীর আবুল আল হাসিব বলেছেন: ৫০০ টাকা দেখলে বিসিএস পাশ করা বাবুদের লোল পড়ে; কর্মচারী কোথাকার কে???

১২ ই মে, ২০২০ রাত ১১:৩৭

গুরুভাঈ বলেছেন: ২ দিন ঢুকতে পারলাম না এই সাইটে, আচ্চাইর্য্য

২| ১৩ ই মে, ২০২০ রাত ১২:২৩

রিফাত হোসেন বলেছেন: কি আর করা।

১৩ ই মে, ২০২০ সকাল ১১:৩৬

গুরুভাঈ বলেছেন: ২০ হাজারে কাগজ যদি গায়েব হয় তাইলে ২০ লাখে কি হতে পারে?!

৩| ১৩ ই মে, ২০২০ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: নথি কার কাছে বিক্রি করেছে?

১৩ ই মে, ২০২০ সকাল ১১:৩৯

গুরুভাঈ বলেছেন: ছাত্রলীগের বর্তমান কমিটির কেন্দ্রীয় নেতা ২০ হাজার টাকা দিয়ে পিএম এর অফিস হতে অফিস সহকারীর মাধ্যমে নথি সরিরে আবার নতুন করে বসিয়ে রাস্ট্রপতির কাছে পাঠিয়েছে নর্থ সাউথ ইউনির ট্রেজারার নিয়োগে এক অবসরপ্রাপ্ত এয়ার কমোডরকে।

খবর Click This Link

৪| ১৩ ই মে, ২০২০ রাত ১২:৫৪

নতুন বলেছেন: আপনি কিন্তু সরকারের বদমান করছেন। :(

তথ্যপ্রযুক্তি আইনের নাম জানেন? এমন অপবাদের জন্য মামলা হতে পারে কিন্তু। :)

১৩ ই মে, ২০২০ সকাল ১১:৪০

গুরুভাঈ বলেছেন: হাহাহা তাইলে তো এতক্ষন আমি র‌্যাবের আদরে থাকতাম। সাবধান কররার চেষ্টা আর কি

৫| ১৩ ই মে, ২০২০ ভোর ৪:৪১

নেওয়াজ আলি বলেছেন: এরা
নিজেরা নিজেরা । মাঝখানে কিছু বললে জেল আছে

১৩ ই মে, ২০২০ সকাল ১১:৪২

গুরুভাঈ বলেছেন: একবার দেখেন ভাবিয়া, আগে কতো এমন গেছে করিয়া। ২০ হাজারে নথি গায়েব, ২০ লাখে কি কি গায়েব হতে পারে!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.