নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবে ঈদে থাকবে ২৪ ঘণ্টার কারফিউ

১৩ ই মে, ২০২০ সকাল ১১:৫৮

আমরা এমনি এক মুসলমান বাংলাদেশি জাতি, ধর্ম কর্মের ব্যাপারে সব সময় ইরান, তুরান, পাকিস্তান, সৌদি আরবের উদাহরন আগে দিতে হয়, দুইয়ে দুইয়ে চার না মিললে তখন আবার সৌদি আরবও উদাহরনের বাইরে।

বাংলাদেশে সংখ‍্যালঘু হিন্দু, বৌদ্ধ না, বাংলাদেশের আসল সংখ্যালঘু হলো মুসলমান। বাংলাদেশি মুসলমানের হাজার খানা পীর, একেক পীরের একেক কায়দায় ইসলাম পালন। কুরআন একটাই, হাদিসও একজনের তারপরেও যত পীর ততো ধারা। এখন আবার কিছু কিছু নতুন ধারা বের হয়েছ। এরা শার্ট প্যান্ট পরে দাড়ি রাখে মর্ডান ভাব নিয়া ইসলাম ফলো করে, আসলে ইহূদি লেবাসে ইসলাম পালন। এরা আবার পীর মানেনা, কিন্তু কোনো অংশে পীরের কম না। আগের পীরেরা যা করতে বলে, মানতে বলে তা মুখে মুখে আর এই মর্ডানদের পীর নানারকমের বই, এরা পক্ষান্তরে নানান বই পীরের মতোই মানে, ধারন করে।

করোনায় মসজিদে জামায়াত বন্ধো করতে সরকারকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। পাকিস্তান, সৌদি আরব, মালায়শিয়া, ইরান কি কি করছে তা বাংলার ঘরে ঘরে পৌছার অপেক্ষা করতে হয়েছে। ঐসকল দেশে এখনো মসজিদে জামায়াত নিষিদ্ধ, অথচো বাংলাদেশে মুসল্লিরা একবারও বললোনা, মসজিদে জামায়াত বন্ধো গার্মেন্টসও বন্ধো করো। মসজিদে জামায়াত বন্ধো বাজার ঘাট সীমিত করো। মসজিদে জামায়াত বন্ধো, শপিং মলও বন্ধো করো।

এরা বলে গার্মেন্টস খোলা, মসজিদে জামায়াতও খোলো। বাজার খোলা, মসজিদে জামায়াতও খোলো। শপিংমল খোলা, মসজিদে জামায়াতও খোলো।

যাইহোক, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঈদুল ফিতরের পাঁচ দিন ছুটিতেও সৌদি আরবজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে সৌদি কতৃপক্ষ।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২০ দুপুর ১২:০৬

মীর আবুল আল হাসিব বলেছেন: বাংলাদেশে হাইব্রিড মুসলমান বেশি। যখন যেদিকে সুযোগ পাবে তখন সেদিকে মোড় নেবে। আজ একে আকাশে তুলবে তো কাল তাকেই মাটিতে আছাড় মারবে।

বিঃদ্রঃ- ফেসবুকে প্রতিবাদ করতে আমাদের জুড়ি নেই। ঘন্টায় ঘন্টায় স্টাট্যাস দিয়ে যার তার ফাসি চাইতে আমরা বেশ পটু।

১৩ ই মে, ২০২০ দুপুর ১২:২৯

গুরুভাঈ বলেছেন: একটা দল আছে মানে কিছু কিছু ইসলাম ভক্ত আছে, ইসলাম বিষয়ে পক্ষে কোনো কিছু না আসলেই জারজ এইটা ষেইটা বলে যে কমেন্ট করে, তো অর ইসলামের থাকলো টা কি!!

২| ১৩ ই মে, ২০২০ দুপুর ১২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: দেশে হলে মানি না মানবো না

১৩ ই মে, ২০২০ দুপুর ১২:৫৬

গুরুভাঈ বলেছেন: করোনায় শহীদ হবে তবু ঈদের নামাজ মিছ দিবেনা, সামর্থ্য থাকতেও রিলিফ নিয়ে চলারা, রিলিফ চোরেরা, দুই নম্বর ব্যাবসায়িরা, ঝোপ বুঝে কোপ মেরে জিনিসের দাম বাড়িয়ে দেওয়াইয়্যারা

৩| ১৩ ই মে, ২০২০ দুপুর ১২:৫৪

হাবিব ইমরান বলেছেন:
বাংলাদেশের অধিকাংশ ধার্মিক ধান্ধাবাজ, ফটকাবাজ। এদের ধান্ধাবাজি নিয়ে কিছু বললেই মুহুর্তেই নামের সাথে অনেকগুলো ট্যাগ লাগিয়ে দেয়।

এই মুর্খদের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই দেশটা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

১৩ ই মে, ২০২০ দুপুর ১২:৫৯

গুরুভাঈ বলেছেন: টাটকা টাটকা দুই নাম্বারি ওয়াজের নমুনা অনলাইনে, তবুও এদের সরকার গ্রেফতার করতেছেনা। এইটা একটা অবাক কান্ড। এই সকল ওয়াজকারি সানি লিওনের চাইতেও আনকোড়া।

৪| ১৩ ই মে, ২০২০ দুপুর ১:৫১

নতুন বলেছেন: ভন্ডদের আবার ধম`।

যদি দেশের মানুষ তাদের ধমের সঠিক অনুসরন করতো তবে দেশে এতো ঘুষ,দুনিতি, ভ্যাজাল থাকতো না।

মসজিদে জুম্মা আর তারাবি ছাড়া অন্য সব ওয়াক্তের নামাজে প্রথম কাতার পুরা হয় না বেশির ভাগ মসজিদেই।

৫| ১৩ ই মে, ২০২০ দুপুর ১:৫৪

নতুন বলেছেন: আরেকটা জিনিস আছে এদের অনেকেই আছে যারা বলে আরবের মানুষের চেয়ে বাংলাদেশী মুসলমানের ইমান অনেক মজবুত। বেহেস্তে বাংলাদেশী মুসলমানেরাই বেশি যাবে।

আরবী ভাষা বাংলাদেশী ওয়াজের বক্তারা বেশি জানে আরব দের থেকে।

১৩ ই মে, ২০২০ বিকাল ৪:১৬

গুরুভাঈ বলেছেন: বাংলার মুসলিম জানে কম, আমরা সবাই শোনাউল্লাহ মুসোলমান। হুজুর বলছে, ওয়াজে শুনছে, বাবা-মা-দাদাকে যা করতে দেখছে বলতে শুনছে তাই আমাদের কাছে ধর্ম।

৬| ১৩ ই মে, ২০২০ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: নবিজির দেশও করোনা থেকে রক্ষা পেল না।

১৩ ই মে, ২০২০ বিকাল ৪:১৮

গুরুভাঈ বলেছেন: প্রথমে: মুসলমানের এই করোনা হবে না।
পরে: আল্লাহ ঈমানের পরিক্ষা নিতেছে।
এখন: সৌদিতে যা এখন হৈতেছে তা কি ঠিক হৈতেছে? এই জন্য সাজা দিতেছে আল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.