নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

ও পুলিশ, তুমি এই পুলিশই থেকো এই করোনার মানবিকতা আগলে তুমি রেখো

১৭ ই মে, ২০২০ রাত ১০:২৪

ও পুলিশ, তুমি এই পুলিশই থেকো
এই করোনার মানবিকতা আগলে তুমি রেখ।
সময় এখন ভীষণ কঠিন
উলট পালট জীবন রুটিন,
সময় গুলো বন্দি এখন করোনার ভয়ে
অচেনা এই সময়ে পুলিশ তুমি আছো বন্ধু হয়ে।
কাজ নেই, আয় নেই, নেই ঘরে খাবার
নিরাপত্তার পাশাপাশি দিচ্ছো তুমি মানবিক "উপহার"।
কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা গ্রাম, কিবা শহর
চোখ বুজলেই আত্মীয় বন্ধু স্বজন এক নিমিষেই পর,
আসছেনা কেউ জানাজাতে, দিতে দিচ্ছে না কেউ মাটি
মরনের পরেও পাচ্ছি পুলিশ তোমায়, তুমিই বন্ধু খাটি।
এইযে পুলিশ তুমি ছিলে মহান মুক্তিযুদ্ধে
সোনার বাংলা সোনার হবে ছিলো তোমার সাধ যে,
মাঝের সময় কিছু ছিলো বড্ডো এলোমেলো
শত্রু পুলিশ, ঘুষের পুলিশ কেমন যেনো ছিলো।
এই করোনায় শুদ্ধ তুমি, পেয়েছ অনেক সুনাম,
পেয়েছ দোয়া অনেক তুমি, সেবাই ধর্ম আল্লাহর কালাম।
এই করোনায় শুদ্ধ তুমি ওহে পুলিশ ভাই
আমরা যেন আজ ও আগামীতে এই পুলিশকেই পাই,
এই করোনায় শুদ্ধ তুমি, মনে রেখ পুলিশ
বিপদে আপদে পাশেই থেকো বন্ধু হয়েই প্লিজ।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: করোনা দিনে পুলিশ ভালো সারভিস দিয়েছে।

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:৩৭

গুরুভাঈ বলেছেন: সুনাম বলতে পুলিশের কিছুই ছিলোনা, এমনো পরিবার আছে পুলিশে চাকরি করে ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি নয়। এই করোনায় যে সুনাম টা অর্জন করলো, তা ধরে রাখতে পারলে হয়।

২| ১৮ ই মে, ২০২০ রাত ১:২৩

আল-ইকরাম বলেছেন: বাস্তব প্রেক্ষাপট নিয়ে বেশ লিখেছেন। অনেক ভাল লাগলো। শুভেচ্ছা অগনিত।

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:৩৭

গুরুভাঈ বলেছেন: ধন্যবাদ :) আশা করি পুলিশ তার অর্জিত সুনাম ধরে রাখতে পারবে।

৩| ১৮ ই মে, ২০২০ ভোর ৪:০১

নেওয়াজ আলি বলেছেন: পরিপক্ব লেখা । বেশ

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:৩৮

গুরুভাঈ বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.