নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

গণ পরিবহন বন্ধো, অফিস খোলা

২৭ শে মে, ২০২০ রাত ৮:৪৬

ছুটি আর বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া।

তো গণ পরিবহন বন্ধো, অফিস খোলা, সরকারের কাছে দাবি অফিস যারা করবেন এবং অফিসের কাজে যারা যাবেন তাদের সবাইকে বা গ্রুপ গ্রুপ করে প্রণোদনা হতে ব্যাক্তিগত গাড়ি এককালিন প্রদান করুন।

প্রথম থেকেই এই সমন্বয়হীন লক ডাউন, ছুটি কোনো উপকারে আসছেনা। আবারও মানুষ ট্রাকের ছাদে করে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করবে এবং মরবে করোনা আক্রান্ত হওয়ার আগেই। মনে রাখবেন সব চাকুরিজিবী প্রাইভেট কারের ভাড়া বহন করার সামর্থ্য রাখেন না।

অত্যবসরে, ছাত্র/ছা্ত্রীগন বই বিক্রি করে মোবাইলে ইন্টারনেট প্যাকেজ কিনো আর বেসরকারি স্কুলের শিক্ষকগন সাবান দিয়ে হাত ধুতে থাকো। গণপরিবহনের মালিক শ্রমিকগন বাস বিক্রি করে প্রাইভেট কার কিনো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২০ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: সরকার পড়েছে বিপাকে। কঠিন বিপাকে।

২৭ শে মে, ২০২০ রাত ১০:৩১

গুরুভাঈ বলেছেন: সংশোধিত ঘোষণা আসছে, সীমিত আকারে গণপরিবহন চলবে। সীমিত আকার মানেই ধাক্কা ধাক্কি ভীড়।

২| ২৭ শে মে, ২০২০ রাত ১০:৩০

ত্রিভুজ~ বলেছেন: সীমিত আকারে গণপরিবহনও খুলছে। "স্বাস্থ্যবিধি" নিজেরটা নিজের মেনে চলতে বলা হইসে। রাষ্ট্রের দায় শেষ আরকি। এবার নিজেরটা নিজে বুঝো, বাঁচলে বাঁচো মরলে মরো

২৭ শে মে, ২০২০ রাত ১০:৩৩

গুরুভাঈ বলেছেন: রেগুলার সময়েই মানুষের গাদাগাদি ভীড় আর সীমিত আকার হলে কি হবে বুঝেন অবস্থা?

৩| ২৭ শে মে, ২০২০ রাত ১১:২৬

নেওয়াজ আলি বলেছেন: সব কিছু সীমিত হলেও করোনা অসীমিত। আল্লাহ রক্ষা করো

২৭ শে মে, ২০২০ রাত ১১:৩১

গুরুভাঈ বলেছেন: ইউনাউটেড হাসপাতালের খোলা চত্বরে করোনা ইউনিটে আগুন লেগে হতাহতের ঘটনা একটু আগে।

৪| ২৮ শে মে, ২০২০ রাত ১:১৬

ইসমাঈল আযহার বলেছেন: লকডাউন বাড়ালেও আমরা কি মানছি। অনেকে তো বলছেন, নামের লকডাউন তুলে সব চালু করেন। যাইহোক আমাদের সরকার কোনও কামের না।

২৮ শে মে, ২০২০ সকাল ১১:৩৭

গুরুভাঈ বলেছেন: দেশে কার্যত কখনোই লক ডাউন ছিলো না। সমন্বয়হীনতাই প্রকট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.