নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

আর কতো সমন্বয়হীনতা?

২৮ শে মে, ২০২০ সকাল ১১:৫৪

প্রথমে আমরা জানলাম, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্যসব প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছেনা এবং গণপরিবহন চলবেনা।
পরে আমরা জানলাম,শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্যসব প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছেনা এবং গণপরিবহন চলবে কিন্তু সীমিত আকারে।
অফিস আদালত খুলছে কবে হতে? ৩১মে হতে।
সীমিত আকারে গণপরিবহন চলবে কবে হতে? ৩১মে হতে।

যারা ট্রাকে চড়ে, ডাবল গাড়ি ভাড়া দিয়ে পুলিশ মিডিয়ার গুতো খেয়ে গ্রামে গেলো তারা কর্মস্থলে ফিরবে আবার সেই রিপিট খরচ কষ্টো করে? রেগুলার যানবাহন চলার পরেও যা অপ্রতুল্য, অফিস টাইমে গাদাগাদি ভীড় সেই ভীড় কিভাবে সামাল দিবেন সীমিত আকারের যানবাহন চালিয়ে?

জনবহুল এই দেশে সীমিত আকারে মোবাইলের কল রেট কমানো যেতে পারে, সীমিত আকারে ত্রাণ দেয়া যেতে পারে কিন্তু সীমিত আকারে অন্য কোনো কিছু করতে গেলে গণহারে ভীড় বাড়বে। আই রিপিট, সীমিত আকারে কিছু করতে গেলে গণহারে ভীড় বাড়বে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: আমি কিছু বুঝতে পারছি না, দেশ একি হচ্ছে??

২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০২

গুরুভাঈ বলেছেন: গণ পরিবহন ২৯ তারিখ থেকে শুরু করলে পারতো

২| ২৮ শে মে, ২০২০ দুপুর ২:৪৭

মীর আবুল আল হাসিব বলেছেন: আমি ছোটমানুষ হিসাবে একটা যুক্তি দিচ্ছি:-- নাকে তেল দিন; ঘুমিয়ে যান। ঘুম না আসলে চোখ বন্ধ করে, মটকা মেরে পড়ে থাকুন। এসব নিয়ে যত ভাববেন মাথা তত খারাপ হবে।

২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০৩

গুরুভাঈ বলেছেন: যারা চাকরির কারনে এক জেলা হতে অন্য জেলায় যাবে তাদের কথা ভাবতে হবে না???

৩| ২৮ শে মে, ২০২০ দুপুর ২:৫৫

নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশ যেত দিন থাকে চলতে থাকবে অনিয়ম

২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০৫

গুরুভাঈ বলেছেন: সরকার নিজেই দেখলো ছুটি দেয়াতে দলবেধে লোকজন দেশের বাড়ি গেলো, ঈদের আগেও দৌলতদিয়া/পাটুরিয়া মানুষ্য জ্যাম লাগায় দেশে গেলো, এখন অফিস আদালত ৩১মে হতে চালু হবে, গণপরিবহনও ৩১মে চালু হবে, তো এরা আসবে কিভাবে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.