নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

যেহেতু অর্ধেক যাত্রী নিয়ে বাস চলবে তাই ৮০% ভাড়া বাড়ানোর সুপারিশ। আমার তো মনে হয় ২০% কম ভাড়া নিচ্ছে????

৩০ শে মে, ২০২০ রাত ৯:৩৫

পরিবহন মন্ত্রানালয় জানিয়েছে যেহেতু অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করবে তাই ভাড়া ৮০% শতাংশ বাড়ানো হবে।

আগামীতে বাস পরিবহনে এক চরম অরাজকতা আসছে, এই অরাজকতা করোনার চাইতে ভয়াবহো হবে। ভাড়া বাড়ছে এবং এই অতিরিক্ত ভাড়া যাত্রীদেরই বহন করতে হবে।

যেহেতু সীমিত আকারে বাস চলবে, ট্রেনও চলবে কম তাই আপাতত সমাধান বা বিদ্রুপমুলক কোনো পরামর্শ মাথায় আসছেনা। তবে অভ্যান্তরিন ৩টি রুটে ২৪টি ফ্লাইট প্রতিদিন পরিচালনা করবে আকাশ পরিবহন কতৃপক্ষ, সময় এবং টিকিটের মুল্য বিবেচনায় এদের ব্যাবসা রমরমা হবে। যদিও তারা বলেছে টিকিটের দাম অভ্যান্তরিন রুটে তারা বাড়াচ্ছে না, কিন্তু সৈয়দপুরের সর্বনিম্ন টিকিটের দাম একই শ্রেণীর ১৮০০/২২০০ টাকা হতে ৮৫০০টাকা। আমার ধারনা ৮৫০০টাকা দামের টিকিট ছাড়া অন্য টিকিট পাওয়া সম্ভব হবে না।

বাস পরিবহনের টিকিটের দামের এবং সীমিত আকারে চালুর সমাধান কি?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২০ রাত ৯:৪১

আমি সাজিদ বলেছেন: কতোজন যাত্রী নিয়ে যাচ্ছে গণপরিবহন, সে রেগুলেটরি সিস্টেম গণপরিবহন চালুর কয়েকদিনের মধ্যে ফল করবে। মাঝখানে ভাড়া বেড়ে গেলো।

৩০ শে মে, ২০২০ রাত ১০:৫৯

গুরুভাঈ বলেছেন: অর্ধেক যাত্রী বাস নিবে বলে মনে হয় না, ভাড়াও শতগুণ যাত্রীও ভরপুর

২| ৩০ শে মে, ২০২০ রাত ৯:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাস পরিবহনের টিকিটের দামের এবং সীমিত আকারে চালুর সমাধান কি?
........................................................................................................
যদি নিয়ম মেনে চলে তবে, আলহাদুলিল্লাহ
কিন্ত অতীত খাসলত তাদের যাবে কি ???
সেক্ষেত্রে ২০ টাকার ভাড়া ৩৬ টাকা, ৪০ টাকার ভাড়া ৭২ টাকা
..................................................................................
করোনা মহামারীতে তা মেনে চলতে হবে ।

৩০ শে মে, ২০২০ রাত ১১:০০

গুরুভাঈ বলেছেন: ২০ এর ভারা ৪০, বেতন কি বাড়তেছে?

৩| ৩০ শে মে, ২০২০ রাত ১০:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তার চেয়ে সবাই সাইকেল ব্যবহার শুরু করুন।

৩০ শে মে, ২০২০ রাত ১১:০১

গুরুভাঈ বলেছেন: সাইকেল চালায় ঢাকা আসবে কেমনে? লোকালি হলে ঠিক আছে।

৪| ৩০ শে মে, ২০২০ রাত ১০:২৮

নেওয়াজ আলি বলেছেন: কেউ কোন নিয়মই শেষ পর্যন্ত মানবে না তবে ভাড়া বেশী নিবেই।

৩০ শে মে, ২০২০ রাত ১১:০২

গুরুভাঈ বলেছেন: এবং এই ভাড়া আর কমবে বলে মনে হয় না। পিয়াজ এখনো ২০ বা ২৫ বা ৩০টাকায় আসে নাই।

৫| ৩০ শে মে, ২০২০ রাত ১০:৪০

হাবিব ইমরান বলেছেন:

আফসোস, এই ভাড়া আর কখনোই কমবে না। তারা যাত্রী অর্ধেক না, বরং শতভাগ যাত্রীই নিবে। পারলে আগের মত অর্ধেক ঝুলেও থাকবে। মাঝখানে পুলিশের পকেট গরম থাকবে। :(

৩০ শে মে, ২০২০ রাত ১১:০৩

গুরুভাঈ বলেছেন: জনগনের বাশঁ। সীমিত আকারে বাস চললে মানুষের মাথায় মানুষ উঠবে। ভরপুর গাড়ি দিয়েই পিক টাইমে গাদাগাদি ভীড় আর এখনতো সীমিত আকারে।

৬| ৩১ শে মে, ২০২০ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: ভাড়া বেশি নিবে সেটা বড় কথা নয়। বাস ভ্রমন নিরাপদ হবে না। কাজেই হেঁটে অথবা সাইকেল এছাড়া অন্য উপায় নাই। বাসে করোনা ভাইরাস কিলবিল করছে।

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৩৫

গুরুভাঈ বলেছেন: অলরেডি শুরু হয়ে গেছে অরাজকতা, বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করেই চলছে মানুষ

৭| ৩১ শে মে, ২০২০ রাত ১:০০

নতুন বলেছেন: এই ভাড়া আর কখনোই কমবে না। জনগন নিজের প্রয়োজনেই ঝুলে বাসে যাবে কি্তু এখন ভাড়া বেশি দেবে। আর পুলিশ সাজেন্টের আয় বাড়বে :(

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৩৬

গুরুভাঈ বলেছেন: এখন আন্তর্জাতিক বাজারে এমনিতে তেলের দাম কম, দেশেও তেলের দাম কমিয়ে ভাড়া ঠিক রাখা যেতো

৮| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:১৯

রাশিয়া বলেছেন: যাত্রী ২০০ ভাগই নেবে। লোকজন প্রথম কিছুদিন ক্যাচখ্যাচ করবে - তারপর বিরক্ত হয়ে সব সহ্য করে মুখ বুজে থাকবে।

আর যাত্রী না নিয়েই বা উপায় কি? কোন স্টপেজে যাত্রী নামানোর জন্য বাস থামবে, আর ২০ জন যাত্রী হেলপারকে ঠেলে ধাক্কায়ে উঠে যাবে। তখন কি করবে?

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৩৭

গুরুভাঈ বলেছেন: এই জন্যই তো বললাম অরাজকতার শুরু। ভাড়াও বেশি দাও, ঠেলাঠেলিও বেশি করো। বেশি জনসংখ্যার দেশে, চাহিদার সাথে সামজস্য না থাকলে অরাজকতা হবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.