নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

তোমাতে আমাতে কি পার্থক্য বলো.....

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৪৭

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড (৪৬) নামের এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে আটলান্টায় বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটা গাড়ি ভাঙচুর, জাতীয় পতাকায় আগুন এবং আটলান্টায় একটি রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছেন। একই সময়ে অন্য আরেকটি বিক্ষোভকারী দল স্থানীয় লিনক্স মলেও বিক্ষোভ করে।

ঘটনার পরের দিন মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে অনেক দোকান লুট এবং অগ্নিসংযোগ করেছে সুযোগসন্ধানীরা। উৎসবের মতো আনন্দ ফুর্তি করে যার যা ইচ্ছা লুট করেছে দোকানগুলো হতে।

অপরাধের প্রতিবাদ করতে যেয়ে এইযে অন্য সম্পদে জ্বালাও পোড়াও, লুটপাট, জাতীয় পতাকায় অগ্নিসংযোগ তাহলে প্রতিবাদের চেতনাটা কি? অপরাধের সাথে প্রতিবাদকারীদের পার্থক্যটা কি?

সভ্য দেশের সভ্য নাগরিক হয়েও আন্দোলনের ভাষা, প্রতিবাদের ধারা তো সেই আফ্রিকানই থেকে গেলো রুপান্তরিত আমেরিকানগন????

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৫৫

নতুন বলেছেন: ঘর পোড়ার ভেতরে আলু পোড়া দেবার মানুষ সব যায়গাতেই আছে। X((

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৫৭

গুরুভাঈ বলেছেন: প্রতিবাদের ধারা ঠিক থাকছেনা। জাতি বিভাজিত হবে, ট্রাম্প আবার জাতীয়তাবাদের ধোয়া তুলবে.....

২| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: আনন্দোলন তো আর মিষ্টি কথা দিয়ে হয় না।

৩১ শে মে, ২০২০ দুপুর ১:৩৮

গুরুভাঈ বলেছেন: জাতীয় পতাকায় আগুন, এটাতে মুল্যবোধ কিভাবে দেখবেন? অর্জনের পতাকা না হলে তো এমন মুল্যবোধ হবেই???

৩| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: সবদেশে এই জ্বালাও পোড়াও । সভ্য আর নাই

৩১ শে মে, ২০২০ দুপুর ১:৫১

গুরুভাঈ বলেছেন: মিক্স কালচারের প্রভাব। আমাদের দেশেরো কেউ কেউ কষ্টো করে আমেরিকা ইউরোপা যাওয়ার পর তাদের সন্তানও অতি মাত্রায় আমেরিকান ইউরোপিয়ান হয়ে যায়। পরে মেইন স্ট্রিমের সাথে তাল মিলাতে না পেরে হয়ে যায় হতাশ, না হইলাম ঘরকা না হইলাম ঘাটকা

৪| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:৫০

আমি সাজিদ বলেছেন: আজব পোস্ট। অসভ্য সব দেশেই আছে।

৩১ শে মে, ২০২০ দুপুর ১:৫৩

গুরুভাঈ বলেছেন: আমেরিকা হইলো ল্যান্ড অফ ইমিগ্রান্ট, ল্যান্ড অফ গণতন্ত্র, এবং দীর্ঘদিনের সভ্য দেশ। সেই দেশে তো অসভ্যতা আশা করা যায় না। বার্সেলোনা তো লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করেছে, এমন কি হয়েছে???

৫| ৩১ শে মে, ২০২০ বিকাল ৩:১৫

কল্পদ্রুম বলেছেন: এদের আন্দোলনের কোন সেন্ট্রাল লিডার আছে?

৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২২

গুরুভাঈ বলেছেন: এদের কোনো ইমরান এইচ সরকার পর্যন্ত নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.