নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

একখানা সুখবর বটে.....

৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০১

রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় ফাঁসি মওকুফ পাওয়া আসলাম ফকির (৫০) আবার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে যশোরের চৌগাছা কলেজপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৮–এর একটি দল। এরপর তাঁকে র‌্যাবের ফরিদপুর ক্যাম্পে নিয়ে আসা হয়।

ফাসি কার্য্যকর হওয়ার আগ মুহুর্তে প্রচন্ড ক্ষমতার ব্যাবহারে এবং ব্যাবস্থাপনায় পাগল সেজে ফাসি থেকে রক্ষা পেয়ে মুক্তও হয়ে গেছিলো আসলাম ফকির। দীর্ঘদিন জেলে থাকার পরেও এবং পাগল সেজে ফাসি হতে রক্ষা পেয়ে এলাকায় এসেই এলাকার রাজনীতির সাথে প্রত্যক্ষ্যভাবে আবার জড়িয়ে পরে।

অথচো এটা আমি হলে বান্দরবন বা সেন্ট মার্টিন যেয়ে বাকি জীবন ডাব বিক্রি করতাম আর আল্লাহ আল্লাহ করতাম অপরাধ করেও ফাসির আগ মুহুর্তে ছাড়া পাওয়ায়।

২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর ভাঙ্গার মানিকদহ ইউপির চেয়ারম্যান এ কে এম সাহেদ আলী ওরফে সাহেব মিয়া হত্যা মামলায় আসলাম ফকিরসহ অপর দুই আসামি তারা মৃধা ও ইমারত আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালত। হাইকোর্টেও এ রায় বহাল রাখা হয়। ২০১৪ সালের ১৩ নভেম্বর আসলামের ফাঁসি কার্যকরের দিন ধার্য হয়। জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জনসহ সবাইকে চিঠি দিয়ে প্রস্তুতও থাকতে বলা হয়েছিল। কিন্তু সবকিছু ঠিক থাকলেও ফাঁসির এক দিন আগে অস্বাভাবিক আচরণের কারণে তাঁর ফাঁসি স্থগিত হয়ে যায়। ওই দিনই দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তিনি। এরপর সাধারণ ক্ষমায় তাঁর ফাঁসি মওকুফ করে ১৪ বছরের সাজা দেওয়া হয়। কারাগারে সদাচরণের কারণে সাজা কমিয়ে ১৩ বছর ২ দিন কারাভোগের পর ২০১৭ সালের ২৫ আগস্ট গাজীপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান আসলাম।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


উনি মনে হয়, আল্লাহ করেছেন, সেইজন্য সমস্যা হয়ে গেছে; র‌্যাব র‌্যাব করলে সঠিক পথ খুঁজে পেতেন। আগে পাগল সেজেছিলো, এবার দরবেশ সাজতে হবে।

৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৮

গুরুভাঈ বলেছেন: গত দুই এক বছরে বাংলাদেশে ভাইরাল জিনিসের চল হয়েছে। এবকবার ভাইরাল হলে আর রক্ষা নাই।

২| ৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৬

সাহাদাত উদরাজী বলেছেন: বিধাতার খেলা!

৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

গুরুভাঈ বলেছেন: বদ কর্মের ফল

৩| ৩১ শে মে, ২০২০ রাত ৮:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সমস্যা নাই ফাঁসি হলে আবারও মাফ হবে। ইনশাআল্লাহ। উনার সাথে বড়ই নেতা আছে।

৩১ শে মে, ২০২০ রাত ১০:৩৩

গুরুভাঈ বলেছেন: ফাসি আবার কার্য্যকরের সুপারিশ করা হউক। পাগল তো ভালো হয়া গেছে এখন

৪| ৩১ শে মে, ২০২০ রাত ৯:২৪

নেওয়াজ আলি বলেছেন: সমস্যা নাইকা রাষ্ট্রপতি আবার ক্ষমা করবেন। দেশ দল ক্ষমতা সব তাদের দখলে

৩১ শে মে, ২০২০ রাত ১০:৩৪

গুরুভাঈ বলেছেন: সমস্যাই তো ঐখানে।

৫| ৩১ শে মে, ২০২০ রাত ৯:২৪

সাইন বোর্ড বলেছেন: এরা জানে তাদের ফাঁসির রায় হলেও তাদের বাবা মায়ে মাফ করোনের ব্যবস্থা করবে ।

৩১ শে মে, ২০২০ রাত ১০:৩৪

গুরুভাঈ বলেছেন: তবে এই ছলিমুদ্দির জন্য এতো প্রচন্ড ক্ষমতার ব্যবহারের বিষয়টা পরিস্কার না।

৬| ৩১ শে মে, ২০২০ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: আসলে উনার সেন্ট মার্টীন গিয়ে বাকি জীবন ডা বিক্রি করার দরকার ছিলো। আল্লাহ আল্লাহ করা উচিত ছিলো। এবার সে নিশ্চয়ই ক্ষমা পাবে না।

৩১ শে মে, ২০২০ রাত ১০:৩৬

গুরুভাঈ বলেছেন: পাবলিক ১০টাকা কেজির চাউল বিক্রি করে এখন ১০টাকায় এমবি কিনে ফেসবুক চালায়, আগের সময় আর নাই। আলোচিত হইছে তো মরছে।

৭| ০১ লা জুন, ২০২০ রাত ২:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মওদুদীর ফাঁসির আদেশ হয় পাকিস্তানের গোড়ার দিকে।কিছু ফাঁসি মাফ হয় বিদেশে থেকেই। কত রকমের ফাঁসি মাফ যে দেখলাম আরো কত রকমের যে দেখতে হবে কেউ জানেনা।

০১ লা জুন, ২০২০ সকাল ১০:০২

গুরুভাঈ বলেছেন: বুঝলাম না সংক্ষিপ্তখানা? মওদুদি? পাকিস্তান জামায়াত ইসলামের?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.