নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

দারা পুত্র পরিবার তুমি কার কে তোমার

০১ লা জুন, ২০২০ রাত ৮:৩৬


ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির বদ্ধ ঘরে মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে পরিবারের লোকজন তাঁকে ঘরে একা রেখে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে রাখে। মৃত্যুর পরও তাঁরা কাছে আসেননি বলে জানিয়েছেন কয়েকজন।

গতকাল রোববার রাতে নিজ বাসায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর আগে অনেক ডাকাডাকি করলেও কাছে আসেননি স্ত্রী, ছেলে–মেয়ে ও জামাতারা। পরে প্রশাসনের সহায়তায় পরিবারের লোকজনের অনুপস্থিতিতে তাঁর দাফন হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম সাহাব উদ্দিন (৫৫)। তিনি জ্বর, কাশি, হাঁচি, শ্বাসকষ্টে ভুগছিলেন।

সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে একটি পেট্রলপাম্পে চাকরি করতেন। হঠাৎ অসুস্থ হয়ে গত বুধবার রাতে বাড়িতে আসেন। গত শনিবার রাত থেকে তাঁর শ্বাসকষ্ট, জ্বর ও কাশি বেড়ে যায়। এর পরদিন সকালে তিনি হাসপাতালে গিয়ে কোভিড–১৯ আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। দুপুরে বাড়িতে আসলে পরিবারের লোকজন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন এবং তাঁকে এক ঘরে বদ্ধ করে রাখেন। সাহাব উদ্দিনের স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও তিন জামাতা রয়েছেন। দুই ছেলে কাজের সূত্রে গ্রামের বাইরে থাকেন। মৃত্যুর সময় বাকিরা সবাই বাড়িতে ছিলেন।

ইউপি চেয়ারম্যান মৃত সাহাব উদ্দিনের ছোট ছেলের বরাত দিয়ে জানান, গতকাল হাসপাতাল থেকে আসার পর থেকে পরিবারের কেউ সাহাব উদ্দিনের সঙ্গে কথা বলেননি। দুপুরে তাঁকে খাবারও দেননি। বিকেলে তাঁর শ্বাসকষ্ট ও কাশি বেড়ে যায়। এ সময় তিনি চিৎকার করে খাবার চাইলেও কেউ দেননি।তাঁকে শয়নকক্ষে রেখে বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে রাখেন পরিবারের সদস্যরা। ছোট ছেলে এগিয়ে যেতে চাইলে তাঁকে বোনেরা বাধা দেন। এভাবে চিৎকার করতে করতে রাত ১০টার দিকে সাহাব উদ্দিনের মৃত্যু হয়। রাতে সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তিনি মারা গেছেন। এরপর সবাই যাঁর যাঁর ঘরের দরজা বন্ধ করে ভেতরে ঢুকে যান। পরে ছোট ছেলে 'বাবা মারা গেছে' বলে চিৎকার শুরু করেন।

ইউপি চেয়ারম্যান বলেন, আশপাশের অন্য লোকজনের মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি গ্রামপুলিশ নিয়ে ওই বাড়িতে ছুটে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর পরিবারের একজন দরজা খুলে দিয়ে নিজ কক্ষে চলে যান। এরপর তিনি লাশ দাফন করার জন্য স্থানীয় মসজিদ থেকে খাটিয়া আনতে লোক পাঠালে মসজিদ কমিটির লোকজন খাটিয়া দিতে অস্বীকৃতি জানান ও কবর দিতে বাধা দেন। পরে তিনি স্থানীয় প্রশাসনের সহায়তায় গভীর রাতে পরিবারের লোকজনের অনুপস্থিতিতে জানাজা শেষে লাশ দাফন সম্পন্ন করেন।

খবরের লিনক

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: শেষ সময়ে পরিবারের কেউ কাছে ছিলো না। এটা প্রচন্ড কষ্টের।

০১ লা জুন, ২০২০ রাত ৮:৫১

গুরুভাঈ বলেছেন: এটা একরকম হত্যা। আমি বলবো এটা হত্যা।

২| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৫২

শূন্য সারমর্ম বলেছেন: দেশের সার্বিক পরিস্থিতি জানার জন্য এদের তালিকা করা দরকার।

০১ লা জুন, ২০২০ রাত ৮:৫৪

গুরুভাঈ বলেছেন: নিজের বাবা, নিজের স্বামি এ এক অমানবিক হত্যা। কে কার কাছে নিরাপদ?

৩| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৫৯

নেওয়াজ আলি বলেছেন: গুরুভাঈ আপনি খবরটা কোথায় হতে জানতে পারলেন । কোন এলাকার জানা দরকার ।

০১ লা জুন, ২০২০ রাত ৯:০৫

গুরুভাঈ বলেছেন: খবরমুলক আমার পোস্টের একদম নিচে খবরের লিনকটা দেয়া থাকে। পোস্টের নিচে খবরের লিনক দেখেন। এটা আজকের প্রথম আলোর অনলাইন ভার্সনে এসেছে।

৪| ০১ লা জুন, ২০২০ রাত ৯:০৫

আসাদুজ্জামান ইব্রাহিম ২২১১ বলেছেন: আফসোস!

০১ লা জুন, ২০২০ রাত ৯:০৭

গুরুভাঈ বলেছেন: নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বউ। সবই ছিলো আসলে কিছুই ছিলোনা, হায় করোনা।

৫| ০১ লা জুন, ২০২০ রাত ৯:১১

কাছের-মানুষ বলেছেন: আফসোস। আমাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করছে সামনে!! পৃথিবী হারানো ছন্দ ফিরে পাক মনে প্রাণে চাই।

০১ লা জুন, ২০২০ রাত ৯:১৬

গুরুভাঈ বলেছেন: এই করোনা অনেক সম্পর্কের অচেনা রুপ দেখায় দিলো আমাদের। সমাজ, পরিবার কেউ কারো নয়....

৬| ০১ লা জুন, ২০২০ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবই আল্লাহ পাকের ইচ্ছা । উনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে । আমরা কেবল দোয়া করতে পারি।

০১ লা জুন, ২০২০ রাত ৯:১৭

গুরুভাঈ বলেছেন: দোয়া তো কবুল হয় না। মসজিদ কমিটি খাটিয়া দেয় না, কবর দিতে বাধা দেয়। মসজিদ তাহলে কমিটির।

৭| ০১ লা জুন, ২০২০ রাত ৯:১৯

কল্পদ্রুম বলেছেন: পরিবারের ব্যাপারে মন্তব্য করা কঠিন।সারা জীবন ওই লোক পরিবারের কাছে কেমন মানুষ ছিলো কে জানে!
তবে মসজিদ কমিটি বাধা দিলো কি মনে করে!

০১ লা জুন, ২০২০ রাত ৯:২৯

গুরুভাঈ বলেছেন: নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বউ এবং মেয়ে জামাই সবাই একজোট হয়ে এই খুনে সামিল। এই লোক যতই খারাপ হউক, ঘরের বাইরে থেকে ছিটকানি দিয়ে রাখাই তো খুন।

৮| ০১ লা জুন, ২০২০ রাত ৯:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আমরা এতোটা অমানুষ কিভাবে হতে পারি তা ভেবে পাচ্ছিনা, আমি মনে করি এটা হত্যাকান্ড

০১ লা জুন, ২০২০ রাত ৯:২৮

গুরুভাঈ বলেছেন: আমিও এটাকে হত্যাকান্ড হিসাবে দাবি করছি, এবং হত্যা মামলা দায়ের করার অনুরোধ করছি। সেই সাথে মৃতের নামে যতো সম্পত্তি আছে সব সরকারি কোষাগারে নেয়ার দাবি।

৯| ০১ লা জুন, ২০২০ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


সরকার করোনা রোগী সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছে; সরকার পরিবার ও সমাজকে কইছু পদক্ষেপ নিতে বাধ্য করা উচিত।

০১ লা জুন, ২০২০ রাত ১০:০৯

গুরুভাঈ বলেছেন: অচেনা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। জানিনা, অন্য কোনো দেশে, অন্য কোনো সমাজে, অন্য কোনো পরিবারে এমন হচ্ছে কিনা।

১০| ০১ লা জুন, ২০২০ রাত ১১:১১

মোঃ ইকবাল ২৭ বলেছেন: এই পরিবারের লোক গুলোকে মানুষ বলা সঠিক নয়। এরা মানুষের মধ্যে পড়ে না।

০১ লা জুন, ২০২০ রাত ১১:১৩

গুরুভাঈ বলেছেন: ঠিক বলেছেন। ১০০% ঠিক।

১১| ০২ রা জুন, ২০২০ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটা একরকম হত্যা। আমি বলবো এটা হত্যা।


এখন সময় খারাপ। এরকম আরো ঘটনার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

০২ রা জুন, ২০২০ রাত ৮:১৭

গুরুভাঈ বলেছেন: এর চাইতে খারাপ আর কি হতে পারে বলেন? নিজের বউ, নিজের ছেলে, নিজের মেয়ে ঘরের শিকল বাইরে থেকে লাগিয়ে রেখেছে। অসুস্থ এক মানুষ। পাগল হলেও মানা যেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.