নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাবাদী

মোঃ হাবিবুল্লাহ

আমি মানবতাবাদে বিশ্বাসী

মোঃ হাবিবুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

অর্ধ উলঙ্গ নর্তকী ও একবার ভ্যাট দিলে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৩

উচ্চ শিক্ষ নিতে হলে তোমাকে ভ্যাট দিতেই হবে।তোমার ভ্যাটের উপর নির্ভর করছে অনেক কিছু।

তুমি একবার ভ্যাট দিলে মালের বাসায় পৌছে যাবে কয়েক ট্রাক বিদেশী মালের বোতল।

তুমি একবার ভ্যাট দিলে তার ও তাদের বাসা সারারাত মুখরিত করে রাখবে একদল অর্ধউলঙ্গ নর্তকী।

তুমি একবার ভ্যাট দিলে পুরাতন নর্তকী পাল্টে নতুন নর্তকী নিয়ে আসা যাবে কয়েকবার।

তুমি একবার ভ্যাট দিলে পর্দার আড়ালে থেকে নামকরা নাইট ক্লাব ও মদের দোকান স্থাপন করা যাবে অনেক গুলো।

তুমি একবার ভ্যাট দিলে দশ ট্রাক অবৈধ আধুনিক অস্ত্র আসবে বাংলাদেশে।

তুমি একবার ভ্যাট দিলে কয়েক বছর বউয়ের শাড়ি চুড়ি গহনা কিনা হয়ে যাবে।

তুমি একবার ভ্যাট দিলে কয়েকটা নকল ঔষধের কম্পানি স্থাপন করা যাবে।

তুমি একবার ভ্যাট দিলে পৃথিবীর বিলাস বহুবহুল সিটিতে একটা করে বাড়ি তৈরি হবে।

তুমি একবার ভ্যাট দিলে নামী ব্রান্ডের অনেক গুলো গাড়ী নামবে বাংলার হাই ওয়েতে।

ভ্যাট তোমাকে দিতেই হবে। তোমার রক্ত বিক্রি করে তোমাকে ভ্যাট দিতে হবে যদি তুমি উচ্চ শিক্ষা নিতে চাও।

অথবা তোমার বাবার পেনশনের টাকা অথবা জমি বিক্রয়ের টাকা। ভ্যাট তোমাকে দিতেই হবে আজ অথবা কাল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনি তো কবি হয়ে গেলেন; মগজ মনে হয় কাজ কম করে?

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১৫

মোঃ হাবিবুল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.