নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাবাদী

মোঃ হাবিবুল্লাহ

আমি মানবতাবাদে বিশ্বাসী

মোঃ হাবিবুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু পথ

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭




কবি বিজন রয়ের কবিতা [ বিজন পথে...

সব পথ এক নয়।
কোন পথ বিজন হয়। ] এর মন্তব্য প্রসঙ্গে.......

বিজন পথে,
পথ চলা খুব কষ্টের।
বিজন পথ মানেই তো একা জন হীন,
আমি ছাড়া শূন্য, শুধুই পথ।
পথ তো কখনো বিজন হতে পারেনা,
পারে, এ তো পথ নয়, অনন্তকালের পথ।
মৃত্যুপথ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার ধরেছেন চমৎকার লিখেছেন। মৃত্যুপথ শেষপথ বিজনপথ।।

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

মোঃ হাবিবুল্লাহ বলেছেন: স্যার,
এই পথের সাথী ইচ্ছে করলেই কেউ হতে পারেনা।
ধন্যবাদ আপনাকে।

২| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটা আমার!

আমার ওই পোস্টেবিজন পথে... আপনার মন্তব্য দেখে বুঝতে পারিনি যে আপনি ওটা নিয়ে পোস্ট দিয়েছেন। এখন বুঝলাম।

আপনার প্রতি কৃতজ্ঞ।
কতুটুক হৃদয় ছুঁয়ে গেল তা বোঝাতে পারছি না।
আমি খুব আবেগী........... তাই পরে কথা হবে।

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

মোঃ হাবিবুল্লাহ বলেছেন: কৃতজ্ঞার কিছু নেই, বরং আমিই আপনার অনুমিত ছাড়া
পোস্ট দিয়েছি, এর জন্য ক্ষমা চাইছি।হৃদয় ছুঁয়ার কথা বলছেন.....
বিজন পথের দিকেই তো যাচ্ছি।

৩| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

বিজন রয় বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম...........
কথা হবে, সাথে থাকুন।

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬

মোঃ হাবিবুল্লাহ বলেছেন: জি ভাইয়া, সাথেই আছি। ভাল থাকবেন।

৪| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩১

বিজন রয় বলেছেন: ক্ষমা চাওয়ার কথা বলে আমাকে লজ্জা দেওয়া আর কি!

ব্লগে যদি আমরা এক অপরকে কিছু না দিতে পারলাম তো আমাদের ব্লগিং-এর স্বার্থকতা কোথায়? চলতে ফিরতে যদি নিজে- অপরকে বিলিয়ে দিতে না পারলাম তো আমাদের বেঁচে থাকার গুরুত্ব কোথায়?

আমাদের শেষ পথ তো ওই বিজন পথেই, একাকী, নিঃস্ব আর অন্ধকারময়।

আবার কথা বলে গেলাম।
শুভকামনা রইল।

৫| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

মোঃ হাবিবুল্লাহ বলেছেন: বিজন পথের আশায়তো বেছে আছি ভাইয়া।
আপনার জন্যও শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.