নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

বেকারসংগীত

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩





সবার চোখের বিষ—আমরা বেকার

কেউ নেই আমাদের দুঃখ দেখার



ফুটপাতে চটপটি ঝালমুড়ি বট খাই

চায়ের দোকানে বসে আঙ্গুল মটকাই

প্রত্যেক দোকানের বাকির খাতায় নাম

মাসশেষে হয়তো বা দেই অর্ধেক দাম

দোকানীর চোখে বিষ—আমরা বেকার

কেউ নেই আমাদের দুঃখ দেখার



বৌ ভাবি দুনিয়ার সক্কল মেয়েকে

জানি না কপালে সুখ দেবে শেষে কে এঁকে

বৌ করে ঘরে নিতে যে মেয়ের নাম নেই

সেই মেয়ে বর নিয়ে চলে যায় সামনেই

মেয়েদের চোখে বিষ—আমরা বেকার

কেউ নেই আমাদের দুঃখ দেখার



এর বোন মেডিকেলে; দেশে যাবে ওর ভাই

তাই খুব ব্যস্ততা; সারাদিন দৌড়াই

ঘরে এসে রাতে শুনি ভাবী বলে ভাইকে

ঘরে যে বাজার নেই—খোঁজ নেয় তাই কে?

ভাইয়ের চোখেও বিষ—আমরা বেকার

কেউ নেই আমাদের দুঃখ দেখার



জুতা-জামা ধার করে ভাইভাটা নিষ্ফল

জরুরী ফোনের বেলা দেই শুধু মিসকল

ঘরের লোকের সাথে দেখা হয় যত কম

পরিবেশ ততটাই কম হবে থমথম

সবখানে অবহেলা—আমরা বেকার

কেউ নেই আমাদের দুঃখ দেখার



পত্রিকা পড়ি শুধু ভেতরের পৃষ্ঠা

এভাবেই দিন কেটে যায় মোট ত্রিশটা

বোঝা হয়ে দিন দিন পরিবারে দামড়া

খাটালেই রাষ্ট্রের সম্পদ আমরা

সমাজের চোখে বিষ—আমরা বেকার

কেউ নেই আমাদের দুঃখ দেখার

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

প্রত্যাবর্তন@ বলেছেন: বাস্তবতার প্রতিফলন ঘটেছে

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

হাবীব কাইউম বলেছেন: গানটা কোনো শিল্পী গাইলে মনে হয় আরো ভালো হয়।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন !!!

সবখানে অবহেলা—আমরা বেকার
কেউ নেই আমাদের দুঃখ দেখার


পোস্টে অনেক ভালো লাগা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

হাবীব কাইউম বলেছেন: আমি কিন্তু বেকার নই। লেখাপড়া শেষ হওয়ার আগেই চাকরগিরিতে ঢুকে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.