নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

চলছে ভাঙন

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৬


তোমার ভিতর চলছে ভাঙন—কেউ জানে না।
তোমার ভিতর জ্বলছে লাভা—কেউ জানে না।

উপর থেকে দেখছে সবাই সব স্বাভাবিক,
সব কিছু ঠিক।
সরার নিচে ফুটছে না কি পুড়ছে কিছু—
কেউ যদি না সরায় সরা,
তার চোখে কি পড়বে ধরা?

ভাঙন শেষে আসবে যখন শেষ ভাঙনের চূড়ান্ত রূপ,
তখন কী আর থাকবে করার? সবাই তো চুপ
চুপটি হয়ে দেখবে তখন তলিয়ে যাওয়া;
হারিয়ে যাওয়া তুমি তখন কোথায় হাওয়া!

লাভার যখন ঘটবে প্রকাশ, থাকবে তখন কী আর করার?
ভিতর থেকে কলজে-হৃদয় গলার পরে হয় যে লাভা,
কেউ কি আছে এ রূপ ধরার?

সরার ভিতর সব পুড়ে ছাই
যখন হবে, দেখবে যখন আর কিছু নাই,
তখন শত হায়-হাহুতাশ কী ফল দেবে,
সময়মতো দহন যদি আর না নেভে?

তোমার ভিতর চলছে ভাঙন—কেউ জানে না।
তোমার ভিতর জ্বলছে লাভা—কেউ জানে না।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪

রাসেল আহমেদ মাসুম বলেছেন: সুন্দর

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

এম রাজু আহমেদ বলেছেন: অসাধারণ ছন্দময় এবং অনন্য কাব্যিকতা।
প্রচণ্ড ভাল লাগলো পড়ে।

আমার পাতাতেও আসার আমন্ত্রন রইলো।

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ। অবশ্যই।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

এহসান সাবির বলেছেন: কেউ জানে না.......

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

হাবীব কাইউম বলেছেন: ঠিক।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

শায়মা বলেছেন: ভাইয়া

তোমাকে অনেক অনেক খুঁজেছিলাম। :(

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

হাবীব কাইউম বলেছেন: এই যে আমি ভাই।

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

শায়মা বলেছেন: ভাইয়া এই কবিতাটাও অনেক অনেক ভালো হয়েছে। তোমার যদি কখনও কবিতার বই বের হয় আমাকে জানাবে।

আমি হবো সবার প্রথম ক্রেতা। আমি তোমার কবিতার এক নং ফ্যান!!!!!!!:)

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

হাবীব কাইউম বলেছেন: মারাত্মক খুশিত হইলাম। তাইলে একটা গোপন কথা বলবো। এইখানে বললে সবাই জেনে যাবো। থাক, মনে মনেই থাক।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

শায়মা বলেছেন: গোপন কথা বলো ভাইয়া। সবাই জানলে প্রবলেম কি? জানি তো তোমার বই বের হচ্ছে এটা লুকানোর কি হলো? আমার মত ঢঙ শিখলে নাকি!:(

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

হাবীব কাইউম বলেছেন: আরেন্না। বের হওয়া নিয়ে কথা না। বের হওয়ার পরের বিষয় নিয়ে কথা। এটা সবার সামনে বলা যাবে না।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০১

শায়মা বলেছেন: হা হা বের হবার পর কি হবে??? তুমিও কি আমার মত লজ্জায় টেবিলের নীচে লুকাবে নাকি!!!!!!! :P

যাক বুঝা গেলো তুমিও আমার মত লজ্জাবতী লতা ভাইয়া।:)

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৬

রুদ্র জাহেদ বলেছেন: তোমার ভিতর চলছে ভাঙন—কেউ জানে না।
তোমার ভিতর জ্বলছে লাভা—কেউ জানে না।
আবার মুগ্ধপাঠ...

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

হাবীব কাইউম বলেছেন: আবারো ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.