নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

কেন জাপান আসবেন, কীভাবে জাপান আসবেন [পর্ব-২]

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮



জাপানে আইটি জানেওয়ালাদের চাহিদা
জাপান এখন আইটির দিকে আরো বেশি মনোযোগ দিচ্ছে। জাইকা এত দিন সোশাল সায়েন্সের উপরে পড়াশোনার জন্য যে পরমিাণ স্কলারশিপ দিয়ে আসছিলো, তাও কমিয়ে টেকনোলোজির পড়াশোনায় দেবে।

যারা ফুল টাইম আইটি জব নিয়ে জাপান আসতে চান তাদের জন্যও সুযোগ আছে। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির এই জবে আসতে হলে :
১. দুই বছরের অধিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২. ল্যাংগুয়েজ : JAVA, VB.net and ASP.net, C/C++ and VC++
৩. বেতন : ৩ লক্ষ ইয়েন থেকে ৩ লক্ষ ৮০ হাজার ইয়েন
৪. যদি Cisco (CCNA, CCNP, CCDA, CCDP) বা MOS সার্টিফিকেট থাকে তাহলে অগ্রাধিকার

আজকে একটু ব্যস্ত আছি। মেইল করতে পারেন আরো জানতে : [email protected]

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

মহা সমন্বয় বলেছেন: না বাংলাদেশই ভালা। :)

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

হাবীব কাইউম বলেছেন: নিঃসন্দেহে। কিন্তু তারপরও যারা বিদেশে ক্যারিয়ার গড়তে চায়...

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

পাখির চোখে বিশ্ব দেখি বলেছেন: এই ক্ষেত্রে জাপানিজ ভাষার N3 লেভেল সফল ভাবে সম্পন্ন করতে হবে।
জাপানিজ ভাষার সহজ লেভেল N5 আর কঠিন লেভেল N1

২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

হাবীব কাইউম বলেছেন: থ্যাংকস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.